সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের বিয়ে অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।
এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ রায়ের ফলে আঞ্জু কাপুরকে উইল করা বাড়িটি তার অধীনে থাকল না বলে জানিয়েছেন আইনজীবী।
আদালতে জগলুল ওয়াহিদের দুই কন্যার পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, উইলকৃত সেই বাড়িতে বসবাসকারী জগলুল ওয়াহিদের কন্যারা মুসলিম আইন অনুযায়ী তাদের সম্পত্তির অধিকার পাবেন।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘আমরা জেনেছি আঞ্জু কাপুর বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছেন এবং তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।’
ভারত থেকে ২০০৩ সালের আগস্ট মাসে আঞ্জু কাপুর বাংলাদেশে এসে ইউটাস গ্রুপ অব কোম্পানিতে চাকরি নিয়ে বসবাস করতে থাকেন। ২০১৩ সালের ৩১ জুলাই পেশায় পাইলট মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে তার বিয়ে হয়। ২০২০ সালের ১০ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মোস্তফা জগলুল ওয়াহিদের মৃত্যু হয়।
এ-সংক্রান্ত মামলা থেকে জানা যায়, গৃহকর্তা জগলুল ওয়াহিদের মৃত্যুর পর বাড়ির মালিকানা নিয়ে বিরোধে তার দুই মেয়ে অবস্থান নেন ওই বাড়ির সামনে। ওই দুই বোনের দাবি, বাড়ির দখল বাবার দ্বিতীয় স্ত্রী দাবি করা ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের হাতে। তিনি কিছুতেই ওই বাড়িতে তাদের ঢুকতে দিচ্ছেন না।
একপর্যায়ে গণমাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদন নজরে নিয়ে হাইকোর্ট স্ব-প্রণোদিত আদেশ দেন। আদেশের পর মেয়েদের তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশান-২-এর ৯৫ নম্বর সড়কের বাড়িতে প্রবেশ করতে দেয়া হয় এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়।
পরে বিষয়টি নিয়ে কয়েক দফায় হাইকোর্টে শুনানি হয় এবং হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের সঙ্গে জগলুল ওয়াহিদের বিয়ে ও বাড়ি উইল করা নিয়ে সুপ্রিম কোর্টের চার সিনিয়র আইনজীবীর (অ্যামিকাস কিউরির) অভিমত শোনেন হাইকোর্ট।
অবশেষে আইনজীবীদের অভিমত বিবেচনায় নিয়ে এবং জারি করা রুল নিষ্পত্তি করে আজ রায় দিলেন হাইকোর্ট।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা