মানিকগঞ্জের সিংগাইরে মাইক্রোবাসের ধাক্কায় মো. শহিদুল ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খোলাপাড়া এলাকায় হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শহিদুল মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বাড়াই ভিকরা এলাকায় মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি যাওয়ার পথে শুটিং সেটের একটি গাড়ির সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা শহিদুল রাস্তার পাশের খাদে ছিকটে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ষোঘণা করেন।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) সুমন হোসেন জানান, ‘দুর্ঘটনার পর মাইক্রোবাসটির ও চালককে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।’
তিনি বলেন, ‘মরদেহ সিংগাইর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।’