কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। সংঘর্ষ বন্ধ হলে মঙ্গলবার দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে সংঘর্ষে আওয়ামী লীগের দুই পক্ষের ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে শো-ডাউন আয়োজনকে কেন্দ্র করে কুমিল্লা ১১ আসনের সংসদ সদস্য মুজিবুল হক ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর প্রায় আড়াই ধরে চলে এ সংঘর্ষ। এ সময় থেমে থেমে ধাওয়া পাল্টা-ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন বলেন, চৌদ্দগ্রাম বাজারে যানজট ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা