কাল বাদে পরশু ঈদুল আজহা। এরই মধ্যে প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ। সবকিছু ঠিক থাকলে প্রতিবারের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এখানে। এজন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহকে। এখন চলছে শেষ সময়ের সাজসজ্জার কাজ।
মঙ্গলবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দান পুরোপুরি প্রস্তুত করে ফেলা হয়েছে। পুরো প্যান্ডেলজুড়ে মাইক, বিদ্যুৎ সংযোগ, ফ্যান ও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে। নিরাপত্তার জন্য পুরো ঈদগাহজুড়ে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি। প্রস্তুত করা হয়েছে কন্ট্রোল রুম।
বেলা ১১টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ঈদগাহ পরিদর্শন করেন। এ সময় দেখা গেছে, সর্বশেষ প্রস্ততি হিসেবে লাইট ও মাঠের সীমানাঘেঁষে সাদা কাপড় টানানোর কাজ চলছে। এছাড়া বৃষ্টি হলে মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে বিষয়টি মাথায় রেখে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ব্যবস্থা রাখার কাজ চলছে।
বরাবরের মত এবারও জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটর। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোজাম্মেল হক দৈনিক বাংলাকে বলেন, ‘বলতে পারেন ঈদগাহ ময়দান প্রায় প্রস্তুত। এখন শুধু নিচে কার্পেটিং এবং সাদা চাদর বিছানোর কাজটুকু বাকি আছে। তাছাড়া সব কাজ সম্পন্ন করা হয়েছে। আশা করছি বড় ধরনের ঝড় বৃষ্টি না হলে নামাজ আদায় করতে কোনো অসুবিধা হবে না।’

একই তথ্য দিয়েছেন ডিএসসিসির তথ্য কর্মকর্তা মো. আবু নাছের। তিনি জানান, জাতীয় ঈদগাহ মাঠ সজ্জার কাজ প্রায় প্রস্তুত। বলা যায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সকালে মেয়র পরিদর্শন করেছেন। তিনি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন, সেসব জায়গায় এখন কাজ চলছে। আশা করি বুধবার সকালের আগেই পুরো মাঠ সম্পূর্ণ প্রস্তুত করে ফেলা হবে।
এবারের জাতীয় ঈদগাহের ঈদ জামাতে প্রধান বিচারপতি,মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, দেশি-বিদেশি কূটনীতিকসহ ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ অংশ নেবেন।
এই ঈদগাহে নামাজ আদায়ে পুরুষের পাশাপাশি থাকছে নারীদের জন্যও পৃথক ব্যবস্থা। তৈরি করা হয়েছে অস্থায়ী অজুখানা।
এই ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত হবে সকাল সাড়ে ৭টায়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে ঈদগাহের বদলে আধাঘণ্টা পিছিয়ে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়া ঈদগাহের বাইরে পুরো এলাকাজুড়ে জামাতে অংশ নিতে পারবেন মুসল্লিরা।
ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য ভিআইপি গেট থাকছে একটি। পাশাপাশি জনসাধারণের জন্য একটি এবং নারীদের প্রবেশের জন্য পৃথক একটি গেট রাখা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা