১০ অক্টোবর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০২২-২৩ মৌসুম। ৩৭ দিনের এই টুর্নামেন্ট শেষ হবে ১৭ নভেম্বর। কাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দলের ক্রিকেটারদের যে তালিকা দিয়েছে বিসিবি, সেখানে চট্টগ্রাম দলে তামিম ইকবালের নাম থাকলেও রাজশাহীতে নেই মুশফিকুর রহিমের নাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া দুজন এনসিএলের শুরু থেকেই খেলবেন বলে জানিয়েছিলেন নির্বাচকরা। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ আগেই জানিয়েছেন, এনসিএল খেলবেন না।
তালিকায় মুশফিকের নাম না থাকার ব্যাখায় নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, মুশফিক জাতীয় দলের খেলোয়াড়। জাতীয় দলের খেলোয়াড়রা চাইলে যেকোনো সময় এসে খেলতে পারবেন। দলে নাম থাকা বাধ্যতামূলক নয়।
এনসিএলের নিয়মে এবার বেশ কিছু পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কমিটি। বাড়ছে ম্যাচ ফিসহ অন্যান্য প্রাইজমানি। এনসিএলের জন্য গত মৌসুমে ৫টি ভেন্যু ব্যবহার করেছিল টুর্নামেন্ট কমিটি। এবার ভেন্যু দ্বিগুণ হচ্ছে। দুটি ম্যাচ হবে মিরপুরে।
রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া লিগে অনেকটা ‘হোম অ্যান্ড অ্যাওয়ের’ স্বাদ থাকবে। মুখোমুখি দেখায় দুই ম্যাচ হবে ভিন্ন দুটি মাঠে। রাজশাহী আর বগুড়ার ভেন্যুতে গতবার ৬ মিলিমিটার ঘাস ছিল, এবার সেটি আরো ২ মিলিমিটার বাড়ানো হচ্ছে উইকেটের কম্প্যাক্টনেস ঠিক রাখতে।
ম্যাচে খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য ডিমেরিট পয়েন্ট চালু হচ্ছে। দেশের ক্রিকেটে আগে শুধু বিপিএলে ছিল এই পদ্ধতি। এক বছরের মধ্যে ৩-৮ ডিমেরিট পয়েন্ট পেলে ঘরোয়া লিগের পরের একটি ম্যাচ নিষিদ্ধ হবেন সেই ক্রিকেটার। ৮-১২ ডিমেরিট পয়েন্ট পেলে নিষেধাজ্ঞা দুই ম্যাচের। এবার প্রথমবারের মতো টুর্নামেন্টের সব ম্যাচ হবে ডিউক বলে।
নতুনত্ব ও পরিবর্তন
ডিউক বল
প্রাইজমানি বাড়ছে
বাড়ছে ম্যাচ ফি
১০টি ভেন্যু
উইকেটের ঘাস বাড়ছে ২ মিলিমিটার
ডিমেরিট পয়েন্ট চালু
প্রতি দলে থাকবেন একজন টেকনিক্যাল কনসালটেন্ট
টায়ার ওয়ান
ঢাকা, সিলেট, রংপুর, চট্টগ্রাম
প্রাইজমানি
চ্যাম্পিয়ন ৩০ লাখ টাকা
রানার্সআপ ১৫ লাখ
সেরা খেলোয়াড় ১ লাখ
সর্বোচ্চ রান ৭৫ হাজার
সর্বোচ্চ উইকেট ৭৫ হাজার
ম্যাচসেরা ৩০ হাজার
প্রতি ম্যাচে জয়ী দল ৮০ হাজার
টায়ার-টু
খুলনা, ঢাকা মেট্রো, বরিশাল, রাজশাহী
রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। টায়ার ওয়ানের শেষ দল টায়ার-টুতে নেমে যাবে। টায়ার-টুর চ্যাম্পিয়ন দল পরবর্তী মৌসুমে টায়ার ওয়ানে খেলবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা