আপডেট : ২ আগস্ট, ২০২৩ ২১:২৭
রপ্তানি আয় বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ

রপ্তানি আয় বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে পণ্য রপ্তানি থেকে ৪৫৯ কোটি ২৯ লাখ ২০ হাজার (৪.৫৯ বিলিয়ন) ডলার আয় করেছেন বাংলাদেশের রপ্তানিকারকরা। এই অঙ্ক গত অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের চেয়ে ১৫ দশমিক ২৬ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় এসেছে ২ দশমিক ৫০ শতাংশ। জুলাইয়ে লক্ষ্যমাত্রা ধরা ছিল ৪৪৮ কোটি ১০ লাখ (৪.৪৮ বিলিয়ন) ডলার।

তবে গত অর্থবছরের শেষ মাস জুনের চেয়ে পণ্য রপ্তানি থেকে আয় কমেছে ৮ দশমিক ৬০ শতাংশ।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে ৬২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য ধরেছে সরকার। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল বুধবার রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, এই মাসে দেশের রপ্তানি আয়ের প্রধান তৈরি পোশাক থেকে এসেছে ৩৯৫ কোটি ৩৭ লাখ ৪০ হাজার (৩.৯৫ বিলিয়ন) ডলার। এ হিসাবে দেখা যাচ্ছে, জুলাইয়ে মোট রপ্তানি আয়ের ৮৬ শতাংশের বেশি এসেছে তৈরি পোশাক থেকে। জুলাই মাসে পোশাক খাত থেকে আয়ের লক্ষ্য ধরা ছিল ৩৭৭ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের জুলাইয়ে এই খাত থেকে আয় হয়েছিল ৩৩৬ কোটি ৬৯ লাখ ডলার। এ হিসাবে দেখা যাচ্ছে, এই মাসে গত বছরের জুলাইয়ের চেয়ে তৈরি পোশাক থেকে আয় বেড়েছে ১৭ দশমিক ৪৩ শতাংশ। আর লক্ষ্যের চেয়ে আয় বেশি এসেছে ৪ দশমিক ৬৫ শতাংশ।

ইপিবির তথ্যে দেখা যায়, নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২২৬ কোটি ৬৪ লাখ ডলার। প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ২৪ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ১১ দশমিক ৫৪ শতাংশ। এ হিসাবে দেখা যাচ্ছে, জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে মোট যে আয় হয়েছে, তার প্রায় অর্ধেকই এসেছে নিট পোশাক থেকে। ওভেন পোশাক থেকে এসেছে ১৬৮ কোটি ৭২ লাখ ডলার। প্রবৃদ্ধি ১০ দশমিক ৩০ শতাংশ। তবে লক্ষ্যের চেয়ে আয় কম এসেছে ২ দশমিক শূন্য ৮ শতাংশ।

অন্যান্য খাতের মধ্যে জুলাই মাসে কৃষিপণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে ১৪ দশমিক ৫৩ শতাংশ। ওষুধ রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩০ দশমিক ২২ শতাংশ। প্লাস্টিক দ্রব্য রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৬৪ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ২ দশমিক ৭৫ শতাংশ। তবে হোম টেক্সটাইল রপ্তানি কমেছে ৪৪ দশমিক ৭৭ শতাংশ। হিমায়িত মাছ রপ্তানি থেকে আয় কমেছে ১৮ দশমিক ৪ শতাংশ।

২০২২-২৩ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে মোট ৫ হাজার ৫৫৫ কোটি ৮৮ লাখ (৫৫.৫৬ বিলিয়ন) ডলার আয় করেছিলেন রপ্তানিকারকরা, যা ছিল ২০২১-২২ অর্থবছরের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ বেশি। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২১ শতাংশ কম। ২০২১-২২ অর্থবছরে পণ্য রপ্তানি থেকে ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার আয় করেছিল বাংলাদেশ।