রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বেপরোয়া বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন।
শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টায় মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তুহিন বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে যাত্রাবাড়ীর মাতুয়াইলের কাছে পড়ে থাকতে দেখে ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে জানা যায় ওই যুবক যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দেয়। বাসটি তৎক্ষণাৎ ধরা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে শনাক্তর চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
মিরাজের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তিনি যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সকাল ৭টার দিকে মিরাজ মিয়ার চাচতো ভাই মোহাম্মদ নাজমুল ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে তার মরদেহ শনাক্ত করেন। তিনি বলেন, ‘আমার ভাই দর্জির কাজ করতেন। ভোরে চাঁদপুরের গ্রামের বাড়ি থেকে তার বাবা সদরঘাটে আসার কথা ছিল। সেজন্য সকালে বাসা থেকে বের হয়ে সদরঘাট যাচ্ছিলেন মিরাজ। কিন্তু পথেই দুর্ঘটনার কবলে পড়েন।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা