ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধের পর সোমবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।
বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন এ তথ্য জানান। তিনি বলেন, ঈদ উপলক্ষে পাঁচ দিন বন্ধ ছিল বন্দরের কার্যক্রম। ছুটি শেষে সোমবার শুরু হয়েছে আমদানি-রপ্তানি।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, আমদানি-রপ্তানি চালু হওয়ায় বেনাপোল বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বন্দরে যেসব পণ্য প্রবেশ করেছে এবং নতুন করে যেসব পণ্য প্রবেশ করবে, তা দ্রুত খালাস করতে নির্দেশ দেয়া হয়েছে। পণ্যজট কমাতে প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ হবে বন্দরের অভ্যন্তরে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা