জামালপুরের বকশীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮) বিকেলে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়।
গোসল করার এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। বিকেল ৫টার দিকে তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে। মাহিন ও সাইয়ুম সম্পর্কে চাচাত ভাই।
বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।