আপডেট : ৩০ আগস্ট, ২০২২ ০৯:৩৮
নজরুলের গানে মডেল চাঁদনী

নজরুলের গানে মডেল চাঁদনী

‘পরদেশী মেঘ’ গানে মেহবুবা মাহনূর চাঁদনী। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘পরদেশী মেঘ’ গানে মডেল হলেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। একটা দীর্ঘ বিরতির পরে আবার কাজ করা শুরু করেছেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

সম্প্রতি কক্সবাজারে ‘পরদেশী মেঘ’ গানের চিত্রধারণের কাজ শেষে হয়েছে। এতে শুধু মডেল হিসেবেই নয়, আবৃত্তিও করেছেন চাঁদনী। গানে কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী। গানটিতে চাঁদনীর সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন কোরিওগ্রাফার আবু নাঈম। গানের চিত্রধারণ করেছেন নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

চাঁদনী বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পরদেশী মেঘ’ গানটি সবার কাছেই অনেক পরিচিত। আমার সবচেয়ে প্রিয় একটি গান। রবীন্দ্রনাথ নিয়ে আমরা অনেক কাজ করি, কিন্তু নজরুল ইসলামকে নিয়ে সেভাবে কাজ করা হয়নি। এই গানটির ভিজুয়াল করা হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। নজরুলকে নিয়ে হয়তো এভাবে সহজে কেউ কাজ করেনি। আমরা এই প্রজন্মের কথা মাথায় রেখে কাজটি করেছি। শুধু এটুকু বলতে পারি নজরুলকে কীভাবে উপস্থাপন করা যায় নতুনভাবে তার একটি যৌথ প্রচেষ্টা এটি।’

নিয়াজ চন্দ্রদীপ পরিচালিত ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য দিয়ে অভিনয়ের দীর্ঘদিনের বিরতি ভেঙেছেন চাঁদনী।