আলোচনা, সমালোচনা ও বিতর্কের সঙ্গে যেন একই সুতোয় বাঁধা চিত্রনায়িকা পরীমনি। বছরজুড়ে চর্চিত এই অভিনেত্রীর বিরুদ্ধে গৃহপরিচারিকাকে নির্যাতন ও মারধরের অভিযোগ করেছেন ভুক্তভোগী পিংকি আক্তার। তিনি জানান, পরীমনির এক বছরের কন্যাশিশুকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। গত ৩ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় এ অভিযোগ দায়ের করেন পিংকি আক্তার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য জানান। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ছি ছি’ পড়ে যায়। সবাই পরীমনিকে একপ্রকার ধুয়ে দেন। এমনকি দেশের গণমাধ্যমেও এ নিয়ে খবরের শিরোনাম হন এই নায়িকা।
তবে বিতর্কিত এ ঘটনাটি নিয়ে রাতেই ফেসবুকে লাইভে আসেন পরীমনি। তিনি জানান, তার হাতে সব প্রমাণ আছে। কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আনতে চাইছেন না। সেই সঙ্গে মিডিয়া ট্রায়াল বন্ধ করারও আহ্বান জানান তিনি। ফেসবুক লাইভের একদম শুরুতেই পরীমনি বলেন, ‘আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না। বরং আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যাই বলেন না কেন, আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি আসার, সে দাবি করতেই পারে (গৃহকর্মী হিসেবে), তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।’
এমনকি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল। শুধু তাই নয়, এ বিষয়ে তাকে নিয়ে দেশের গণমাধ্যমে আসা খবরে বিরক্ত হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
পরী অভিযোগ করেছেন, তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন। এই নায়িকা বলেন, ‘আমরা কি একটু ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়াকর্মী ছিলাম। তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি আমরা মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ (বেশি সুবিধা) দিচ্ছি না? যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সঙ্গে সঙ্গে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন?’
এমনকি দেশের একটি প্রথম সারির গণমাধ্যমের নিউজ লাইভে দেখিয়ে পরী বলে, ‘একতরফা করবেন না, করলে সবদিক থেকেই করবেন। প্রমাণের জন্য অপেক্ষা করেন, আমার বাসার নিচে আসতে হবে না। আমি নিজেই আপনাদের কাছে যাব। আমি আপনাদের কয়বার নক দিয়েছি, ওই মেয়ে যে আপনাদের নক দিয়েছে? আপনাদের নাম্বার ও কীভাবে পেল? নাকি আপনাদেরই গরজ। নাকি হাতে ‘এস’ লেখার বিষয়ে আপনাদের বলদ-ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগল? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন?’
এরপর বেশ খানিকটা উত্তেজিত হয়ে পরী বলেন, ‘আপনারা আইন, সংসার, জীবন- সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসাব কিন্তু এক দিন আপনাদের দিতেই হবে। মিলিয়ে নিয়েন।’
আবারও ভারতীয় সিনেমায় ঝুঁকছেন ‘দেশি গার্ল’খ্যাত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের পর এবার বলিউড অভিনেতা হৃতিক রোশানের সঙ্গেও অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। ছবির নাম ‘কৃষ-৪’। হৃত্বিকের সঙ্গে ‘কৃষ’ সিনেমার প্রথম কিস্তিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ জুটির রসায়ন মন কেড়েছিল দর্শকদের। পরের পর্ব ‘কৃষ থ্রি’তেও ছিলেন প্রিয়াঙ্কা। এক যুগ পর এবার পর্দায় আসছে এই সুপারহিরোর গল্প। এতে হৃতিকের সঙ্গে রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ফিরছেন সবাই। সবশেষে জানা গেল প্রিয়াঙ্কাও থাকছেন নতুন কিস্তিতে।
‘কৃষ-৪’ ছবিতে বদলাচ্ছে অনেক কিছু। ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন হৃত্বিক। এবার তাকে একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে। বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষের পাশাপাশি এ পর্বে মূল খলনায়কও হৃত্বিক নিজে। অতীত, বর্তমান ও ভবিষ্যতে টাইম ট্রাভেল করবে গল্প। কৃষের আগের পর্বগুলো পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। গত বছর তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এ কারণে হৃতিক নিজেই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি পরিচালনার দায়িত্ব নিয়েছেন। রাকেশও তার ওপর ভরসা রেখেছেন।
এত কিছুতে পরিবর্তন এলেও নায়িকা বদল হয়নি। নায়িকা হিসেবে তিনি প্রিয়াঙ্কাকেই বেছে নিয়েছেন বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। জানা গেছে, হৃত্বিক বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেছেন। কৃষের প্রেমিকা প্রিয়া মেহরার চরিত্রে তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে সেখানে। পিঙ্কভিলা জানিয়েছে, এবার যেহেতু হৃতিক নিজেই পরিচালকের আসনে, তাই এ প্রজেক্ট নিয়ে বেশি উৎসাহী প্রিয়াঙ্কা। কৃষ ফোর নিয়ে হৃতিকের ভাবনা শুনে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী। তাই সম্মতি দিতে বেশি সময় নেননি। ২০২৬ সালের শুরুর দিকে শুরু হবে কৃষ ফোরের শুটিং।
‘কৃষ-৪’ ছাড়াও এস এস রাজামৌলির পরবর্তী বিগ বাজেট অ্যাকশন অ্যাডভেঞ্চারে অভিনয় করবেন প্রিয়াঙ্কা। এতে তার নায়ক মহেশ বাবু। জানা গেছে, পরিচালক অ্যাটলি তার নতুন সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে প্রিয়াঙ্কাকে চেয়েছিলেন। কিন্তু অ্যাটলির চিত্রনাট্য খুব একটা আকর্ষণ না করায় ফিরিয়ে দিয়েছেন এ প্রস্তাব। প্রিয়াঙ্কার বেশি পছন্দ হয়েছে রাজামৌলির সিনেমার গল্প। তাই এতেই সায় দিয়েছেন অভিনেত্রী।
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটক, টেলিফিল্মের পাশাপাশি নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও। তবে টিভিতে কাজ করার শুরু থেকেই শোনা যাচ্ছিল সিনেমায় অভিনয় করছেন এই মডেল-অভিনেত্রী। প্রস্তাবও পেয়েছিলেন অনেক সিনেমার। কেবল পছন্দসই গল্প চরিত্র ও নির্মাতা না পাওয়ায় এতদিন সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি তার; কিন্তু দীর্ঘদিন পর ঈদের আগেই শোনা যাচ্ছিল মনের মতো সিনেমা ও চরিত্র পেয়েছেন সাবিলা নূর।
ক্যারিয়ারের প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা হিসেবে। তাও আবার হাল সময়ের সবচেয়ে সেরা নায়ক শাকিব খানের ছবিতে। সিনেমার ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনার এ ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। খবরটি যখন সিনেমাপাড়ার টক অব দ্য টাউনে পরিণত হয়, তখনই শোনা গেল আফসোসের খবর। তাণ্ডবে থাকছেন না সাবিলা নূর।
যদিও সাবিলা নূরই নায়িকা থাকছেন তাণ্ডবে- এমন নিশ্চয়তা দেওয়া হয়নি ছবিটির প্রযোজনা সংস্থা থেকে। ‘তাণ্ডব’-এর শুটিং শুরু করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয় এর প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ। শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন, তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা।
গত ২৬ মার্চ জানা যায়, ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের সম্ভাবনা রয়েছে ঢালিউড সুপারস্টারের বিপরীতে। তবে নতুন খবর হচ্ছে, সিনেমায় থাকছেন না সাবিলা। খোঁজ করা হচ্ছে নতুন নায়িকা। এরই মধ্যে ছোট পর্দার নবাগত এক অভিনেত্রীর সঙ্গেও আলাপ করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। কানাঘুষা চলছে, ছবিতে শাকিবের বিপরীতে থাকছেন জয়া আহসান।
তবে ঠিক কী কারণে সাবিলা নূর থাকছেন না তা নিশ্চিত হওয়া এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমরা তো সিনেমাতে কে নায়িকা হচ্ছেন সেটা বলিনি। যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনও বলছি না।’
নির্মাতা সূত্রে জানা গেছে, দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। সেখানে জয়া আহসানকে দেখা যাবে বিশেষ এক চরিত্রে। এ ছাড়া সিনেমায় মাত্র ৪০ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন ঢালিউডের আরেক চিত্রনায়ক শরিফুল রাজ।
কীর্তি সুরেশ- দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির মিষ্টি এই অভিনেত্রী তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। শুধু তাই নয়, বলিউডেও তার আত্মপ্রকাশ ছিল চোখে পড়ার মতো। বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বেবীজন’ সিনেমায় তার অভিনয় ছিল বেশ প্রশংসনীয়। তবে এবার আবারও বলিউডে কাজ করতে চলেছেন এই সুন্দরী। বলিউড অভিনেতা ও প্রযোজক রাজকুমার রাওয়ের সঙ্গে পারিবারিক বিনোদনধর্মী একটি ছবিতে কাজ করতে চলেছেন এ অভিনেত্রী। তবে এখনো ছবির গল্প সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ভারতীয় গণমাধ্যম ফিল্ম ফেয়ার সূত্রে জানা যায়, কীর্তি সম্প্রতি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শক ও নির্মাতাদের নজর কাড়ছেন। বেশ কিছুদিন ধরে রাজকুমার রাও এবং তার স্ত্রী পত্রলেখা নতুন স্ক্রিপ্ট ও ট্যালেন্ট খুঁজছিলেন নতুন সিনেমা বানানোর জন্য। আর এই নতুন প্রজেক্টে তারা কীর্তিকে বাছাই করে নেন। যেখানে কীর্তি সুরেশকে দেখা যাবে রাজকুমার রাওয়ের বিপরীতে প্রধান নারী চরিত্রে।
জানা গেছে, এ ছবির গল্প ঘুরপাক খাবে ভারতীয় শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে। একজন তরুণ পরিচালক এই সিনেমা নির্মাণ করতে চলেছেন এবং চিত্রনাট্যও চূড়ান্ত। তবে এখনো গল্পের নাম চূড়ান্ত হয়নি। এ ছাড়া এখনো নিশ্চিত নয় যে, ছবিটি থিয়েট্রিকাল রিলিজ হবে নাকি সরাসরি ওটিটিতে মুক্তি পাবে, তবে আশা করা যাচ্ছে শিগগির সিনেমাটির চূড়ান্ত ঘোষণা আসবে।
কীর্তিকে সবশেষ দেখা যায় ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত কালিসের পরিচালনায় নির্মিত ‘বেবি জন’ সিনেমায়। যেখানে তিনি বরুণ ধাওয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। ছবিতে তাদের পাশাপাশি অভিনয় করেন ওয়ামিকা গাব্বি, সানিয়া মালহোত্রা, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।
ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কারপেটে দ্যুতি ছড়াচ্ছেন। যদিও ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট এদেশে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে অবশ্য দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। এবার বলিউডে জব্বর খবর, প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ খান। ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত।
শাহরুখ খান আপাতত পরবর্তী সিনেমা ‘কিং’-এর কাজে ব্যস্ত। উপরন্তু আইপিএলে মৌসুমে শাহরুখের আলাদা ব্যস্ততা থাকে। এমন আবহেই বলিপাড়ার অন্দরে কানাঘুষো, মেট গালার রেড কারপেটে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন বাদশা। জল্পনার সূত্রপাত, ‘ডায়েট সব্য’র অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে। যেখানে লেখা, ‘অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদুনিয়ার দুই মহীরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছে। একজন বলিউডে সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সব থেকে বড় ফ্যাশন ডিজাইনার। ২০২৫ সালের মেট গালার জন্য। জুটি বাঁধতে চলেছেন তারা। আর এই বলিউড আইকন নিজের কেয়ারলেস সাজপোশাক নিয়ে এবার মেট গালার রেড কারপেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন।’
ক্যাপশনে উল্লেখ করা হয়েছে ‘এবারের মেট গালা উত্তেজনাপূর্ণ হতে চলেছে।’ ব্যস এরপর থেকেই শাহরুখের মেড গালায় যোগ দেওয়ার গুঞ্জন শুরু। তবে সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহুতি পড়ে পোস্টে বাদশার ম্যানেজার পূজা দাদলানির এক লাইকে! গতবার সব্যসাচীর পোশাকে রেড কারপেটে মাতিয়েছিলেন কাপুরদের বউমা আলিয়া ভাট। এবার কি তবে শাহরুখ খানের পালা? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।
বাদশা যদিও এমন জল্পনায় কোনো প্রতিক্রিয়া দেননি। তবে ‘ডায়েট সব্য’র পোস্টে ‘কেয়ারলেস সাজপোশাকে’র উল্লেখ থাকায় অনেকে আবার রণবীর সিংয়ের কথাও ভাবছেন। প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অব আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামি ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের ওপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় ব্রাত্য। প্রতীক্ষিত সেই মেগা ফ্যাশন অনুষ্ঠানেই শাহরুখ খানের যোগ দেওয়ার সম্ভাবনা।
বছর ঘুরে আবারও ফরাসি সৌরভের উন্মাদনা। ঘনিয়ে আসছে বিশ্ব সিনেমার সর্ববৃহৎ ও মর্যাদাসম্পন্ন উৎসবগুলোর মধ্যে অন্যতম কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। আগামী ১৩ থেকে ২৪ মে পর্যন্ত ফ্রান্সের কান সৈকতে কান উৎসব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কান চলচ্চিত্র উৎসবের বিশেষ বিশেষ চমকের কিছু খবর ছড়িয়ে পড়েছে। এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত অফিসিয়াল সিনেমাগুলোর নাম প্রকাশ হলো। গত বৃহস্পতিবার রাতে ফ্রান্সের প্যারিসে এক সংবাদ সম্মেলনে উৎসবের প্রেসিডেন্ট আইরিস নোবলোখ ও জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো এ তালিকা ঘোষণা করেন। ২০২৫ সালের এই আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র, যেগুলোর মধ্যে রয়েছে বিখ্যাত নির্মাতাদের নতুন কাজ, পাশাপাশি বেশ কিছু নতুন নির্মাতার অভিষেক চলচ্চিত্র। এ ছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’- প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।
এবারের উৎসবের প্রথম দিন, উদ্বোধনী আসরে আজীবন সম্মাননা তথা গৌরবসূচক পাম দ’র প্রদান করা হবে কিংবদন্তি মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক রবার্ট ডি নিরোকে। সঙ্গে আরও একটি মার্কিনি চমক থাকছে ফরাসি এই উৎসবে। উৎসবের দ্বিতীয় দিন (১৪ মে) লালগালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির হবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এদিন অভিনেতার নতুন ছবি ‘মিশন: ইমপসিবল- দ্য ফাইনাল রেকনিং’-এর অফিশিয়াল স্ক্রিনিং হবে।
সংবাদ সম্মেলনে মনোনীত সিনেমার তালিকা প্রকাশ ছাড়াও যৌন নিপীড়ন নিয়ে ফ্রান্স সরকারের কঠোর অবস্থান তুলে ধরা হয়। এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে ১৯টি সিনেমা, এর মধ্যে মাত্র ছয়টির পরিচালক নারী। তবে সবচেয়ে বড় চমক মূল প্রতিযোগিতা বিভাগে কোনো কোরীয় সিনেমা না থাকা। ২০১৩ সালের পর এই প্রথম স্বর্ণপামের লড়াইয়ে নেই কোনো কোরীয় সিনেমা।
৭৮তম কান উৎসব অবশ্য অভিনেত্রী স্কারলেট জোহানসনের জন্য বড় সুখবর নিয়ে এসেছে। উৎসবে ক্যামেরার সামনে ও পেছনে দুই ভূমিকাতেই পাওয়া যাবে অস্কারজয়ী এই অভিনেত্রীকে। ওয়েস অ্যান্ডারসনের তারকাবহুল সিনেমা ‘দ্য ফিন্যান্সিয়াল স্কিম’ জায়গা পেয়েছে মূল প্রতিযোগিতা বিভাগে। বেনিসিও দেল তোরো, টম হ্যাংকসের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন। অন্যদিকে পরিচালক হিসেবে অভিনেত্রীর প্রথম সিনেমা ‘এলেনর দ্য গ্রেট’ও জায়গা পেয়েছে উৎসবে। সিনেমাটি লড়বে আঁ সার্তে রিগা বিভাগে।
উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে আমেলি বোনাঁর প্রথম সিনেমা ‘লিভ ওয়ান ডে’কে। এবারই প্রথম অভিষিক্ত নির্মাতার সিনেমা দিয়ে শুরু হবে কান উৎসব। মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন জুলিয়েট বিনোশ। এবারের উৎসবে অভিনেতা রবার্ট ডি নিরোকে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে। এ ছাড়া বিগত কয়েক বছরের তুলনায় এবারের কান চলচ্চিত্র উৎসবেও আলাদা নজর কাড়বে ভারতীয় সিনেমা, তারকাশিল্পী ও কলাকুশলীরা। অফিসিয়াল সিলেকশনে আবারও জায়গা করে নিয়েছে ভারত। এবার আর্ট-হাউস ফিল্মকেন্দ্রিক বিভাগ আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়েছে নীরাজ গাইওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। এতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর, ঈশান খাট্টার ও বিশাল জেতোয়া। এবারই প্রথম কানে তাদের কোনও ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।
পাঠক, চলুন দেখে নেয়া যাক এবারের কান চলচ্চিত্র উৎসবে কোন কোন সিনেমা জায়গা পেল মূল প্রতিযোগিতা বিভাগে। আউট অব কম্পিটিশন বিভাগে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে আমেলি বোনাঁর প্রথম পরিচালনার সিনেমা ‘পার্তির উঁ জুর’। মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলো হলো ওয়েস অ্যান্ডারসন পরিচালিত ‘দ্য ফিনিশিয়ান স্কিম’, আরি অ্যাস্টারের ‘এডিংটন’, দারদেন ভাইয়েরার ‘জ্যুন মেয়ের’, জুলিয়া দুকোর্নোর ‘আলফা’, হায়াকাওয়া চিয়ের ‘রেনোয়ার’, অলিভার হারমানাসের ‘দ্য হিস্টোরি অব সাউন্ড’, হাফসিয়া হারজির ‘লা পেতিত দার্নিয়ের’, অলিভার লাক্সের ‘সিরাত’, রিচার্ড লিঙ্কলেটারের ‘নিউ ওয়েভ’, সের্গেই লোজনিত্সার ‘টু প্রসিকিউটরস’, মারিও মার্তোনের ফুয়োরি’, ক্লেবার মেন্ডোনসা ফিলোর ‘সেক্রেতো আজেন্তে’, ডমিনিক মলের ‘দোসিয়ে ১৩৭’, জাফর পানাহির ‘অঁ সিম্পল আসিদঁ’, কেলি রেইচার্ডের ‘দ্য মাস্টারমাইন্ড’. তারিক সালেহর ‘ঐগলস অব দ্য রিপাবলিক’, মাসচা শিলিনস্কির ‘সাউন্ড অব ফলিং’ কারলা সিমোনের ‘রোমেরিয়া’, এবং জোয়াকিম ট্রিয়েরের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।
আঁ সার্তে রিগা বিভাগের মনোনীত সিনেমাগুলো হলো-লা মিস্তেরিওসা মিরাদা দেল ফ্লামেঙ্কো (দিয়েগো সেসপেদেস), মেতেওরস (হুবার শারুয়েল), মাই ফাদার্স শ্যাডো (আকিনোলা ডেভিস জুনিয়র), ল্যাঁকোনু দ্য লা গ্রঁদ আর্শ (স্তেফান দেমুস্তিয়ে), আর্চিন (হ্যারিস ডিকিনসন), হোমবাউন্ড (নীরজ ঘেওয়ান), তোই ইয়ামানামিনো হিকারি ( ইশিকাওয়া কেই), এলেনর দ্য গ্রেট (স্কারলেট জোহানসন), কারাভান (জুজানা কির্চনারোভা), পিলিয়ন (হ্যারি লাইটন), আইশা ক্যান্ট ফ্লাই অ্যাওয়ে (মোরাদ মোস্তাফা), ওয়ান্স আপন আ টাইম ইন গাজা (আরব ও তারজান নাসের), দ্য প্লেগ (চার্লি পোলিঞ্জার), প্রমিসড স্কাই (এরিজ সেহিরি), লে চিত্তা দি পিয়ানুরা (ফ্রানচেস্কো সোসাই) এবং তেস্তা ও ক্রোচে? (মাত্তেও জপ্পিস ও আলেস্সিও রিগো দে রিঘি)।
আউট অব কম্পিটিশন বিভাগে মনোনয়ন পেয়েছে লারস অব টাইম (সেদ্রিক ক্লাপিশ), লা ফেম লা প্লু রিশ দু মন্ড (থিয়েরি ক্লিফা), মিশন: ইম্পসিবল ;দ্য ফাইনাল রেকনিং (ক্রিস্টোফার ম্যাককুয়ারি) এবং ভি প্রিভে (রেবেকা জ্লতোভস্কি)। মিডনাইট স্ক্রিনিংস বিভাগে- ড্যালোয়ে (ইয়ান গোজলান), এক্সিট ৮ (কাওয়ামুরা জেনকি) এবং ফেং লিন হু শান (ম্যাক জুনো)। কানে প্রিমিয়ারের তালিকায় রয়েছে আমরুম (ফাতিহ আকিন), স্প্লিটসভিল (মাইকেল অ্যাঞ্জেলো কোভিনো), লা ওলা (সেবাস্তিয়ান লেলিও) কনেমারা (আলেক্স লুটজ), অরওয়েল: ২+২=৫ (রাউল পেক) এবং দাস ফেরশভিন্ডেন দেস যোজেফ মেনগেলে (কিরিল সেরেব্রেনিকভ)। এ ছাড়া বিশেষ প্রদর্শনী হবে স্টোরিজ অব সারেন্ডার (বোনো), টেল হার দ্যাট আই লাভ হার (রোমেন বোহরিঞ্জার) এবং আ ম্যাগনিফিসেন্ট লাইফ (সিলভাঁ শোমে)।
বৃহস্পতিবার অফিসিয়াল সিলেকশন ঘোষণার সংবাদ সম্মেলনে কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোঁ বলেন, ‘দ্য সাবস্ট্যান্স-এর বেলায় যা ঘটেছে সেসব রীতিমতো অবিশ্বাস্য। এটাকেই হয়তো কানের শক্তি হিসেবে উল্লেখ করা যেতে পারে। আমরা জানি আমাদের কিছু শক্তি আছে। আমরা এই শক্তি শিল্পীদের দেই।’
কানে এবার মোট জমা পড়েছে রেকর্ডসংখ্যক ২ হাজার ৯০৯টি চলচ্চিত্র। এর মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ১৯টি চলচ্চিত্র। স্বর্ণপামের দৌড়ে ফিরে আসা নির্মাতাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের ওয়েস অ্যান্ডারসন। তিনি এবার পরিচালনা করেছেন ‘দ্য ফিনিশিয়ান স্কিম’।
আটকাদেশ আইনে এক মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে ‘মিস আর্থ’ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে।
আটকাদেশ আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি করতে পারে। এই ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তির সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে হেফাজতে (ডিটেনশন) রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল শুক্রবার দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এ তথ্য জানান।
বার্তায় বলা হয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশে বলা হয়, ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হয়েছে।
বেশ কয়েক বছর ধরেই পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন দেশীয় চলচ্চিত্রে দুই দশকেরও বেশি সময় ধরে একক আধিপত্য বিস্তার করা নায়ক শাকিব খান। ‘প্রিয়তমা’ দিয়ে যে ‘নতুন শাকিব’-এর শুরু, গত বছর ‘তুফান’ দিয়ে সেই পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ তিনি শুরু করেছেন ‘তুফান’-এর পরের ধাপ থেকেই। দুর্দান্ত অ্যাকশন কোরিওগ্রাফি, ঝানু পার্শ্ব অভিনেতা, একের পর এক রুদ্ধশ্বাস দৃশ্য আর অতি অবশ্যই লার্জার দ্যান লাইফ চরিত্রে শাকিব খান; ‘বরবাদ’ হয়ে রইল ঢাকাই সিনেমার নতুন এক মানদণ্ড। মেহেদী হাসানের প্রথম পরিচালনা সিনেমা ‘বরবাদ’ এবারের ঈদের প্রথম দিন থেকেই অন্যান্য সিনেমা থেকে শীর্ষে অবস্থান করছে।
এরই মধ্যে ছবিটি মুক্তির দুই সপ্তাহের দ্বারপ্রান্তে। প্রায় সবগুলো হলে বিশেষ করে মাল্টিপ্লেক্সে এখনো হাউসফুল যাচ্ছে সিনেমাটি। এবার জানা গেল, মুক্তির সাত দিনের মাথায় আয়ের দিক থেকে নতুন এক রেকর্ড গড়ল সিনেমাটি। সম্প্রতি ‘বরবাদ’-এর প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন প্রথম সাত দিনে সারা দেশে ছবিটির কত টাকার টিকিট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে সেই তথ্য জানিয়েছে। নিজেদের ফেসবুক পেজে এক পোস্টে তারা দাবি করেছে, মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে ‘বরবাদ’-এর। ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘মুক্তির পর থেকে সারা দেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।’
এর আগে ২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের ‘প্রিয়তমা’ অলটাইম ব্লকবাস্টারের তকমা পেয়েছিল। সিনেমাটি সেবার মুক্তির এক মাসে ২৭ কোটি টাকা আয়ের রেকর্ড গড়েছিল বলে জানা গেছে। তবে এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাকিব খান। মুক্তির নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে এখনো প্রায় ৬৫টি শো চলছে বরবাদের। রিয়েল এনার্জি প্রোডাকশনের এক সূত্রে জানা যায়, চলতি মাসেই এই সিনেমা যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশকিছু দেশে মুক্তি দেওয়া হবে। সে হিসেবে আয়ের পরিমাণ শিগগিরই ৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মাল্টিপ্লেক্সের বাইরে বর্তমানে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনেও সফলতা ধরে রেখেছে ‘বরবাদ’। শাকিব ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, যীশু সেনগুপ্ত প্রমুখ।
এদিকে বরবাদের এই অভাবনীয় সাফল্যের মধ্যেই শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস) এবার আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনা শুরু করতে যাচ্ছে। এই ফিল্ম প্রডাকশন হাউজটি সিনেমা নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা (এসকে ফিল্মস ইউএসএ) এবং গলফ (এসকে ফিল্মস ইউএই)-এ নিয়মিত সিনেমা পরিবেশনা করবে।
গত বুধবার নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএ-এর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএ-এর সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তারসহ অনেকে।
এসকে ফিল্মস ইউএসএ জানায়, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ‘বরবাদ’ মুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশন শুরু করছে। ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’ সিনেমাগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস আরও জানায়, অচিরেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া-তে সিনেমা ডিসট্রিবিউশন শুরু করবে। ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিবৃতিতে শাকিব খান জানান, বড় পরিসরে আন্তর্জাতিকভাবে বাংলা সিনেমাকে বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে এস কে ফিল্মস ইন্টারন্যাশনাল। সেই ধারাবাহিকতায় সিনেমা ডিস্ট্রিবিউশনের উদ্যোগ নিয়েছেন তিনি। নায়কের প্রত্যাশা, এই উদ্যোগ বাংলা সিনেমার জন্য সুফল বয়ে আনবে এবং বিশ্বময় বাংলা সিনেমার জয়যাত্রা অব্যাহত রাখবে।
এস কে ফিল্মস ইউএসএ-এর পক্ষে বদরুদ্দোজা সাগর বলেন, যুক্তরাষ্ট্র, কানাডার প্রবাসীরা ‘বরবাদ’ দেখার জন্য অনেক আগ্রহী। এস কে ফিল্মস ইউএসএ এসব দর্শকদের আগ্রহকে সম্মান জানিয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় ইন্টারন্যাশনালি রিলিজ করছে।
যেসব স্টেটে বাঙালি কমিউনিটি রয়েছে সেসব স্থানের থিয়েটারগুলোকে চলবে ‘বরবাদ’। প্রথম সপ্তাহে ৩৫ থেকে ৪০টি থিয়েটারের পরিকল্পনা রয়েছে পরিবেশক প্রতিষ্ঠানের। আগামী ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের যেসব শহরে ‘বরবাদ’ চলবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নিউইউর্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো ও ফিলাডেলফিয়া। ১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরন্টো-এই তিন শহরে চলবে ‘বরবাদ’।
বলিউড ইন্ডাস্ট্রিতে তারকা সন্তানদের সুযোগ অনেক বেশি, যারা বাইরে থেকে এসে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চান, তাদের অনেক লড়াইয়ের সম্মুখীন হতে হয়, স্বজনপ্রীতি বা স্বজনপোষণের এই মতামত বহুদিন ধরে চর্চায় রয়েছে বলিউড অন্দরে। এবার স্বজনপ্রীতি নিয়ে একটি অন্যরকম মতামত প্রকাশ করলেন অভিনেত্রী নুসরাত ভারুচা। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-কে এই অভিনেত্রী বলেন, ‘অবশ্যই তারকা সন্তান হলে তাদের কাছে অনেক বেশি সুযোগ আসে। কিন্তু বহিরাগতদের থেকে তাদের অনেক বেশি চাপ এবং তুলনার সম্মুখীন হতে হয়। যারা বহিরাগত হন, তাদের কিন্তু কোনো সময় তুলনার সম্মুখীন হতে হয় না।’
নুসরাত বলেন, ‘স্বজনপোষণ নিয়ে সবসময় কথা বলা হয় কিন্তু আমার মনে হয় তারকা সন্তানদের অনেক বেশি চাপে থাকতে হয় নিজেদের প্রমাণ করার জন্য। আমার বাবা মা যদি বিখ্যাত হতেন, তাহলে আমি ভীষণ চাপে থাকতাম। কিন্তু আমার কোনো ভয় নেই কারণ আমার হারানোর কিছু নেই। আমি উত্তরাধিকার বহন করার চাপ বহন করি না।’
বলিউডের নতুন ড্রিম গার্ল বলে পরিচিত নুসরাত ভারুচা বলেন, ‘শুধু সুযোগ পেলেই হয় না, মানুষ প্রতিভার ভক্ত। তারকা সন্তান হওয়া সত্ত্বেও কেউ যদি ভালো অভিনয় না করেন, তাদের সিনেমা কিন্তু মানুষ দেখবেন না। তবে আমি মনে করি আলিয়া, রণবীরের মতো এমন অনেক তারকা সন্তান রয়েছেন যারা সত্যি প্রতিভাবান। আমি এই প্রতিভার কদর করি।’
নুসরাতের কথায়, ‘আমি বিরক্তি বা তিক্ততা মনে পুষে রাখি না কখনও। অন্য কেউ কেন সিনেমাটি পেল আমি কেন পাইনি এই সমস্ত ভাবনা চিন্তা আমার মনে থাকে না। কেউ যদি সত্যিই ডিজার্ভ করে তাহলে অবশ্যই সে চরিত্রটি পাবে এবং প্রশংসিত হবে। তবে আপনি যদি মনে করেন যে বহিরাগত হয়ে শুধু তারকা সন্তানদের সঙ্গে লড়াই করতে হয় তা নয়, এখন তাদের সঙ্গেও প্রতিযোগিতা করতে হয় যাদের সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফলোয়ার্স রয়েছে।’
এদিকে আগামীকাল ১১ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে নুসরাত ভারুচা অভিনীত বিশাল ফুরিয়া পরিচালিত ভৌতিক ছবি ‘ছোরি ২’।
ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম শবনম ইয়াসমিন বুবলী। সুপারস্টার শাকিব খানের বিপরীতে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ঢালিউডে নাম লিখিয়ে সংবাদ পাঠিকা থেকে তিনি হয়ে যান চিত্রনায়িকা। প্রায় ১০ বছরের সিনেমার ক্যারিয়ারে শবনম বুবলী শাকিব খান ছাড়া কোনো নায়কের বিপরীতে অভিনয় করে খুব একটা সাফল্য পাননি। তবে এবার রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় চিত্রনায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করে বেশ সাড়া পাচ্ছেন বুবলী। এম রাহিম পরিচালিত এই সিনেমার মুক্তির প্রথম দিন থেকেই সিনেপ্লেক্সের সব শো হাউসফুল ছিল।
তবে দর্শকদের কাছে তুমুল চাহিদা থাকলেও চেইন এই মাল্টিপ্লেক্সের সব শাখায় শো কম থাকায় সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়ে ফিরে যাওয়ার ঘটনা ঘটে। ‘জংলি’ টিম থেকে বারবার শো বাড়ানোর দাবিও তোলা হয়। সেই দাবির প্রেক্ষিতে দ্বিতীয় সপ্তাহে সিনেপ্লেক্সের শাখাগুলোতে ‘জংলি’র শো বাড়ানো হয়েছে দ্বিগুণ।
সিনেমা মালিক, চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও সরেজমিনে বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে খোঁজখবর নিয়ে জানা গেল, এখন পর্যন্ত বেশ আশানুরূপ ব্যবসা করছে সিনেমাটি। পাশাপাশি দর্শক সিনেমাটি দেখে ভূয়সী প্রশংসাও করছেন। আর দর্শকের এই ভালোবাসায় উচ্ছ্বসিত শবনম বুবলী। তিনি বলেন, ‘দর্শকের জন্যই সিনেমায় অভিনয় করি। তারা যখন হলে সিনেমা দেখতে আসে সত্যি ভালো লাগে। এ অনুভূতি ভাষায় বলে বোঝানো কঠিন।’
এই নায়িকা বলেন, ‘ঈদের দিন থেকেই আমার কাছের মানুষজন মোবাইলে জংলি নিয়ে শুভকামনা জানাতে থাকেন। তখন আমি সিদ্ধান্ত নিই সিনেপ্লেক্সে যাব, দর্শকের প্রতিক্রিয়া কাছ থেকে দেখব। এরপর আমরা একটি শো শেষ হওয়ার সময় থিয়েটারের ভেতরে ঢুকে দেখি সিনেমা শেষে সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এরপর আমাদের দেখে কাছে এসে অনেকেই তাদের অনুভূতির কথা প্রকাশ করেন। তখনই দর্শককে আমি কাঁদতে দেখি, যা দেখে আমি এবং সিয়াম দুজনই আবেগপ্রবণ হয়ে যাই। কারণ একজন আর্টিস্ট এর থেকে বড় অর্জন আর কী হতে পারে। এর জন্য দর্শকদের ধন্যবাদ।’
শবনব বুবলী আরও বলেন, ‘সব বিষয় নিয়েই একটি পরিপূর্ণ সিনেমা নির্মাণ হয়। এর মধ্যে সব সময় এগিয়ে রাখে সিনেমার গল্প। তারপর নির্মাতা, আর্টিস্ট এবং গোটা টিম ঠিকভাবে কাজ করলেই দর্শক ভালোবাসতে বাধ্য। তবে জংলির কোনো বিষয়টি দর্শককে আকৃষ্ট করছে, সেটি আলাদা করে বলতে হলে বলব, সিনেমার গল্প। কারণ এ গল্পই দর্শককে কাঁদিয়েছে। এরপর এ গল্পে যারা অভিনয় করেছেন এবং গোটা জংলি টিমই দর্শককে আকৃষ্ট করেছে।’
সিনেমার নায়ক চিত্রনায়ক সিয়ামকে প্রশংসায় ভাসিয়ে এ নায়িকা বলেন, ‘সিয়াম একজন দুর্দান্ত সহকর্মী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। অভিনয়ে ওর সিরিয়াসনেস আমাকে মুগ্ধ করেছে। এ ছাড়া জংলিতে তার যে ডেডিকেশন, তা তো দর্শক দেখেছে, যা প্রতিটি কাজেই সিয়াম করে দেখাচ্ছে। তাই এমন আর্টিস্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হওয়াটাই স্বাভাবিক।’
বুবলীর কাছ থেকে জানা গেল, দর্শকের সঙ্গে এ সিনেমাটি দেখতে মিরপুর সনি সিনেমা হলে যান অভিনেত্রী। তাকে দেখে সেখানে উপচে পড়া ভিড় জমে দর্শক ও ভক্তের। বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে সে মুহূর্তের ভিডিও। মাত্র ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘জংলি’ সিনেমা ও দর্শকের রিঅ্যাকশন দেখতে সনি সিনেমা হলে উপস্থিত হন বুবলী। দর্শকের ভিড় ঠেলে এ অভিনেত্রীকে রীতিমতো যুদ্ধ করে হলে প্রবেশ করতে হয়।
বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছর কাটানোর পর এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শৌখিন অভিনেতা হৃত্বিক রোশান। ভূত-ভবিষ্যৎ-বর্তমান, ত্রিকাল প্রেক্ষাপটে তিরিন তৈরি করছেন বহুল জনপ্রিয় কৃষ সিরিজের চতুর্থ কিস্তি ‘কৃষ-৪’। এই খবর অবশ্য কিছুটা পুরোনো হয়ে গেছে। তবে নতুন হচ্ছে, প্রথম পরিচালনার সিনেমাতেই একসঙ্গে তিন চরিত্রে অভিনয় করে চমক দেখাবেন তিনি। এই ছবিতে তিনিই নায়ক আবার তিনিই খলনায়ক। হ্যাঁ, ঠিকই পড়লেন। শুধু তাই নয়, এর আগের দুটো ছবিতে তাকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এবার একসঙ্গে তিনটি চরিত্রে দেখা যাবে বলেই স্পষ্ট করেছে কৃষ টিম।
একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, টাইম ট্রাভেলের প্রেক্ষাপটে তৈরি হবে ‘কৃষ’ ছবির চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। যেখানে হলিউডি কায়দায় ‘ইনফিনিটি ওয়ার’ এবং ‘এন্ডগেম’-এর ছায়া দেখা যেতে পারে। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গেল, গল্পে তিনটি সময়কাল দেখানো হবে। ত্রিকালের প্রেক্ষাপটে ট্রিপল রোলে অভিনয় করবেন হৃত্বিক রোশন। তার সঙ্গে পারিবারিক আবেগ, সম্পর্কের রসায়নও উপকরণ হিসেবে মজুত থাকবে ‘কৃষ ৪’-এ।
শুধু তাই নয়, এই চতুর্থ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় নাকি প্রিয়াঙ্কা চোপড়া এবং প্রীতি জিনতারও প্রত্যাবর্তন ঘটতে চলেছে। থাকছেন বিবেক ওবেরয় এবং রেখাও। কাস্টিং তালিকায় নোরা ফতেহির নাম যোগ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তুখোড় অ্যাকশন সিক্যুয়েন্সে দেখা যেতে পারে অভিনেত্রীকে। আরও জানা গেল, এই ছবিতে ভিএফএক্স খুব গুরুত্বপূর্ণ। বেশ কয়েকবার খসড়ার পর শেষমেশ চূড়ান্ত হয়েছে ‘কৃষ ৪’-এর চিত্রনাট্য। ‘ওয়ার ২’-এর পর এই ছবির কাজ শুরু করবেন হৃত্বিক রোশান।
হৃত্বিকের পরিচালনায় হাতেখড়ির খবরে দিন কয়েক আগেই সিলমোহর দিয়েছেন বাবা রাকেশ রোশান। নিজের সোশ্যাল মিডিয়া পেজে সেই খবর সাড়ম্বরে ঘোষণাও করেছেন। ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাকেশ লিখেছিলেন, ‘ডুগ্গু (হৃত্বিকের পারিবারিক নাম) আজ থেকে ২৫ বছর আগে আমিই তোমাকে একজন অভিনেতা হিসাবে লাঞ্চ করেছিলাম। ২৫ বছর পর আবার আজ আমিই তোমাকে একজন পরিচালক হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার আর আদিত্য চোপড়ার স্বপ্নের ছবি কৃষ ৪-এর পরিচালক হবে তুমি। নতুন ভূমিকায় তুমি সফল হবেই- তোমার জন্য আমাদের সবার আশীর্বাদ ও শুভেচ্ছা রইল।’
হলিউডের নামকরা অভিনেতা টম ক্রুজের আইকনিক সিনেমা ‘মিশন ইম্পসিবল’। এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির প্রস্তুতি নিচ্ছে অষ্টম কিস্তি ‘মিশন ইম্পসিবল : দ্য ফাইনাল রেকনিং’র। আগামী ২৩ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার নতুন ট্রেলার। যেখানে টম ক্রুজ একটি ফাইটার জেট থেকে লাফিয়ে পড়েন এবং পরবর্তী সময়ে তাকে একটি উল্টেপড়া বিমান থেকে ঝুলতে দেখা যায়। তার আগে আসন্ন কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন (১৪ মে) লালগালিচা হয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাজির হবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। এ দিন অভিনেতার নতুন ছবি ‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’-এর অফিশিয়াল স্ক্রিনিং হবে। সঙ্গে থাকবেন টম ক্রুজের দীর্ঘদিনের সহযোদ্ধা পরিচালক ও চিত্রনাট্যকার ক্রিস্টোফার ম্যাককোয়ারি এবং পুরো টিম।
এটি হবে কিংবদন্তি হলিউড তারকার তৃতীয় কান সফর। প্রথমবার তিনি এসেছিলেন ১৯৯২ সালে, রন হাওয়ার্ডের ছবি ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’-এর প্রিমিয়ারে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তিনি আবার কানে ফিরেছিলেন ‘টপ গান: ম্যাভরিক’ নিয়ে। সেই সফর ছিল একেবারে স্মরণীয়- আবেগঘনভাবে তাকে প্রদান করা হয়েছিল গৌরবসূচক পাম দ’র, আর তার মাস্টারক্লাস ছিল দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা।
জানা গেছে, প্রায় তিন দশকের অ্যাকশন, স্টান্ট আর ষড়যন্ত্রের চূড়ান্ত সমাপ্তি হতে চলেছে এই চলচ্চিত্রের মাধ্যমে। এবারের পর্বে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেইমস, সায়মন পেগ, এসাই মোরালেস, পম ক্লেমেন্টিয়েফ, হেনরি জার্নি, মারিয়েলা গ্যারিগা, অ্যাঞ্জেলা ব্যাসেট প্রমুখ। ছবিটি ফ্রান্সে মুক্তি পাচ্ছে ২১ মে। শোনা যাচ্ছে, আইএমএফ এজেন্ট ইথান হান্টের চরিত্রে টম ক্রুজের এটিই শেষ মিশন। কারণ আটটি সিনেমার পর ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের একটি নাটকীয় সমাপ্তি তুলে ধরার ইঙ্গিত আগেই দিয়েছেন অভিনেতা।
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রীদের একজন তামান্না ভাটিয়া। অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী ‘বাহুবলী’-খ্যাত এই তারকা। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন। ফের আইটেম গানে দেখা যাবে এই ‘মিল্কি বিউটিকে’। ইন্ডিয়া টুডে জানিয়েছে, বলিউড তারকা অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। হাই ভোল্টেজের আইটেম গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে।
প্রযোজনা প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে ‘রেইড টু’ সিনেমার হাই এনার্জি আইটেম গানের শুটিং শুরু করেছেন। শুটিং সেটে গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘কাভালা’, এবং ‘আজ কি রাত’-এর মতো আকাশচুম্বী সফল আইটেম গানের পর নতুন গানে পারফর্ম করায় তার প্রতি দর্শকদের প্রত্যাশাও ব্যাপক। ঝলমলে আলো, বোল্ড কালার প্যালেট, স্ট্রোব ইফেক্টসহ অসাধারণ সেট ডিজাইন করেছে শুটিং টিম; যা তামান্না ভাটিয়ার দৃশ্যমান আবেদন আরো বৃদ্ধি করবে।”
আইটেম গানে তামান্নার পোশাক নিয়ে সূত্রটি বলেন, ‘ট্র্যাকটি গ্ল্যামারাস, যেখানে সিকুইন পোশাক পরে তামান্না তার সিগনেচার নাচ পরিবেশন করবেন। এটা নিশ্চিত করা হয়েছে যে, এ গানে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে পারফর্ম করবেন না তামান্না। তবে এ গানের গায়িকাকে গোপন রেখেছেন নির্মাতারা।’
‘রেইড টু’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর। প্রথম পার্টে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। ‘রেইড’ সিনেমায় আরও অভিনয় করছেন রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তা ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকুলিন ফার্নান্দেজ ও হানি সিংয়ের অভিনয়ের কথা রয়েছে। আগামী ১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
এদিকে টানা দুই বছর অভিনেতা বিজয় বার্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তামান্না ভাটিয়া। চলতি বছর তাদের বিয়ে করার কথাও ছিল। কিন্তু সম্প্রতি দুজনই সেই সম্পর্কের ইতি টেনেছেন। আর এ বিষয়ে কেউই সরাসরি মুখ খোলেননি।
আগামী ১৩ মে শুরু থেকে ফ্রান্সে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আর এবারের কানের আসরে সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ পুরস্কার পাম ডি’অর পাচ্ছেন বর্ষীয়ান হলিউড তারকা রবার্ট ডি নিরো। অভিনয় ও প্রযোজনায় জীবনের অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হবে হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। ১৪ বছর আগে, ২০১১ সালে কান উৎসবের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছিলেন দুইবারের অস্কারজয়ী এই অভিনেতা। রবার্ট ডি নিরোর সঙ্গে কান উৎসবের সম্পর্ক অনেক দিনের। ১৯৭৬ সালে তিনি অংশ নেন দুটি অফিসিয়াল নির্বাচিত ছবিতে- বার্নার্ডো বার্তোলুচ্চির ‘১৯০০’ এবং মার্টিন স্করসেজির ‘ট্যাক্সি ড্রাইভার’। এর মধ্যে ‘ট্যাক্সি ড্রাইভার’ সেবার জিতে নেয় সেরা ছবির পুরস্কার পাম ডি’অর।
এরপর ১৯৮৩ সালে স্করসেজির ‘দ্য কিং অব কমেডি’ এবং ১৯৮৪ সালে সের্জিও লেওনের ‘ওয়ান্স আপন আ টাইম ইন আমেরিকা’ ছবিতে কান উৎসবে ফিরেন তিনি। ১৯৮৬ সালে ‘দ্য মিশন’ ছবির মাধ্যমে আবারও তিনি জিতেছেন পাম ডি’অর। সবশেষ ২০২৩ সালে তিনি ছিলেন স্করসেজির ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির সঙ্গে কানের লাল গালিচায়।
এই সম্মাননা পাওয়ার খবরে আবেগাপ্লুত হয়ে ডি নিরো বলেন, ‘কান উৎসবের প্রতি আমার অনুভূতি অনেক গভীর- বিশেষ করে এখন, যখন বিশ্বে অনেক বিভক্তি, তখন কান আমাদের একত্র করে- গল্পকার, নির্মাতা, দর্শক আর বন্ধুরা সবাই একসঙ্গে হয়ে যাই। এটা যেন ঘরে ফিরে আসার মতো।’
পুরস্কার পাওয়ার পাশাপাশি ১৪ মে ডেবুশি থিয়েটারে একটি মাস্টারক্লাসও নেবেন ডি নিরো। উল্লেখ্য, ৭৮তম কান চলচ্চিত্র উৎসব চলবে ১৩ মে থেকে ২৪ মে, ২০২৫ পর্যন্ত চলবে।