আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। আসন্ন মাসগুলোতে কয়েক ধাপে কাজটি করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। পাশাপাশি ৫ হাজার খালি পদে নিয়োগ স্থগিত করা হচ্ছে। খবর দ্য ভার্জের।
গত নভেম্বরে মেটার ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার মাস চারেকের মধ্যেই এল নতুন ঘোষণা।
নতুন করে কর্মী ছাঁটাই শুরু হবে চলতি সপ্তাহেই। শুরুতে এর প্রভাব পড়বে মেটার নিয়োগ-সংক্রান্ত বিভাগে। এপ্রিলে প্রযুক্তি-সংক্রান্ত কাজে যুক্ত কর্মীদের জানানো হবে। আর ব্যবসায়-সংক্রান্ত কাজে যুক্ত কর্মীদের ছাঁটাই করা হবে মে মাসে।
নতুন ঘোষণার কথা এরই মধ্যে কর্মীদের জানিয়েছেন জাকারবার্গ। ফেসবুকেও পোস্ট করেছেন। লিখেছেন, ‘চলতি বছরে যত দ্রুত সম্ভব এই প্রাতিষ্ঠানিক পরিবর্তন সম্পন্ন করার আশা করছি যেন অনিশ্চয়তার মুহূর্ত পেরিয়ে আমরা সামনের গুরুত্বপূর্ণ কাজে মনোযোগী হতে পারি।’
ফেব্রুয়ারিতে মেটার আর্থিক বিবরণী উপস্থাপনের সময় চলতি বছরকে ‘কার্যকারিতার বছর’ হিসেবে উল্লেখ করেছিলেন জাকারবার্গ। প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিবর্তন এনে মাঝপর্যায়ের কিছু ব্যবস্থাপক বাদ দেয়ার কথা বলেছিলেন যেন দ্রুত সিদ্ধান্তগ্রহণ সম্ভব হয়।
কর্মীছাঁটাই এবং আয় হ্রাস পাওয়ার পরও মেটাভার্স তৈরিতে বিপুল বিনিয়োগ করে যাচ্ছে মেটা। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর টুল তৈরির ঘোষণাও দিয়েছে।
গত কয়েক মাসে প্রযুক্তি খাত থেকে প্রায়ই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা এসেছে। আমাজন, গুগল, মাইক্রোসফট, স্পটিফাই, ভিমিও, ডোরড্যাশসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও একই পথে হেঁটেছে। কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথাই বলেছে বারবার।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা