আপডেট : ৩০ মার্চ, ২০২৩ ২৩:৫৩
তরমুজ কিনে বাড়ি ফেরা হলো না আমিনুলের
প্রতিনিধি, চুয়াডাঙ্গা

তরমুজ কিনে বাড়ি ফেরা হলো না আমিনুলের

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিহত আমিনুলের স্বজনরা ভিড় জমান। ছবি: দৈনিক বাংলা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আমিনুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আলমডাঙ্গার বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল বড় গাংনী গ্রামের পশ্চিমপাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে বড় গাংনী বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফেরেন আমিনুল। পরে ইফতারের জন্য তরমুজ কিনতে আবারও অটোরিকশা বাজারে যাচ্ছিলেন তিনি। এসময় বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে পৌঁছালে আসমানখালী থেকে ভালাইপুরগামী একটি ট্রাক্টর অটোরিকশাকে দেয়। এতে ভ্যান থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হন আমিনুল। বড় গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান জয়া জানান, হাসপাতালে নেয়ার আগেই আমিনুলের মৃত্যু হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত হস্তান্তর করা হয়েছে।