জয়পুরহাটের কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফউদ্দিন আকন্দ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরশহরের আকন্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শামসুদ্দিন আকন্দ ওরফে কিনা আকন্দ (৫০) নামে একজন তার বাড়ির আঙিনায় থাকা আম, কাঁঠাল, আনার, লিচু, কুল ও কলার মোট প্রায় ১৫টি গাছে জিআই তার জড়িয়ে তাতে বিদ্যুতায়িত করে রাখেন। শনিবার সকালে প্রতিবেশি শরিফউদ্দিন ওই বাড়িতে তার নিজের ভারার ভার (ধান বহনের কাজে ব্যবহৃত বাঁশ ও দড়ির তৈরি বাক জাতীয় জিনিস) নিতে যান শামসুদ্দিনের বাড়িতে। এ সময় জিআই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শরিফউদ্দিন আকন্দ।
এ ঘটনার পর শামসুদ্দিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়িটিতে তিনি একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
লিপি আক্তার নামে এক প্রতিবেশী বলেন, শামসুদ্দিনকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি তার আঙিনার চারদিকে আম গাছ, কলার গাছসহ অন্যান্য গাছে বৈদ্যুতিক জিআই তার দিয়ে ঘিরে সেখানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন দৈনিক বাংলাকে বলেন, ‘শনিবার সকাল ৬টার দিকে থানায় বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ওই এলাকার শামসুদ্দিন ওরফে কিনা আকন্দ তার বাড়ির আঙিনায় আম রক্ষার্থে আম গাছ ও কলা গাছে চারদিকে জিআই তার দিয়ে ঘিরে রেখে বিদ্যুৎ সংযোগ দেন। সেই তারে জড়িয়ে শরিফউদ্দিন আকন্দ মারা যান।’
আনোয়ার হোসেন আরও বলেন, ‘মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষে থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা