দর্শক, টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মের খোরাক জোগাতে প্রতি ঈদের জন্যই তৈরি হয় শত শত নাটক। এবার ঈদেও চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে ছয় শতাধিক ঈদের নাটক প্রচার হবে। এসব নাটকের বেশির ভাগই প্রচারিত হবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। স্মার্টফোন ও ইন্টারনেট কানেকশন থাকলেই বিনামূল্যে যখন-তখন দেখা যাবে এসব নাটক। কয়েক বছর আগেও ঈদ মানে ছিল টেলিভিশন চ্যানেলগুলোতে একের পর এক নতুন নাটক। ঈদ ঘিরে শত শত নাটক নির্মাণের রেওয়াজ বহু পুরোনো। এবার টেলিভিশন চ্যানেলে দৃশ্যপট একটু পরিবর্তন হয়েছে। বাজেট বাড়ায় চ্যানেলগুলোতে কমেছে নাটকের সংখ্যা। তবে তারাও টেলিভিশনে সম্প্রচারের পর ইউটিউবে প্রচার করবে।
গত বছরের নভেম্বর থেকেই এই ঈদের নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক নির্মাণকাজ শুরু হয়েছে। অনেক টেলিভিশন চ্যানেল, প্রযোজনা প্রতিষ্ঠান ঈদের অর্ধেক কাজই সম্পন্ন করেছেন গত বছরেই! নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও খরচ কমাতেই এত আগে কাজ শুরু করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাটকের শিল্পীরা। ঈদে অভিনেত্রী কেয়া পায়েল অভিনীত ৫-৬টি নতুন নাটকে তাকে দেখা যাবে বলে জানান অভিনেত্রী। এর মধ্যে রয়েছে জাকারিয়া সৌখিনের ‘রূপকথা’, প্রবীর রায় চৌধুরীর ‘মাধবীলতা’, রুবেল হাসানের ‘সুন্দরী’, শাহনিবায়াত শাওনের ‘শেফালি বুকের নাম’, শহীদুন্নবীর ‘কলিজার টুকরা’। পায়েল বলেন, ‘নাটকের সংখ্যা কম হলেও গল্পগুলো খুব ভালো। প্রতিটি নাটকে সময় নিয়ে কাজ করা হচ্ছে। একেকটি নাটকের জন্য ৭-৮ দিন সময় ব্যয় হচ্ছে। মানসম্মত নাটকের জন্য গুছিয়ে কাজ করতে হয়। তাড়াহুড়ো করলে ভালো কাজ হয় না। এবারের ঈদের জন্য ৫-৬টা নতুন নাটক নির্বাচন করে কাজ করছি।’
টিভি নাটকের এই সময়ের আরেক ব্যস্ত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর এবারের ঈদে তার নাটকের সংখ্যা গতবারের চেয়ে কম হলেও ডজন খানেক নাটক প্রচারে আসার সম্ভাবনা রয়েছে। নাটকের নামগুলো বলতে না পারলেও তিনি জানান আলোচিত নির্মাতাদের নাটকে দেখা যাবে তাকে। তটিনী বলেন, ‘অনেক নাটকের প্রস্তাব পেলেও পছন্দের চিত্রনাট্যগুলো বেছে নিয়েছি। মাসখানেক আগে থেকেই ঈদের নাটকের কাজ শুরু করেছি। এই ব্যস্ততা থাকবে ঈদের আগ পর্যন্ত। ইতোমধ্যে বেশ কিছু নাটকের কাজ শেষ করেছি। এর মধ্যে রয়েছে রুবেল হাসানের ‘গোলাপ গ্রাম’, একই পরিচালকের মেজবাহউদ্দিন আহমেদের চিত্রনাট্যে ‘প্রেম এসেছিল একবার’। দুটি নাটকেই আমার সহশিল্পী ইয়াশ রোহান। এ ছাড়া সময়ের আলোচিত অনেকের বিপরীতে দেখা যাবে এই ঈদে।’
