নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে সায়েদুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮০ নম্বর ক্লাস্টারের জাফরের ছেলে ইছাক (৩০) ও ৭৮ নম্বর ক্লাস্টারের আবদুর রহমানের ছেলে নুর হোসেন (২৪)।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, গত ২ জুলাই গভীর রাতে পূর্বশত্রুতার জেরে সায়েদুলকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এরপর অভিযান চালিয়ে ক্যাম্প থেকে ইছাক ও নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার ইছাক ও নুর হোসেন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কোরবানির ঈদের দিন রাতে নিহত সায়েদুল তার লোকজন নিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ইব্রাহিমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। একপর্যায়ে ইব্রাহিমকে ছেড়ে দেন তারা। এ ঘটনায় ইব্রাহিম ও তার লোকজন ক্ষুব্ধ হয়। পরে পূর্বপরিকল্পনা অনুযায়ী ইছাক, নুর হোসেন, আনাস, নুরুল আমিন, জলিল এবং বারাসহ কয়েকজন সায়েদুলকে ৫৫ নম্বর ক্লাস্টারের সামনে লাঠি, দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা সায়েদুলের পা রশি দিয়ে বেঁধে রেখে পালিয়ে যান।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা