সামিরা খান মাহি। তরুণ অভিনেত্রী। ২০১৪ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। তারপর বেশ কিছু বছর ছিলেন এই অঙ্গন থেকে বাইরে। ফের শুরুটা হলো অভিনয় দিয়ে। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে অভিনয়ের কথা শোনা যায়। বর্তমান সময়ের ব্যস্ততা, গুঞ্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ভাগ করে নিলেন দৈনিক বাংলার সঙ্গে…
দৈনিক বাংলা: অভিনয় থেকে কিছুদিন দূরে ছিলেন কেন?
সামিরা খান মাহি: কিছুদিন বিরতি নিলাম। ঈদের সময় একটু বেশি কাজ করা হয়েছে। একটানা শুটিং ছিল। যেটা কষ্টকর। একটা চরিত্র থেকে আরেক চরিত্রে যেতে নিজেকে বিরতি দেয়া প্রয়োজন।
দৈনিক বাংলা: মডেলিং থেকে অভিনয়ে আসার সময়ও বেশ বিরতি ছিল, সেটা কেন?
সামিরা খান মাহি: আমার মডেলিং দিয়ে কাজ শুরু হয় ২০১৪ সালে। এরপর অসুস্থতার জন্য তিন বছরের একটা গ্যাপ ছিল। নিজেকে প্রস্তুত করারও বিষয় ছিল।
দৈনিক বাংলা: এখন পর্যন্ত অনেকের সঙ্গে অভিনয় করেছেন। কার সঙ্গে অভিনয়ের আগ্রহ রয়েছে?
সামিরা খান মাহি: অনেকের সঙ্গেই মোটামুটি কাজ করা হয়েছে। তবে আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে কাজ হয়নি। তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে। তা ছাড়া যেসব সহশিল্পীর সঙ্গে কাজ করেছি, তারা সবাই খুব পছন্দের মানুষ।
দৈনিক বাংলা: মডেলিং থেকে অভিনয়ে আসা। কখনো মনে হয়েছে মঞ্চ থেকে অভিনয় শিখে এলে ভালো হতো?
সামিরা খান মাহি: আমি আসলে প্রতিনিয়ত নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি। একটা শুটিং শেষ হলে সেটা নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করি, নতুন কিছু শেখার চেষ্টা করি। আমি সব সময় শিখতে চাই। তবে থিয়েটার হলে তো অবশ্যই অনেক ভালো হতো। কিন্তু এখন কাজের এমন একটা পর্যায়ে চলে এসছি যে, থিয়েটারে দেয়ার সেই সময়টা আর নেই। তাই নিজেই নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করি।
দৈনিক বাংলা: অভিনয়ে আসার পেছনে কার ভূমিকা বেশি?
সামিরা খান মাহি: অভিনয়ে আসার পেছনে তেমন কারও অবদান নেই। কারণ কেউ ভাবেনি আমি অভিনয়ে আসব। এটা ছিল জীবনে হঠাৎ কিছু হয়ে যাওয়ার মতো। তবে আমার টার্নিং পয়েন্ট ছিল ‘গার্লস স্কোয়াড’। সেখানকার একটা সিন ভাইরাল হয়ে যায়। তখন মানুষ আমাকে চেনে। আমার অভিনয় পছন্দ করা শুরু করে। সেখান থেকেই পরপর কাজ করা।
দৈনিক বাংলা: যদি আপনি সেরাদের কাতারে যেতে চান, তাহলে কী কী করণীয় বলে মনে করেন?
সামিরা খান মাহি: অনেক কিছু করণীয় আছে। প্রথমে ভালো অভিনয় শিখতে হবে। প্রতিনিয়ত নতুন চরিত্র ধারণ করা শিখতে হবে। তারপর ভাগ্যের ওপর নির্ভর করে। কারণ দর্শক কখন কাকে পছন্দ করেন তা দর্শকই ভালো জানেন। খুব পরিকল্পনা করে আমি সেরা অভিনেত্রী হতে পারব তা কিন্তু নয়। আমার চেষ্টা থাকতে হবে।
দৈনিক বাংলা: নতুন হিসেবে সহশিল্পীদের কাছ থেকে কীভাবে শিখছেন?
সামিরা খান মাহি: শেখার আগ্রহ আমার আছে। আমি সবার কাজই পছন্দ করি। সবার কাজ দেখা হয়। তবে অনুকরণ করা হয় না। নিজের আলাদা পরিচয় বানাতে চাই। প্রত্যেকের কাজ দেখেই শেখা।
দৈনিক বাংলা: এখন খুব ভালো ভালো সিনেমা হচ্ছে। সিনেমাতে কার সঙ্গে কাজ করতে আগ্রহী?
সামিরা খান মাহি: হ্যাঁ, এবারের ঈদের ছবিগুলো দেখা হয়েছে। ভালো লেগেছে সিনেমাগুলো। এসব সিনেমা দেখে সিনেমা করার আগ্রহ জন্মাচ্ছে। মনে হচ্ছে আমিও সিনেমা করতে চাই। তবে সিনেমা করাটা নির্ভর করে আমি কতটা প্রস্তুতি নিতে পারব তার ওপর। আমি নিজেকে সেভাবে তৈরি করতে পেরেছি কি না তার ওপর। সিনেমা কার সঙ্গে করব বা কোন পরিচালক সেটা বিষয় না। আমার কাছে গল্পের চরিত্র গুরুত্বপূর্ণ। গল্পভিত্তিক কাজ বা ভিন্নধর্মী গল্প আমি খুব পছন্দ করি। গল্প সুন্দর হলে, কাজের সুযোগ এলেই কাজটি করা হবে।
দৈনিক বাংলা: শাকিব খানের সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শুনলাম। কতটুকু সত্য?
সামিরা খান মাহি: শাকিব খানের সঙ্গে আমি ছবি করছি, এটা আমি খবরে দেখেছি। যে লেখালেখি হচ্ছে, কেন এই গুঞ্জনটি ছড়াচ্ছে, আমি সত্যিই জানি না। এ বিষয়ে আমি কিছুই জানি না। নিউজে লেখা ছিল ছোট পর্দা থেকে বাছাই করা হচ্ছে। তবে সেটা আমিই যে হব তা কিন্তু নয়। এখন সময় হলে বোঝা যাবে আমি সেটা অর্জন করতে পারব কি না।
দৈনিক বাংলা: আগ্রহ আছে?
সামিরা খান মাহি: শাকিব খানের সঙ্গে ছবি করা ভাগ্যের বিষয়। তিনি একজন সুপারস্টার। সবাই তার সঙ্গে কাজ করতে চান। সেটাও আমার জন্য অনেক বড় একটা সুযোগ হবে। হলে অবশ্যই করব। কিন্তু এখন এসব কথা ভিত্তিহীন।
দৈনিক বাংলা: দেশের বাইরে যাওয়ার কথা ছিল। আপডেট কী?
সামিরা খান মাহি: পরিকল্পনা আছে, তবে কবে যেতে পারব তা ঠিক নেই। যেহেতু এখানে কাজ করছি, নিজের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছি। এটা রেখে সেদিকে চলে যাওয়া চ্যালেঞ্জিং। তাই সঠিক সময়ের অপেক্ষা। গেলেও সেটা অভিনয়ের ওপর পড়াশোনা করতে যাব।