বান্দরবান জেলার আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন অংশেথোয়াই মার্মা। এ ছাড়া সহসভাপতি হয়েছেন দুংড়ি মং মার্মা।
বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন থেকে নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। পাঁচ বছর বিরতির পর আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ত্রিবার্ষিক সম্মেলন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। উদ্বোধনী বক্তব্য দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা।
এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইসলাম, যুগ্ম সম্পাদক লক্ষ্মীপদ দাশ ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুরসহ অন্যার সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপজেলা কমিটির জন্য সভাপতি, সহসভাপতি ও সাধরণ সম্পাদকের নাম ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে বান্দরবান জেলা কমিটির কাছে পাঠানো হবে বলে জানান নবনির্বাচিত সভাপতি জামাল উদ্দিন।
এর আগে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে মংব্রাচিং মার্মা ও সাধারণ সম্পাদক পদে দুংড়িমং মার্মা নির্বাচিত হয়েছিলেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা