দীর্ঘ সময় পার করে বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরেছে। দর্শক সিনেমা হলে যাচ্ছে, টিকিটের জন্য দীর্ঘ সারির পাশাপাশি অগ্রিম টিকিটও বিক্রি হতে দেখা গেছে। ফিরে এসেছে ব্ল্যাকে টিকিট বিক্রির প্রবণতাও। ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমার জোয়ারে জরাজীর্ণ প্রেক্ষাগৃহ আবার প্রাণ ফিরে পেয়েছে। তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে বেশ কিছু সিনেমা মুক্তির কথা আছে। তালিকায় আছে ‘ভাইয়ারে’, ‘লাইভ’, ‘বীরত্ব’, ‘অপারেশন সুন্দরবন’, ‘বিউটি সার্কাস’ ইত্যাদি।
আলোচনায় ‘অপারেশন সুন্দরবন’
তারকাবহুল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর। রিয়াজ, সিয়াম আহমেদ, তাসকিন রহমান, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ ও নুসরাত ফারিয়াসহ একঝাঁক তারকায় ঠাসা সিনেমাটির পরিচালক ‘ঢাকা অ্যাটাক’খ্যাত দীপংকর দীপন। সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমা এটি। ছবিটির ট্রেলার দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এই ছবিটিও ‘ঢাকা অ্যাটাক’ ছবির মতোই বেশ প্রশংসা পাবে বলে আশা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
অবশেষে ‘বিউটি সার্কাস’
জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’। সরকারি অনুদানের এই ছবি পাঁচ বছর ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। তবে দিন-তারিখ এখনো চূড়ান্ত নয়। ২০০ জন নির্মাণসঙ্গী নিয়ে প্রায় ২ হাজার গ্রামবাসীর অংশগ্রহণে এক বিশাল সার্কাস প্যান্ডেল ও গ্রাম্যমেলার আয়োজন করে ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা মাহমুদ দিদার। এতে জয়া আহসানের সঙ্গে দেখা যাবে ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমনকে।
ভ্যানগাড়িতে অভিনব প্রচার
রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ভাইয়ারে’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২ সেপ্টেম্বর। অভিনয়ে রাসেল মিয়া, এলিনা শাম্মি, হেলেনা জাহাঙ্গীর প্রমুখ। ‘ভাইয়ারে’ সিনেমাটি মুক্তি উপলক্ষে ভিন্ন ধরনের প্রচারণা দেখা গেছে। ভ্যানে পোস্টার লাগিয়ে সিনেমার নায়কই মাইকিং করে তাক লাগিয়ে দিয়েছেন সিনেমার নায়ক রাসেল মিয়া। ছবির কাহিনিতে উঠে এসেছে জীবন-যুদ্ধে বেঁচে থাকা এক সংগ্রামী মানুষের কথা।
তিন নায়কের বিপরীতে মাহি
থ্রিলারধর্মী সিনেমা ‘লাইভ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, সাইমন সাদিক, আদর আজাদ, খাইরুল বাশার প্রমুখ। ছবিটিতে প্রথমবারের মতো তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন রহস্য খুঁজে পায়। বেরিয়ে আসে অনেক অজানা ঘটনা।
আসছে নতুন এক জুটি
সাইদুল ইসলাম রানার পরিচালনায় আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক ইমন ও নবাগতা সালওয়া অভিনীত প্রথম ছবি ‘বীরত্ব’। নারী পাচার ও সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। জানা গেছে, ১২০টির বেশি লোকেশনে ছবির শুটিং করা হয়েছে। সালওয়ার ও ইমন ছাড়া এতে আরও অভিনয় করেছেন নিপুণ আক্তার, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা