আপডেট : ৩ অক্টোবর, ২০২৩ ২১:২৫
যাত্রীর ফেলে যাওয়া ৫০ হাজার টাকা ফিরিয়ে দিলেন বাসের চালক-সহকারীরা
কুমিল্লা প্রতিনিধি

যাত্রীর ফেলে যাওয়া ৫০ হাজার টাকা ফিরিয়ে দিলেন বাসের চালক-সহকারীরা

মঙ্গলবার বিকেলে চালক ও স্টাফদের উপস্থিতিতে ৫০ হাজার টাকা, মূল্যবান কাগজপত্রসহ ব্যাগ জয়নাল আবেদীনকে বুঝিয়ে দেন পাপিয়া ট্রান্সপোর্টের মহাসচিব মো. তাজুল ইসলাম। ছবি: দৈনিক বাংলা

সততার নজির দেখালেন কুমিল্লার পাপিয়া ট্রান্সপোর্টের একটি বাসের চালক, কন্ডাক্টর ও হেলপাররা। যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ, ৫০ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্র ফিরিয়ে দিয়েছেন তারা। তাদের এ সততার ভূয়সী প্রশংসা হচ্ছে সর্বমহলে।

মঙ্গলবার বিকেলে টাকা, কাগজপত্রসহ ব্যাগ ফিরিয়ে দেওয়া হয় জয়নাল আবেদীন নামের যাত্রীকে। টাকাসহ মূল্যবান নথিপত্র ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জয়নাল জানান, তার বাড়ি জেলার চান্দিনা উপজেলার ভাগুরা পাড়া গ্রামে। সোমবার কুমিল্লা-দাউদকান্দি রুটে চলাচলকারী পাপিয়া ট্রান্সপোর্টের ওই বাসে চড়ে ইলিয়টগঞ্জ থেকে জেলা শহরে আসছিলেন। কুমিল্লার শাসনগাছা টার্মিনালে পৌঁছে বাস থেকে নেমে গেলেও ভুলবশত সঙ্গে থাকা ব্যাগটি গাড়িতে ফেলে যান তিনি। ব্যাগে নগদ ৫০ হাজার টাকা, কাপড়-চোপড় ও কিছু মূল্যবান কাগজপত্র ছিল।

শাসনগাছা টার্মিনালে অন্য সব যাত্রীরাও নেমে পড়লে ব্যাগটি দেখতে পান গাড়ির চালক মো. সুমন, কন্ডাক্টর নাজমুল হাসান, দুই সহকারী (হেলপার) সজিব ও সাইফুল। তারা পরে ব্যাগটি পাপিয়া ট্রান্সপোর্টের মহাসচিব মো. তাজুল ইসলামের কাছে জমা রাখেন। তাজুল ইসলাম ব্যাগে থাকা কাগজপত্র থেকে মুঠোফোন নম্বর সংগ্রহ করে মালিক জয়নালের সঙ্গে যোগাযোগ করেন। মালিকানা নিশ্চিত হওয়ার পর তিনি মঙ্গলবার বিকেলে চালক ও স্টাফদের উপস্থিতিতে টাকা, মালামালসহ ব্যাগ জয়নালকে বুঝিয়ে দেন।

বাসটির সংশ্লিষ্টদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে জয়নাল এসময় বলেন, ব্যাগ হারিয়ে আশা ছেড়ে দিয়েছিলাম। তবে বাসের চালক-হেলপারদের সততায় মুগ্ধ হয়েছি।

এদিকে বাসের চালক, কন্ডাক্টর ও হেলপারদের সততার জন্য তাদেরও পুরস্কৃত করে পরিবহনটির মালিকপক্ষ।