স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন একটি পরীক্ষামূলক সংস্করণ প্রকাশ করেছে গুগল। ‘অ্যান্ড্রয়েড ১৩ বেটা ২.১’ হালনাগাদটি আগের সংস্করণ চালুর এক মাসেরও কম সময়ের মধ্যে এল।
নতুন সংস্করণে বেশ কয়েকটি ‘বাগ ফিক্স’ অর্থাৎ সফটওয়্যারের ত্রুটি সারানো হয়েছে বলে জানানো হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদন অনুযায়ী, বাগ ফিক্সের মধ্যে সার্চবারে কিছু খোঁজার পর ফলাফল না আসা, ডিভাইস ক্র্যাশ এবং মোবাইল হটস্পট চালু করলে রিস্টার্ট নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে কাজ করেছে গুগল।
পিক্সেল ৪ এবং গুগলের পরবর্তী ডিভাইসগুলোতে নতুন এই আপডেট পাওয়া যাবে।
ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৩-এর ঘোষণা দিয়েছিল গুগল। এখন পর্যন্ত সেটির কয়েকটি পরীক্ষামূলক সংস্করণ ছাড়া হলেও এখনো চূড়ান্ত করা হয়নি। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে গোপনীয়তা এবং নিরাপত্তা টুল বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা