কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল সোমবার সকালে এক ঘণ্টা বন্ধ ছিল। সকাল ৮টা ৪২ মিনিট থেকে এক ঘণ্টার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে আবার সকাল ৯টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশনস) ইফতেখার হোসেন ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৯টায় কাজীপাড়া স্টেশনে একটি কোচে কারিগরি ত্রুটি দেখা যায়। পরে কোচটি থেকে যাত্রী নামিয়ে দেয়া হয়। এ সময় এক লাইলে চলে ট্রেন। ফলে স্বাভাবিক চলাচল বন্ধ থাকে। এক লাইনেই আসা যাওয়া করে মেট্রোরেল।
এদিকে সকালে মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। অনেককেই স্টেশনে রেলের অপেক্ষায় থাকতে দেখা যায়। এতে অফিস, স্কুল-কলেজ ও অন্যান্য কাজে যেতে মেট্রোরেল ব্যবহার করা নগরবাসীকে ভোগান্তির মুখে পড়তে হয়।
কারিগরি সমস্যার কারণে এ নিয়ে তৃতীয়বারের মতো মেট্রোরেলে চলাচল বন্ধ বন্ধ হলো। এর আগে গত প্রথম সোমাবার ৭ আগস্ট সকালেও যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল। এরপর দ্বিতীয় দফায় গত ৯ আগস্ট কারিগরি ত্রুটিতে মেট্রোরেল চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা