আপডেট : ১৭ অক্টোবর, ২০২২ ১৭:০৮
বেনাপোলে ১০ সোনার বারসহ একজন আটক

বেনাপোলে ১০ সোনার বারসহ একজন আটক

বিজিবির অভিযানে আটক অনিক ‍কুমার। ছবি: দৈনিক বাংলা

যশোরের বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০টি সোনার বারসহ অনিক কুমার বিশ্বাস নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে পাওয়া সোনার ওজন এক কেজি ১৬৫ গ্রাম প্রায়।

আজ সোমবার বেলা ১১টার দিকে অনিককে আটক করে বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

অনিক মুন্সীগঞ্জের সিরাজদিখানের বাসিন্দা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ বলেন, ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী ভারতে পাচারের জন্য সোনার একটি চালান নিয়ে আসছেন বলে তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে বিজিবির একটি দল বেনাপোল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অনিককে আটক করে। পরে তার জুতার ভেতর থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৯৩ লাখ ২০ হাজার টাকা।

বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, সোনা পাচাররোধে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে। সোনার চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।

অনিককে আটকের পর বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান শাহেদ মিনহাজ।