আপডেট : ১৪ জুন, ২০২৩ ১২:৫০
মোবাইলে কথা বলতে বলতে মেশিনে হাত, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর
প্রতিনিধি, কুমিল্লা

মোবাইলে কথা বলতে বলতে মেশিনে হাত, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যবসায়ীর

সোহাগ

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে সোহাগ (৩০) নামে এক প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর নিউমার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামের গোরফান আলীর ছেলে ও নিউমার্কেটের আন্ডারগ্রাউন্ডে আনিকা প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে সোহাগ তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ফোনে কথা বলতে বলতে মেশিনের ওপর পা রাখলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ব্যবসায়ীরা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোরশেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।