সাড়ে পাঁচ হাজার টাকার জাল নোট রাখার দায়ে লক্ষ্মীপুরে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম সোমবার কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের হুমায়ুন কবিরকে এই সাজা দেন।
লক্ষ্মীপুর জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বলেন, জাল টাকা রাখার দায়ে হুমায়ুনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১৪ জুলাই রাতে হুমায়ুন চরকাদিরা ইউনিয়নের ফজু মিয়ার হাটে একটি ফার্মেসিতে জাল টাকা নিয়ে বসে ছিলেন। বিষয়টি থানার ডিউটি অফিসারের কাছ থেকে জানতে পেরে উপ-পরিদর্শক আমির হোসেন তাকে ওই ফার্মেসি থেকে আটক করেন।
এরপর হুমায়ুনের পাঞ্জাবির পকেট থেকে এক হাজার টাকার তিনটি ও ৫০০ টাকার একটি জাল নোট উদ্ধার করে পুলিশ। এর আগে ফার্মেসিতে ওষুধ কেনার জন্য দেয়া ২০০০ টাকার জাল নোটও জব্দ করে পুলিশ।
আটকের পর হুমায়ুন জানান, দীর্ঘদিন ধরে তিনি জাল টাকা দিয়ে পণ্য কিনছিলেন। ২০২১ সালের ১৫ জুলাই এএসআই আমির হোসেন হুমায়ুনের নামে থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম একই বছরের ১৩ সেপ্টেম্বর হুমায়ুনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা