আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:০৩
নদীর পাড়ে সাবেক ইউপি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ
প্রতিনিধি, নরসিংদী

নদীর পাড়ে সাবেক ইউপি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে স্বপন আহমেদ (৪২) নামে সাবেক এক ইউপি সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বড়ঘাট এলাকায় মেঘনার শাখা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্বপন আহমেদ বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, স্বপন আহমেদ বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সমর্থক। তার বিরুদ্ধে হত্যা ও লুটপাটসহ ১২টি মামলা রয়েছে। পুলিশের ভয়ে রাতে নদীতে নৌকায় থাকতেন স্বপন।

বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির বলেন, গতকাল থেকে ঢাকায় অবস্থান করছি। সকালে স্বপন নিহত হওয়ার ঘটনা শুনে খোঁজ নিয়েছিলাম। কে বা কারা তাকে হত্যা করে নদীর পাড়ে ফেলে গেছে। প্রতিবেশীর সঙ্গে তার পারিবারিক সমস্যা চলছে। এ ঘটনায় তারা জড়িত কি না, প্রশাসন দেখবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, স্বপন আহমেদের গুলিবিদ্ধ মরদেহ নদীর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।