শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

অমিতাভের নাতনির যাত্রা শুরু

নাতনি নভ্যা নভেলি নন্দা
বিনোদন ডেস্ক
প্রকাশিত
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১৭ জুলাই, ২০২২ ১২:৫২

বহুজাতিক প্রসাধন সংস্থার বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা এরই মধ্যে তার কাজের ভিডিওর প্রথম ঝলক শেয়ার করেছেন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। প্রথম কাজ দিয়ে দর্শকদের হৃদয়ে কতটা সাড়া ফেলতে পারেন তিনি তা নিয়েই এখন জল্পনা।

অমিতাভ-কন্যা শ্বেতা নন্দার মেয়ে নভ্যাকে ওই ভিডিওতে দেখা গেছে, কাজের পোশাকে, সামনে ল্যাপটপ রেখে কাজ করতে। একই সঙ্গে তিনি কথা বলেছেন ‘সেল্ফ ওয়ার্থ’ প্রসঙ্গে। তবে এ বিজ্ঞাপন কবে প্রকাশ হবে সে খবর এখনও জানা যায়নি।

এদিকে নভ্যার আত্মপ্রকাশে অভিনন্দন জানিয়ে বচ্চন-কন্যা শ্বেতা আদরের মেয়েকে বলেছেন, ‘এর থেকে অনেক বেশি প্রাপ্য তোমার।’ প্রিয় বন্ধু শাহরুখ-কন্যা সুহানা তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিস্ময়চিহ্ন দিয়ে। আরেক বন্ধু অনন্যা পান্ডেও ভালোবাসা জানিয়েছেন বন্ধুর উদ্দেশে।

পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে গিয়েছে নভ্যার বিনোদনের জগতে প্রথম পথচলা। যদিও দাদু অমিতাভ বচ্চন তার প্রিয় নাতনির পর্দায় প্রথম আত্মপ্রকাশ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

বিষয়:

‘আমার প্রথম রোজগার ছিল ৬৪ টাকা’: স্মৃতিচারণায় ঈশিতা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতা জানিয়েছেন, তার জীবনের প্রথম রোজগার ছিল মাত্র ৬৪ টাকা। বিটিভির একটি নৃত্যনাট্যে অংশ নেওয়ার সুবাদে তিনি এই সম্মানী পেয়েছিলেন। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর নতুন পর্বে অতিথি হয়ে এসে এসব অজানা ও মজার স্মৃতি শেয়ার করেছেন তিনি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বটি আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে।

চলতি সপ্তাহেই ক্যামেরার সামনে ঈশিতার পথচলার ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নেওয়ার মাধ্যমে মাত্র ৬ বছর বয়সে তার পর্দায় অভিষেক ঘটে। ‘নতুন কুঁড়ি’র দুইবারের চ্যাম্পিয়ন এই তারকা তার প্রথম আয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, বিটিভি থেকে পাওয়া সেই ৬৪ টাকা তার নানু তৎক্ষণাৎ উত্তরা ব্যাংকে জমা করে দিয়েছিলেন। এমনকি তিনি যখন ভালো উপার্জন করতেন, তখনও বাসা থেকে তাকে খামে ভরে মাসিক ৫০ টাকা হাতখরচ দেওয়া হতো, যা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বেড়ে ৫০০ টাকা হয়েছিল।

পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন ঈশিতা। এই সময়ে অনেক লোভনীয় নাটক, সিরিজ ও সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেও, তিনি জানান, মনের মতো চরিত্র ও স্ক্রিপ্ট পেলে যেকোনো মাধ্যমে আবার কাজ করতে তিনি প্রস্তুত। জেড আই ফয়সাল প্রযোজিত এই অনুষ্ঠানে ঈশিতার জীবনের এমন অনেক না বলা কথা জানা যাবে।


অনুমোদন মেলেনি, শেষ মুহূর্তে বাতিল আতিফ আসলামের কনসার্ট

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

নানা জল্পনা-কল্পনা ও আয়োজকদের শতভাগ প্রস্তুতির পরও অবশেষে বাতিল হয়ে গেল আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট। আগামী ১৩ ডিসেম্বর পূর্বাচল নতুন শহরের চাইনিজ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় তা আর হচ্ছে না।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনক’ এবং সহ-আয়োজক ‘স্পিরিট অব জুলাই’ শেষ মুহূর্ত পর্যন্ত কনসার্টটি আয়োজনের বিষয়ে আশাবাদী ছিল। তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, কনসার্টের মোট মুনাফার ৪০ শতাংশ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। কিন্তু ১১ ডিসেম্বর সন্ধ্যা গড়িয়ে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো অনুমতিপত্র আসেনি। এরপর শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় ১৩ তারিখের কনসার্টটি আয়োজন করা যে অসম্ভব, তা নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়োজক।

মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত এক মাস ধরেই দেশে বড় ধরনের কোনো কনসার্টের অনুমোদন দিচ্ছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আতিফ আসলামের কনসার্টটিও সেই প্রশাসনিক সিদ্ধান্তের বেড়াজালে আটকে গেল। অথচ দর্শকদের সুবিধার্থে আয়োজকরা টিকিটের মূল্য ৪০ শতাংশ কমিয়েছিলেন এবং যাতায়াতের জন্য কুড়িল বিশ্বরোড থেকে ভেন্যু পর্যন্ত বিআরটিসি ফ্রি শাটল সার্ভিসের ব্যবস্থাও করেছিলেন।

‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের এই জমকালো আয়োজনে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম ছাড়াও মঞ্চ মাতানোর কথা ছিল ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং দেশের কয়েকজন ফোক শিল্পীর। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক জটিলতায় ভেস্তে গেল সব আয়োজন।


যুক্তরাষ্ট্র থেকে জোড়া সুখবর দিলেন মোনালিসা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন বেছে নিলেও ভক্তদের জন্য এবার জোড়া সুখবর নিয়ে এসেছেন। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রে নিজের পেশাগত জীবনে বড় সাফল্য অর্জন করেছেন তিনি।

দীর্ঘ ১২ বছরের কর্মজীবনের অভিজ্ঞতার পর আন্তর্জাতিক একটি প্রসাধনসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী থেকে পদোন্নতি পেয়ে ব্যবস্থাপক (ম্যানেজার) পদে উন্নীত হয়েছেন মোনালিসা। গত শুক্রবার থেকেই নতুন এই দায়িত্বে তার পথচলা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই আনন্দের সংবাদটি শেয়ার করে মোনালিসা জানিয়েছেন, কঠোর পরিশ্রমের ফলেই তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন। নিজের প্যাশনের জায়গা থেকে বিউটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়া মোনালিসা নতুন এই চ্যালেঞ্জ নিয়ে বেশ উচ্ছ্বসিত।

পেশাগত সাফল্যের পাশাপাশি শোবিজ অঙ্গনেও তার ফেরার আভাস পাওয়া গেছে। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’-এ দেখা যাবে তাকে। ইতিমধ্যে চলচ্চিত্রটির টিজার প্রকাশ পেয়েছে এবং এটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে বিয়ের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১৩ সাল থেকে নিজেকে নতুন করে গুছিয়ে নেন মোনালিসা। শুরুতে একটি বাংলা টেলিভিশন চ্যানেলে কাজ করলেও পরবর্তীতে নিজের দীর্ঘদিনের ভালোলাগা থেকে প্রসাধনী শিল্পে যুক্ত হন। অভিনয় ও মডেলিং তার ভালোবাসা হলেও মেকআপকে তিনি নিজের প্যাশন হিসেবেই বেছে নিয়েছেন।


হলিউডের জনপ্রিয় অভিনেতা পিটার গ্রিন আর নেই

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

হলিউডের নব্বই দশকের দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ ও জনপ্রিয় খলনায়ক পিটার গ্রিন মারা গেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজ বাসা থেকে ৬০ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।

নিউইয়র্ক পোস্ট সূত্রে জানা গেছে, পুলিশ প্রাথমিক তদন্তে তার মৃত্যুর ঘটনায় কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পায়নি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মেডিকেল পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাকে ‘এই প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ব্যক্তিগত জীবনে নানা সংগ্রাম থাকলেও কাজের ক্ষেত্রে গ্রিন ছিলেন ভীষণ পারফেকশনিস্ট এবং একজন অসাধারণ মানুষ।

পিটার গ্রিন মূলত পর্দায় ভয়ংকর ও জটিল নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের মনে গেঁথে আছেন। কুয়েন্টিন টারান্টিনোর কাল্ট ক্লাসিক সিনেমা ‘পাল্প ফিকশন’-এ নিষ্ঠুর ‘জেড’ চরিত্র এবং ‘দ্য মাস্ক’ সিনেমায় জিম ক্যারি ও ক্যামেরন ডিয়াজের বিপরীতে খলনায়ক ডোরিয়ান টাইরেল চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। এছাড়া ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’, ‘ট্রেনিং ডে’, ‘ব্লু স্ট্রিক’ ও ‘লজ অব গ্র্যাভিটি’সহ প্রায় ৯৫টি সিনেমায় তিনি অভিনয় করেছেন।

নিউ জার্সির মন্টক্লেয়ারে জন্মগ্রহণ করা পিটার গ্রিন কৈশোরে বাড়ি ছেড়ে নিউইয়র্কের রাস্তায় জীবন শুরু করেছিলেন। জীবনের এক পর্যায়ে তিনি মাদকাসক্তির সঙ্গে লড়াই করেছেন এবং ১৯৯৬ সালে আত্মহত্যার চেষ্টার পর চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সেই অন্ধকার অধ্যায় কাটিয়ে উঠেছিলেন। মৃত্যুর আগে তিনি মিকি রুর্কের সঙ্গে ‘মাসকটস’ নামের একটি নতুন স্বাধীন চলচ্চিত্রের শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই এই আকস্মিক মৃত্যুতে সেই পরিকল্পনা থমকে গেল।


কলকাতায় মেসি-শাহরুখ সাক্ষাৎ: ভাইরাল আব্রামের ছবি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

ফুটবল জাদুকর লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর যাত্রা শুরু হয়েছে কলকাতা থেকে। শনিবার (১৩ ডিসেম্বর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির ৭০ ফুট উচ্চতার একটি বিশাল মূর্তির ভার্চুয়াল উন্মোচন করা হয়। ক্রীড়াঙ্গনের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সেখানে উপস্থিত ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এদিন মেসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শাহরুখ খান ও তাঁর ছোট ছেলে আব্রাম খান। মেসির পাশে দাঁড়িয়ে শাহরুখ ও আব্রামের ছবি তোলার একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

এর আগে শনিবার সকালে ছেলে আব্রাম ও ম্যানেজার পূজা দাদলানিকে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছান শাহরুখ। সফরের দুই দিন আগেই এক্স-হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে মেসির সঙ্গে দেখা করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, যেখানে তিনি লিখেছিলেন ‘এইবার কলকাতায় নাইট রাইড নয়… পুরো দিনটাই যেন মেসিময় হয়’। ২০১১ সালে আর্জেন্টিনা দলের হয়ে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলার দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতায় পা রাখলেন মেসি। তিন দিনের এই সফরে কলকাতা ছাড়াও হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে যাওয়ার কথা রয়েছে এই ফুটবল মহাতারকার।

সল্টলেক স্টেডিয়ামে ফুটবল ও বিনোদন জগতের দুই নক্ষত্রের মিলনমেলা এবং মূর্তি উন্মোচন একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকলেও, মেসির জন্য অভিজ্ঞতাটি পুরোপুরি সুখকর হয়নি। হাজারো ভক্তের বাঁধভাঙা উচ্ছ্বাস ও ভিড়ের চাপে নিরাপত্তা শঙ্কায় খুব দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।


নিজের ভালোলাগার গানে নদী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

মিষ্টি গায়কীর শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন উপহার। আর তা হলো তার নতুন একক গান ‘তুমিহীনা’। ১০ ডিসেম্বর নদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্ত করা হয়েছে গানটি। গানটির কথা লিখেছেন নদী নিজেই। নদীর সাথে লেখায় সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা। গানটির সুর করেছেন নদী ও হৃদয় হাসিন। আর মিউজিক এরেঞ্জমেন্টে ছিলেন হৃদয় হাসিন। এছাড়া রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান। ‘তুমিহীনা’ গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন সোহেল রাজ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন নদী নিজেই।

নিজের এই নতুন গানটি নিয়ে নদী বললেন, ‘এই গানটি আমার কাছে নানা কারণে একটু বিশেষ। একটু ব্যাখ্যা দিয়ে বলতে গেলে নানা কারণে আমাদের শিল্পীদের সবসময় নিজের পছন্দমতো কাজ করা হয়না। যে কারণে এবার একেবারেই আমার নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিয়েই গানটি করেছি। গান লেখা বা সুর করার কাজগুলো আমি বেশকিছু সময় ধরেই করে আসছি। কিন্তু নিজের ভেতরের যে চাওয়াটা সেভাবে কোন গান আমার করা হয়ে উঠছিল না। সে কারণে এবার কথা, সুর, মিউজিক অ্যারেঞ্জমেন্টে থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত- আমার ভালোলাগার ব্যাপারটাই ছিল মূল। আমি ব্যাক্তিগতভাবে আনন্দিত নিজের ভালোলাগার একটি কাজ করতে পেরে।’

কথা প্রসঙ্গে নদী আরও বললেন, ‘গানটি একটু ভিন্ন আঙ্গিকের হবার কারণে হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি এমন ধরনের গান করতে চেয়েছিলাম সবসময়ই। যেকোন গান আমার সাথে বা আমার ব্যক্তিত্ব বা আমি মানুষটার সাথে মানিয়ে নিতে না পারলে আমি গাইতে পছন্দ করি না। সেদিক থেকে ‘তুমিহীনা’ সম্পূর্ণ আমার মতো একটি গান, আমি মানুষটা যেমন ঠিক তেমন। ভালো লাগছে নিজের ভালো লাগার মতো একটা গান আমি করতে পেরেছি এটা ভেবে। শ্রোতাদের জন্য বলতে চাই আপনারাই একজন শিল্পীর কাজকে বাঁচিয়ে রাখেন আপনাদের ভালোবাসা, উৎসাহ দিয়ে। আমার খুব পছন্দের একটা কাজ এটি। আপনার শুনবেন, আপনাদের মতামত জানাবেন।’

নদী জানালেন, ‘তুমিহীনা গানটি নির্মিত হয়েছে তার নিজস্ব ব্যানার ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে। আর ইউটিউব ছাড়াও স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আর্ন্তজাতিক বেশকিছু মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে গানটি।

প্রসঙ্গত, নদীর গাওয়া ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’, ‘পোড়ামন ২’ সিনেমায় গাওয়া ‘সুতো কাটা ঘুড়ি’ সহ বেশ কিছু গান শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়।


৩০০ কোটি ছাড়িয়ে দুর্বার গতিতে ‘ধুরন্ধর’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

আদিত্য ধরের অ্যাকশন থ্রিলার ছবি ‘ধুরন্ধর’ বক্স অফিসে দাপটের সঙ্গে এগিয়ে চলেছে। মুক্তির মাত্র ৭ দিনের মধ্যেই ছবিটি ভারতে ২০০ কোটি টাকা এবং বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকার মাইলফলক পার করে ফেলেছে। রণবীর সিং অভিনীত এই ছবির প্রচারণা সে রকম জোরদার করেননি নির্মাতারা। তবে ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই মানুষের মুখে মুখে প্রচারণার জোরে দর্শক টানছে। আর তাতেই এই ছবির আয় দিন দিন বাড়ছে। শুধু আয়ই নয়, নতুন নতুন রেকর্ড গড়ছে ‘ধুরন্ধর’।

প্রায় ২৮০ কোটি রুপির বাজেটে নির্মিত ‘ধুরন্ধর’ ইতোমধ্যেই নির্মাণ ব্যয় তুলে ফেলেছে। এখন নিশ্চিত মুনাফার পথে হাঁটছে আদিত্যর এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের ধারণার তুলনায় ছবির সংগ্রহ অনেক বেশি।

সপ্তম দিনের আয়

ট্রেড পোর্টাল স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে ‘ধুরন্ধর’ আয় করেছে ২৭ কোটি রুপি। এর ফলে ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২০৭ কোটি ২৫ লাখ রুপিতে। ৩ দিন ধরে ছবির আয়ের অঙ্ক একই ছিল। পরপর তিন দিন ‘ধুরন্ধর’ ২৭ কোটি রুপি করে ব্যবসা করেছে। গত সোমবারে যদিও আয় ৪৫ শতাংশের বেশি কমে গিয়েছিল, কিন্তু পরদিনই আবার তা বেড়ে ১৬ শতাংশের বেশি লাফ দেয়। কর্মদিবস হওয়ায় সারা দিনে দর্শক কম থাকলেও রাতের শোগুলোতে দারুণ ভিড় দেখা যাচ্ছে। সকালের শোগুলোতে ১৮ শতাংশের বেশি দর্শক আসন পূর্ণ। রাতের শোগুলোতে তা বেড়ে প্রায় ৬০ শতাংশে পৌঁছে গেছে।

বিশ্বব্যাপী সংগ্রহ

বিদেশি বাজার থেকেও সমান সাড়া পাচ্ছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহে ছবিটি বিদেশে আয় করেছে প্রায় ৫৭ কোটি ৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩০৬ কোটি ২৫ লাখ রুপি। বিশ্বব্যাপী সংগ্রহের দিক থেকে ছবিটি ইতিমধ্যেই ‘সিতারে জমিন পর’, ‘থামা’, ‘সিকন্দর’ এবং ‘হাউসফুল ৫’-এর মতো ছবিকে পেছনে ফেলেছে।

অভিনয় ও কাস্ট

‘ধুরন্ধর’ ছবিতে রণবীর সিং ছাড়া আছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, আর মাধবন, সৌম্যা টন্ডন ও রাকেশ বেদি। বিশেষ করে দুষ্কৃতী রহমান ডাকাতের চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় এখন তুমুল আলোচনায়। ভারতীয় গুপ্তচর হামজা আলী মাজারির ভূমিকায় রণবীর সিংও দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

প্রথম সপ্তাহের এমন সাফল্যের পর বাণিজ্যিক বিশেষজ্ঞদের ধারণা, দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে ‘ধুরন্ধর’―এর দাপট অব্যাহত থাকবে।


আবেদনময়ী ছবি পোস্ট করে তোপের মুখে শ্রাবন্তী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। তবে ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ে বিচ্ছেদের কারণে প্রায়ই তাকে নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি আবেদনময়ী ছবি পোস্ট করে আবারও ট্রলের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার রাতে শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে সাবানের ফেনাভর্তি বাথটাবে সোনালি রঙের বিকিনিতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজেকে সিক্ত করতে থাকুন’। ছবিতে তার চোখেমুখে আবেশের ছাপ ও চেনা হাসি থাকলেও নেটিজেনদের একাংশ বিষয়টি সহজভাবে নেননি। ছবিটি প্রকাশের পরপরই কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভক্তদের অনেকেই শ্রাবন্তীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ তার চোখের চাহনির তারিফ করেছেন, আবার কেউ লিখেছেন ‘দারুণ’। তবে প্রশংসার পাশাপাশি তীব্র কটাক্ষও জুটেছে অভিনেত্রীর কপালে। এক নেটিজেন তার বয়স নিয়ে খোঁচা দিয়ে লিখেছেন, ‘বুড়ি হয়ে আর কত রঙ দেখাবে।’ অন্য একজন ঠাট্টা করে মন্তব্য করেছেন, এই ঠান্ডায় তিনি গোসল করা দেখাচ্ছেন কি না। ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে শ্রাবন্তী পেশাদার জগতে সক্রিয় থাকলেও, সোশ্যাল মিডিয়ায় তাকে ঘিরে বিতর্ক যেন থামছেই না।


আসছে বলিউড বাদশার ‘পাঠান-২’

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

২০২৩ সালে ‘পাঠান’ যে ঝড় তুলেছিল, তার রেশ এখনো কাটেনি। দীর্ঘ বিরতির পর এক বছরের মধ্যে তিনটি ব্লকবাস্টার উপহার দিয়ে শাহরুখ খান যেন আবার নিজের সেরা ফর্মে ফিরেছেন। সেই ধারাবাহিক প্রত্যাবর্তনের মধ্যেই নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে ‘পাঠান ২’-এর সম্ভাব্য ঘোষণায়। ভক্তদের বহুদিনের প্রত্যাশা এবার বাস্তবের দিকে এগোচ্ছে বলেই মনে হচ্ছে।

সম্প্রতি দুবাইয়ের এক জমকালো রিয়েল এস্টেট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শাহরুখ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল—এক উচ্চ অট্টালিকার নামকরণ করা হয়েছে তার নামে। সেই মুহূর্তে উপস্থিত সবার চোখ ছিল কিং খানের দিকে। ঠিক তখনই মঞ্চের সঞ্চালক বলেন, ‘পাঠান’ ছিল ব্লকবাস্টার, তাই তার সিক্যুয়াল আসা স্বাভাবিক। এরপরই তিনি ঘোষণা করেন—‘পাঠান ২’ তৈরি হচ্ছে। এই ঘোষণার পর মঞ্চে দাঁড়িয়ে থাকা শাহরুখ খান হাসিমুখে ধন্যবাদ জানান। তিনি কোনো সংশোধন বা আপত্তি জানাননি, যা দর্শকদের কাছে একরকম নীরব সম্মতিতেই পরিণত হয়।

এখনো যশরাজ ফিল্মস বা পরিচালক সিদ্ধার্থ আনন্দের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দুবাইয়ের এই প্রকাশ্য মন্তব্য এবং শাহরুখের ইতিবাচক প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় যে প্রকল্পটি সত্যিই শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানটির ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। অনেকেই মনে করছেন, স্পাই ইউনিভার্সকে আরও বিস্তৃত করতে ‘পাঠান’-এর সিক্যুয়াল প্রয়োজন ছিল, আর সেই দিকেই এগোচ্ছে বলিউড।

এই সময়ে শাহরুখ তার নতুন ছবি ‘কিং’-এর প্রস্তুতিতে ব্যস্ত। এর মাঝেই ‘পাঠান ২’-এর আগাম ইঙ্গিত যেন বলিউডে নতুন উত্তেজনা তৈরি করেছে। সব মিলিয়ে, দুবাইয়ের মঞ্চে শাহরুখ খানের সেই হাসি যেন নিশ্চিত করে দিল—গুপ্তচর পাঠান আবারও ফিরছেন বড়পর্দায়।


সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারি: কঠোর সমালোচনা কেট উইন্সলেটের

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

কৃত্রিম উপায়ে সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নেওয়ার বর্তমান প্রবণাতার তীব্র সমালোচনা করেছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। ৫০ বছর বয়সী এই তারকা অভিনয়শিল্পীদের প্লাস্টিক সার্জারি ও কৃত্রিম পদ্ধতির ওপর অতি নির্ভরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংবাদমাধ্যম পেইজ সিক্স-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কোনো নির্দিষ্ট অভিনেত্রীর নাম উল্লেখ না করলেও কেট উইন্সলেট বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, কেউ কেউ নিজের স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করছেন, আবার অনেকেই যেন নিজেকে বদলে ফেলার প্রতিযোগিতায় নেমেছেন। বিশেষ করে ওজন কমানোর ওষুধের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে তিনি সতর্ক করে বলেন, অনেকেই না বুঝে স্বাস্থ্যের প্রতি চরম অবহেলা করছেন, যা একটি ভয়াবহ বিষয়। প্লাস্টিক সার্জারির এই পুরো ব্যাপারটিকে তিনি ‘মহা বিশৃঙ্খলা’ হিসেবে অভিহিত করেছেন।

‘টাইটানিক’ খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, প্লাস্টিক সার্জারির এই প্রবণতা এখন আর কেবল তারকাদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাধারণ নারীরাও এখন বোটক্স বা ঠোঁটে ফিলার নেওয়ার জন্য টাকা জমাচ্ছেন, যা তাকে মানসিকভাবে ভীষণ বিচলিত করছে। বিষয়টি তাকে আগের চেয়ে এখন অনেক বেশি ভাবাচ্ছে এবং বিরক্ত করছে।

প্রকৃত সৌন্দর্যের সংজ্ঞা দিতে গিয়ে উইন্সলেট বলেন, নিজের বয়স বোঝা যাওয়াটাকেই তিনি সবচেয়ে বেশি উপভোগ করেন। তার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীরা আরও সুন্দর হয়ে ওঠেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, তার পরিচিত অনেক সুন্দরী নারী আছেন যাদের বয়স ৭০ বছরের বেশি। তিনি আক্ষেপ করে জানান, বর্তমান প্রজন্মের তরুণীদের কাছে সৌন্দর্যের ধারণাটি অস্পষ্ট হয়ে যাচ্ছে, যা অত্যন্ত পীড়াদায়ক।


‘নীলাম্বরি’ চরিত্রে রম্যা নন, রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার ইতিহাসের অন্যতম আইকনিক খলনায়িকা ‘নীলাম্বরি’। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পডিয়াপ্পা’ সিনেমার এই চরিত্রে রম্যা কৃষ্ণানের দাপুটে অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। তবে দীর্ঘ ২৬ বছর পর সিনেমাটি পুনরায় মুক্তির ঠিক আগ মুহূর্তে এক চমকপ্রদ তথ্য প্রকাশ করলেন সুপারস্টার রজনীকান্ত। তিনি জানালেন, কালজয়ী এই চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ রম্যা ছিলেন না, বরং তারা চেয়েছিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে।

আগামীকাল ১২ ডিসেম্বর বিশ্বজুড়ে পুনরায় মুক্তি পাচ্ছে কে. এস. রবিকুমার নির্মিত ব্লকবাস্টার সিনেমা ‘পডিয়াপ্পা’। এ উপলক্ষে ‘দ্য রিটার্ন অব পডিয়াপ্পা’ শিরোনামে একটি ভিডিও বার্তায় রজনীকান্ত পুরনো সেই স্মৃতির ঝাঁপি খুলে দেন। তিনি জানান, ‘নীলাম্বরি’ চরিত্রটি যখন কল্পনা করা হয়েছিল, তখন তার মনে কেবল ঐশ্বরিয়া রাইয়ের ছবিই ভেসে উঠেছিল। তামিল সিনেমার অন্যতম শক্তিশালী এই নারী চরিত্রটির জন্য ঐশ্বরিয়াকে কাস্ট করতে তাদের টিম প্রায় তিন মাস চেষ্টা চালিয়েছিল। এমনকি ঐশ্বরিয়ার আত্মীয়স্বজনদের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল বলে জানান থালাইভা।

রজনীকান্ত আরও জানান, ঐশ্বরিয়া যদি রাজি হতেন, তবে তারা সিনেমাটির জন্য এক বছর অপেক্ষা করতেও প্রস্তুত ছিলেন। কারণ, চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলা না গেলে সিনেমাটি ভালো চলত না। কিন্তু শেষ পর্যন্ত ঐশ্বরিয়া এই চরিত্রে আগ্রহ না দেখানোয় তারা বিকল্প খুঁজতে বাধ্য হন। রজনীকান্ত তখন পরিচালককে বলেছিলেন এমন কাউকে নিতে যার চোখে শক্তি আছে এবং যার উপস্থিতি দাপুটে। উপযুক্ত অভিনেত্রী না পাওয়া গেলে প্রজেক্টটি স্থগিত রাখার কথাও ভাবা হয়েছিল। অবশেষে পরিচালকের প্রস্তাবে রম্যা কৃষ্ণানকে নেওয়া হয় এবং বাকিটা ইতিহাস হয়ে আছে।

এদিকে স্মৃতিচারণের পাশাপাশি ভক্তদের জন্য নতুন আশার আলোও দেখিয়েছেন রজনীকান্ত। ভিডিও বার্তায় তিনি কালজয়ী এই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের প্রস্তাব দেন এবং নামও প্রস্তাব করেন—‘নীলাম্বরি: পডিয়াপ্পা টু’। তবে নির্মাতারা এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।


‘রয়েল বেঙ্গল রহস্য’ নিয়ে বড়দিনে ফিরছেন টোটা রায়চৌধুরীর ফেলুদা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিনোদন ডেস্ক

সুন্দরবন ছেড়ে খোদ কলকাতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বাঘ! ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর এমন একটি ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় ঝড় তুলেছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি একটি প্রচারমূলক ভিডিও। আসন্ন ওয়েব সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি: দ্য রয়েল বেঙ্গল রহস্য’-এর প্রচারের লক্ষ্যেই এই অভিনব কৌশল বেছে নেওয়া হয়েছে। ভিডিওটির শেষে দেখা যায়, সেই বাঘের রহস্য সমাধানের প্রস্তুতি নিচ্ছেন ফেলুদা। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি।

সত্যজিৎ রায়ের কালজয়ী গল্প ‘রয়েল বেঙ্গল রহস্য’ অবলম্বনে তৈরি এই সিরিজে ফেলুদা হিসেবে আবারও ফিরছেন টোটা রায়চৌধুরী। তার বিশ্বস্ত সঙ্গী লালমোহন বাবু বা জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী এবং তোপসে হিসেবে থাকছেন কল্পন মিত্র। এছাড়া গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র মহীতোষ সিংহ রায়ের ভূমিকায় দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে। উত্তরবঙ্গের চালসা জঙ্গলের মনোরম ও রোমাঞ্চকর পরিবেশে সিরিজটির দৃশ্যধারণ করা হয়েছে। এর আগে একই গল্প নিয়ে সন্দীপ রায় চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, যেখানে ফেলুদা ছিলেন সব্যসাচী চক্রবর্তী। এবার ওটিটির পর্দায় গল্পটি নতুনভাবে উপস্থাপিত হতে যাচ্ছে।

‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির পর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফেলুদা ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলে ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল। তবে প্রযোজনা সংস্থা জানিয়েছিল সিরিজ থামবে না, কেবল পরিচালকের পরিবর্তন হবে। সেই ধারাবাহিকতায় এবার পরিচালকের আসনে বসেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। সৃজিতের জুতোয় পা গলিয়ে কমলেশ্বর মুখোপাধ্যায় ফেলুদা হিসেবে টোটা রায়চৌধুরীকে কীভাবে উপস্থাপন করেন এবং নতুন এই ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ কতটা জমজমাট হয়, তা দেখার অপেক্ষায় আছেন দর্শকরা।


মনি রত্নমের সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী

আপডেটেড ১০ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪৯
বিনোদন ডেস্ক

প্রখ্যাত নির্মাতা মনি রত্নমের আগামী সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি ও সাই পল্লবী। ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত এই প্রজেক্টটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আবেগঘন গল্প, দুর্দান্ত অভিনয় এবং দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফির সংমিশ্রণে তৈরি হতে যাওয়া এই সিনেমাটি ভক্তদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে বলে ধারণা করা হচ্ছে।

শুরুতে সিনেমাটি অভিনেতা শিম্বুর সঙ্গে ‘ঠাগ লাইফ’ হিসেবে পরিকল্পনায় থাকলেও শেষ পর্যন্ত মূল চরিত্রে যুক্ত হয়েছেন বিজয় সেতুপতি। এর আগে মনি রত্নমের ‘চেক্কা চিভান্তা ভানামে’ সিনেমায় কাজ করে সফলতা পেয়েছিলেন তিনি। অন্যদিকে, পরিচালকের পছন্দের তালিকায় থাকা অভিনেত্রী সাই পল্লবী গত ৫ ডিসেম্বর একটি বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন, যা সিনেমায় তার গুরুত্বপূর্ণ উপস্থিতির ইঙ্গিত দেয়।

সিনেমাটির বিশালত্ব বাড়াতে সঙ্গীতের দায়িত্বে থাকছেন অস্কারজয়ী সুরকার এ.আর. রহমান এবং চিত্রগ্রহণে থাকছেন রবি ভার্মান। জানা গেছে, পঙ্গল উৎসবের পর সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং ২০২৬ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে শুটিং। মনি রত্নমের নিজস্ব স্বাক্ষর বহনকারী এই সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


banner close