আপডেট : ৩ জুলাই, ২০২৩ ১৯:৪২
মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ
প্রতিনিধি, ময়মনসিংহ

মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ

প্রতীকী ছবি

নেত্রকোনার মদনে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভনে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তাইম (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। অভিযুক্ত ওই শিশুর আপন চাচা।

সোমবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার রাত ৩টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর গাজীর মার্কেট এলাকা থেকে তাইমকে গ্রেপ্তার করা হয়। সে মদনের কাইটাইল গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২৫ মে বিকেলে শিশুটির মা তাকে বসতঘরে একা রেখে পাশের গোসলখানায় গোসল করছিলেন। সেই সুযোগে শিশুর আপন চাচা তাইম শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনা পরিবারের কাউকে না জানাতে হুমকি দিলেও শিশুটি তার মা-বাবাকে বলে দেয়।

এ ঘটনায় শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাইমকে আসামি করে থানায় মামলা করেন।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের রাজেন্দ্রপুর গাজীর মার্কেট এলাকা থেকে তাইমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।