নোয়াখালীতে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফখরুল ইসলাম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।
রোববার সকালে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-রামগতি সড়কের মান্নান নগর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফখরুল লক্ষীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত আলম মিয়ার ছেলে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে একটি অটোরিকশায় রামগতি থেকে সোনাপুরের উদ্দেশে যচ্ছিলেন ফখরুল। মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও বলেন, ‘মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা