সুনামগঞ্জে বিদ্যুতের পিলার বোঝাই একটি লরির সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে জেলা শহরের জেলা আনসার ভিডিপি অফিসের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা মোটরসাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মাঈনুদ্দীন তালুকদার (৫০)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অমৃতশ্রী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যুতের পিলার বোঝাই একটি লরি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ব্যাক গিয়ারে উঠছিল। তখন সুনামগঞ্জমুখী একটি মোটরসাইকেল এসে লরিতে থাকা পিলারে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ছিটকে ১০-১৫ গজ দূরে গিয়ে পড়ে। পরে মোটরসাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা