নীলফামারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জামায়াতের ৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার।
আটকরা হলেন সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম মোক্তার পাড়া গ্রামে আবুজার রহমান (৫২), পঞ্চপুকুর ইউনিয়নের গাবের তল গ্রামের আলী হোসেন, চাপড়া সরমজানী ইউনিয়নের আতিয়ার রহমান (৫৫), চাপড়া নাড্ডিপাড়া গ্রামের রাহিদুল ইসলাম (২৭), আরাজী কুচিয়ার মোড় গ্রামের সেরাজুল ইসলাম (২০), নতিব চাপড়া গ্রামের রুবেল ইসলাম (২৫), ফুলদ্দিন (৫৭) ও মমিনুর রহমান(৫৪) এবং বাবড়ীঝাড় গ্রামের হাফিজুর রহমান (২৭)।
পুলিশ জানায়, থানা এলাকায় নাশকতার কাজে জড়িতসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, দারোয়ানী টেক্সটাইল মোড়ে বিক্ষোভ মিছিলে আসার পথে বাবরীঝাড় নামক এলাকা থেকে সাতজনকে আটক করা হয়। এ ছাড়া বুধবার রাতে দুইজনকে বাড়ি থেকে আটক করে পুলিশ।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহম্মাদ শাহরিয়ার বলেন, বিক্ষোভের বিষয়ে আমাদের জানা নেই। শহরে তারা কোনো মিছিল বা কোনো কর্মসূচি পালন করতে পারেনি। নাশকতারসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে তাদের আটক করা হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা