আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৫৭
আখখেতের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ
নাটোর প্রতিনিধি

আখখেতের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকার একটি আখখেতের পাশ থেকে তপন চৌধুরী (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তপন পাশ্ববর্তী লালপুর উপজেলার চংধুপইল গ্রামের খিদির চন্দ্রের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খাঁন জানান, তপন চৌধুরী মালঞ্চি রেলগেট এলাকায় নিয়মিত ঝালমুড়ি বিক্রি করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ঝালমুড়ি বিক্রির জন্য বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার সকালে থানায় জিডি করেন।

পরে দুপুরে স্থানীয়রা বিহারকোল এলাকায় আখখেতের পাশে তপনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।