আপডেট : ১৬ অক্টোবর, ২০২২ ২৩:২৯
হাতকড়া ভেঙে হাজতির পলায়ন, ৩ পুলিশ প্রত্যাহার

হাতকড়া ভেঙে হাজতির পলায়ন, ৩ পুলিশ প্রত্যাহার

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত ভবন। ছবি: দৈনিক বাংলা

চুয়াডাঙ্গা জজ আদালত চত্বর থেকে হাতকড়া ভেঙে হাজতি পালানোর ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবু তারেককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পালাতক আসামি আজিজুল শেখকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, আদালত চত্বর থেকে আসামি পালানোর ঘটনায় অতিরক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর কবীর ও রিজার্ভ অফিসের আরওআই আব্দুল বারেক। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে-  কোর্ট পুলিশের এটি এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মিলন হোসেন ও নারী কনস্টেবল বেনজির নাহারকে। তাদের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, পলাতক আসামি আজিজুল শেখকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

পলাতক হাজতি আজিজুল শেখের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর জলিরপুর এলাকায়। তার বাবার নাম ফজল শেখ। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর, কালিহাতি এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় ডাকাতি মামলা রয়েছে। সেই মালায় আজ চুয়াডাঙ্গা কারাগার থেকে সাক্ষী দিতে আনা হয়েছিল।