আপডেট : ১৪ এপ্রিল, ২০২৩ ১৫:০৭
বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে বর্ষবরণ

বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে বর্ষবরণ

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পিডিএস ময়দান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন সব শ্রেণি-পেশার মানুষ। ছবি: দৈনিক বাংলা

পুরোনো সব জঞ্জালকে ধুয়ে মুছে এল নতুন দিন। শান্তি-সম্প্রীতি কামনায় শুক্রবার রাজধানী ঢাকাসহ সারা দেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষবরণ। ১৪৩০ সালের প্রথম দিন পহেলা বৈশাখকে বরণ করে নিতে নানা আয়োজনে মেতে উঠেছে বাঙালি জাতি।

সারাদেশ থেকে দৈনিক বাংলার প্রতিনিধিদের পাঠানো খবর

নীলফামারী
নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও উদ্যোক্তা মেলার আয়োজন করেছে নীলফামারী জেলা প্রশাসন। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি’স গার্ডেনে গিয়ে সভায় মিলিত হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

রাজবাড়ী
রাজবাড়ীতে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা প্রশাসকের সহধর্মিণী জিনাত আফরিন, জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. মোরশেদা খাতুন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহসিন উদ্দিন বতু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, যুদ্ধকালীন কমান্ডার বাকাউল আবুল হাসেম, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ, জেলা প্রশাসনের সহকারী কমিশনাররা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে পান্না চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।

এরপর জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সমবেত ও একক সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ইত্যাদি পরিবেশন করে।

নওগাঁ
বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় জিলা স্কুল থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার রাশিদুল হকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কুমিল্লা
‘এসো, এসো, এসো হে বৈশাখ/তাপস নিঃশ্বাস বায়ে... মুমূর্ষরে দাও উড়ায়ে... গানে গানে কুমিল্লায় সকাল ১০টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। শোভাযাত্রায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ
মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বরণ করে নেয়া হয়েছে বাংলা নতুন বছর ১৪৩০। পহেলা বৈশাখের সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এতে সম্মিলন ঘটেছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।

পরে জেলা প্রশাসেকর কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ ওরাওয়ের সভাপতিত্বে বর্ষবরণের আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান, জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু, মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড আব্দুস সামাদ।

পটুয়াখালী
বাংলা নতুন বছরের প্রথম দিনকে স্বাগত জানাতে পটুয়াখালীতে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পিডিএস ময়দান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ারে মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

সুনামগঞ্জ
‘সাম্য ও সম্প্রতির বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জে সকাল ১০টায় ঐতিহ্য জাদুঘরের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে উদীচী ও খেলাঘর আসর। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন প্রমুখ।

এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ষবরণকে ঘিরে নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন। সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

গোপালগঞ্জ
গোপালগঞ্জে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং সব অশুভ শক্তিকে বিদায় জানাতে মঙ্গল শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে জেলা প্রশসের উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে মেতে উঠে সব বয়সের ও নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রায় অংশ নেয়া লোকজন ঢোল বাজিয়ে গান গেয়ে নর্ববর্ষকে স্বাগত জানান।

ফরিদপুর
বাংলা ১৪৩০ বঙ্গাব্দকে বরণে সকাল ৭টা থেকে ফরিদপুরে নানা কর্মসূচি পালন করা হয়। সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

মাগুরা
মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষবরণ করা হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৮টায় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক আবু নাসের বেগ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

শোভাযাত্রা শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সেখানে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। সেখানে জেলা শিল্পকলা, উদীচীসহ শহরের নানা সংগঠন জাতীয় সংগীত, বৈশাখী গান, নৃত্য, লোকজ সংগীতে অংশ নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়
এদিকে রাজধানীতে বর্ষবরণের মূল অনুষ্ঠান থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্বজুড়ে যে হিংসা, হানাহানি ও যুদ্ধ চলছে, তা থেকে পরিত্রাণ ও শান্তির প্রত্যাশা নিয়ে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের চারুকল প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাহবাগ, টিএসসি ঘুরে ফের চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বাণী ‘বরিষ ধরা মাঝে শান্তি বারি’। শোভাযাত্রার উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সামাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংস্কৃতিজন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শান্তি-সম্প্রীতির বার্তা নিয়ে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকাশনা প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জাঁকালোভাবে বাংলা বর্ষবরণ করা হয়েছে।

বর্ষবরণের প্রথম দিন পহেলা বৈশাখে (শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সকাল ৯টা ৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক হয়ে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

ইসলামী বিশ্ববিদ্যালয়
বাঙালি জাতির ঐতিহ্যকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদযাপন করা হয়েছে বাংলা বর্ষবরণ উৎসব।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।

পরে প্রশাসন ভবন চত্বর হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে বটতলায় আলোচনা সভায় সমবেত হয়।