মেহেরপুরে ৬টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। পাচারের উদ্দেশ্যে এক নারী পায়ুপথে স্বর্ণের বারগুলো নিয়ে যাওয়ার সময় আজ বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে মেহেরপুর-কাথুলী সড়কের জোছনা বেকারির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন, ঢাকার মগবাজারের কানিজ ফাতিমা লিপি (৩৫) ও নারায়নগঞ্জের মাসুদ (৩৮)।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাসযোগে কানিজ ফাতিমা লিপি ও মাসুদ রানা মেহেরপুরে উদ্দেশে রওনা দেয়। ভোরে তারা মেহেরপুর বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখান থেকে একটি রিকশাযোগে কাথুলী বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেয়। রিকশাটি বড় বাজারের জোসনা বেকারির সামনে আসলে পুলিশের সন্দেহ হয়। পরে নারী পুলিশ সদস্য তল্লাশি করে লিপির পায়ুপথ থেকে কালো টেপে মোড়ানো ৩টি বস্তু পায়। সেগুলো খোলার পর ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ হওয়া স্বর্ণের বতর্মান বাজার মূল্য ৬০ লাখ টাকা বলে জানান এই কর্মকর্তা।
ওসি রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বারগুলো ভারতে পাচারের উদ্দেশে মেহেরপুরে নেওয়া হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা