আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৪৩
আবার সাবিনার হ্যাটট্রিক, ৮ গোলের জয়ে ফাইনালে বাংলাদেশ

আবার সাবিনার হ্যাটট্রিক, ৮ গোলের জয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানের পর ভুটানের বিপক্ষেও হ্যাটট্রিক করলেন বাংলাদেশের 'গোলমেশিন' সাবিনা। ছবি : বাফুফে

বাংলাদেশকে হারানো তো দূরের স্বপ্ন, কখনো বাংলাদেশের জালের দেখাও পায়নি ভুটান। গ্রুপ পর্বে ভারতকে হারানোর ‘অসাধ্য’ সাধন করে সেমিতে পা রাখা বাংলাদেশের মেয়েদের সামনে তাই চ্যালেঞ্জটা তেমন বড় ছিল না। সহজ কাজটা সহজেই সেরেছে বাংলাদেশ। সাফ উইমেন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সাবিনা খাতুনের দুর্দান্ত হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে শিরোপার হাতছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ প্রথম মিনিট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। দুই মিনিটের মধ্যেই ভুটানের জালে বল পাঠিয়ে ঝড়ের ইঙ্গিত দেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে পাওয়া বল ধরে বাংলাদেশকে এগিয়ে দেন ভারতের বিপক্ষে জোড়া গোল করা সিরাত জাহান স্বপ্না।

২৭ মিনিটে সাবিনা খাতুনের সৌজন্যে দ্বিতীয় গোল। মিডফিল্ডার মারিয়া মান্দার পাস ধরে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন বাংলাদেশ অধিনায়ক। এর মিনিট তিনেক পরেই স্কোরলাইন ৩-০, গোল কৃষ্ণা রানি সরকারের। বিরতির আগে আরও একবার ভুটানের জালে বল পাঠায় বাংলাদেশ। ৩৫ মিনিটে ঋতুপর্ণা চাকমার দারুণ ফিনিশে প্রথমার্ধেই ৪-০ গোলের বিশাল লিড পেয়ে যায় বাংলাদেশ।

প্রথম ৪৫ মিনিটেই জয় একরকম নিশ্চিত, তবু দ্বিতীয়ার্ধে সাবিনাদের গোলক্ষুধা কমেনি এতটুকু। ৫৪ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান সাবিনা। ৩ মিনিট পর মাসুরা পারভিন লক্ষ্যভেদ করলে গোলের আধডজন পূর্ণ হয় বাংলাদেশের।

৮৭ মিনিটে তহুরা খাতুন ভুটানের জালে বল পাঠিয়ে ব্যবধান ৭-০ করেন। এতকিছুর মধ্যে সাবিনার হ্যাটট্রিক বাকি ছিল, সেটি হয়ে গেল যোগ করা সময়ে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

২০১৬ সালে শিলিগুড়িতে প্রথমবার সাফের ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপাস্বপ্ন পূরণ হয়নি। এবার হবে?

আগামী সোমবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ফাইনাল, সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে তা আজই জানা যাবে। বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ভারত এবং স্বাগতিক নেপাল।