গাইবান্ধায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সুমন মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে এদিন সাড়ে সকাল ৮টার দিকে গাইবান্ধা-সাঘাটা সড়কের বাংলাবাজার এলাকার কৃষি প্রশিক্ষণ ইন্সিটিউটের (এটিআই) গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নিহত সুমন মিয়া গাইবান্ধা সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার পীরগাছায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ সদস্য সুমন গাইবান্ধা পুলিশ লাইন্স এলাকায় (বোর্ড বাজার) ভাড়া থাকতেন। সকালে সেখান থেকে মোটরসাইকেলযোগে থানায় আসছিলেন। পথে বাংলাবাজার নামক এলাকায় অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরতর আহত হন সুমন। পরে তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নেয়া হয়, সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।
ওসি বলেন, ‘অটোরিকশাটিকে এখনো আটক করা যায়নি। পুলিশ এ নিয়ে কাজ করছে। মরদেহ এখনো রমেকেই আছে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা