আপডেট : ১০ এপ্রিল, ২০২৩ ১৭:২১
দুদক কমিশনার নিয়োগে বাছাই কমিটি

দুদক কমিশনার নিয়োগে বাছাই কমিটি

দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার নিয়োগের জন্য সুপারিশ দিতে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে সভাপতি করে একটি বাছাই কমিটি করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে সোমবার গেজেট প্রকাশ করেছে।

হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান, মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এবং সবশেষ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে কমিটির সদস্য করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

কমিটিকে দুদকের একজন কমিশনার নিয়াগের জন্য দুই ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে পাঠাতে বলা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে কমপক্ষে তিনজনের সিদ্ধান্তের ভিত্তিতে নামের তালিকা চূড়ান্ত করতে হবে। কমপক্ষে চার জন সদেস্যর উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে বলে গেজেটে বলা হয়েছে।

মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বর্তমানে দুদক চেয়ারম্যান এবং মো. মোজাম্মেল হক খান ও মো. জহুরুল হক কমিশনারের দায়িত্বে আছেন।

এদের মধ্যে মোজাম্মেল হক খানের নিয়োগের মেয়াদ আগামী জুলাই মাসে শেষ হবে। ২০১৮ সালের ২ জুলাই পাঁচ বছরের জন্য দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পান তিনি।