আপডেট : ১ এপ্রিল, ২০২৩ ১১:৫৫
কাভার্ড ভ্যানচাপায় নর্থ সাউথ শিক্ষার্থী নিহত

কাভার্ড ভ্যানচাপায় নর্থ সাউথ শিক্ষার্থী নিহত

প্রতীকী ছবি

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার হোসেন জানান, খবর পেয়ে গত শুক্রবার রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে ওই ক্লিনিক থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেল নিলে চিকিৎসক রাত ১টার দিকে ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ওই শিক্ষার্থী ধানমন্ডি থেকে লালবাগের উদ্দেশে মোটরবাইকে (পাঠাও) চড়ে যাচ্ছিলেন। এ সময় লালবাগ বেড়িবাঁধের পাশে শামীম গার্মেন্টসের সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।