আপডেট : ২৬ জুন, ২০২৩ ১৩:২৪
বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকা টোল আদায়
প্রতিনিধি, টাঙ্গাইল

বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকা টোল আদায়

ঈদকে সামনে রেখে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখো মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় পরিবহনের চাপ কয়েকগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে প্রায় আড়াই কোটি টাকা টোল আদায় হয়েছে।

বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে মোট ২৯ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা।

এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্বে পারাপার হয় ১৪ হাজার ৯৭৬টি যানবাহন ও টোল আদায় হয় ১ কোটি ২৬ লাখ ৪১ হাজার ১৫০ টাকা এবং সেতু পশ্চিম অংশে ১৪ হাজার ৮৮১টি যানবাহন। এতে টোল আদায় হয় ১ কোটি ৩৯ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

এদিকে বাড়ি ফেরাকে ঘিরে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব দুই লেনের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদযাত্রায় যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। যানজট এড়াতে সেতু পূর্ব ও পশ্চিমে মোট ১৮টি বুথ টোল আদায় করা হচ্ছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। রাতে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনার কারণে কয়েক দফা টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট নেই। যানজট মোকাবিলায় মহাসড়কে ৭ শতাধিক পুলিশ কাজ করছে।