আপডেট : ১১ এপ্রিল, ২০২৩ ১৬:৩৩
কামরাঙ্গীরচরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কামরাঙ্গীরচরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে কামরাঙ্গীরচরের ইব্রাহিম নগর বালুর মাঠ এলাকার বরিশাল গলির একটি টিনশেড বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই নববধূর নাম ঝুমুর আক্তার (১৮)। কামরাঙ্গীরচরের ওই বাসায় স্বামী ও তার পরিবারের সঙ্গে থাকতেন ঝুমুর। দুই মাস আগে তাদের বিয়ে হয়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, স্বামী ও শাশুড়ি ঝুমুরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এজন্য রাগ করে গত রাত সোয়া ১১টার দিকে রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন। প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা কামরাঙ্গীরচর থানায় খবর দেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, ঝুমুর ও তার স্বামী দুজনই প্লাস্টিক কারখানায় কাজ করেন। গত রাতে স্বামী বাইরে গেলে এই সুযোগে তার স্ত্রী গলায় ফাঁস দেন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।