এবারের ঈদে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী সাদিয়া আয়মানের। ছবিটি নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয় করছেন ঈদের নাটকে। সম্প্রতি সাদাত রাসেলের গল্পে তৌফিকুল ইসলামের পরিচালনায় ‘তুই আমারই’, সাগর জাহানের ‘মানুষ আমরা’ নাটকে অভিনয় করেছেন। অভিনেত্রী বলেন, ‘ঈদের আমেজে ৭-৮টা নাটকের শুটিং করেছি। তা ছাড়া এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত যত কাজ করেছি সেখান থেকেও ঈদে নাটক আসবে। সব মিলিয়ে ১৫টির বেশি হতে পারে।’
আরেক তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি জানান, ঈদে তার ১০টির মতো নাটক প্রচারে আসবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, তানিন রহমানের রচনা ও হাসান রেজাউলের পরিচালনায় ‘বাউন্সার’, সেজার নূরের রচনায় গোলাম সোহরাব দোদুল নির্মাণ করেছেন ‘ঈদ হবে আমেরিকা’, জুবায়েরের ইবনে বকরের রচনা ও পরিচালনায় ‘কিচির মিচির’। এ ছাড়া রয়েছে ‘সাকসেস পার্টি’ ও ‘ফকির যখন কোটিপতি’ নামের দুটি নাটক। মাহি বলেন, ‘প্রায় মাসখানেক সময় ধরে ঈদের নাটক নিয়ে ব্যস্ততা যাচ্ছে। এবারের ঈদে আমার অভিনীত ৮-১০টি নাটক প্রচারে আসবে। এর মধ্যে কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। সামনে আরও কয়েকটিতে কাজ করব। আশা করি আমার নাটকগুলো দর্শকদের ভালো লাগবে।’
অভিনেতা জোভান জানান, ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ঈদে অভিনেতার কতটি নাটক প্রচারে আসবে তার সঠিক তথ্য দিতে না পারলেও ইঙ্গিত পাওয়া গেল ১০টির কম নয়। তিনি অভিনয় করেছেন প্রবীর রায় চৌধুরীর ‘মাধবীলতা’, ইমরাউল রাফাতের ‘দেখা হবে বন্ধু’, সাগর জাহানের ‘মানুষ আমরা’, শহীদুন্নবীর ‘কলিজার টুকরা’, তুহিন হোসেনের ‘জাদুর শহর’। এ ছাড়া মিজানুর রহমান আরিয়ান, মাহমুদুর রহমান হিমিসহ আরও কয়েকজনের পরিচালনায় কাজ করেছেন জোভান। এই অভিনেতা বলেন, ‘ঈদে কতটি নাটক প্রচারে আসবে তা হিসাব করে বলতে পারব না। তবে আলোচিত পরিচালকদের নাটকে সাফা কবির, কেয়া পায়েল, পড়শী, সাদিয়া আয়মানদের মতো অভিনেত্রীদের সঙ্গে দেখা যাবে।’
অভিনেত্রী তানিয়া বৃষ্টিও ব্যস্ত রয়েছেন নাটকের শুটিংয়ে। ঈদে তার ৮-১০টি নাটক প্রচারে আসবে। সম্প্রতি তিনি সোহেল হাসানের ‘গরম একটা খবর আছে’, মুসাফির রনির রচনা ও পরিচালনায় ‘দাবা’সহ কয়েকটি নাটকে শুটিং করেছেন। ঈদের নাটকে কাজ করছেন অভিনেত্রী তানজিন তিশাও। তবে তার কতটি নাটক প্রচারে আসবে তার সঠিক তথ্য দিতে পারেননি এই অভিনেত্রী।
গত দুই বছর ধরে ঈদের নাটকে কাজ করছেন না অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সম্প্রতি ফেসবুকে তিনি জানান দিয়েছেন, এবারের ঈদে একটি নাটক নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি; কিন্তু নাটক ও পরিচালকের নাম প্রকাশ করেননি অভিনেত্রী।
সময়ের আলোচিত জুটি নিলয়-হিমি। এবারও তারা একসঙ্গে বেশ কিছু নাটক নিয়ে আসছেন ঈদে। এ ছাড়া পৃথকভাবেও দেখা যাবে তাদের। ইতোমধ্যে নিলয় ‘দাবা’, ‘ফকির যখন কোটিপতি’সহ বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন। ঈদের ১৫টির মতো নাটকে দেখা যাবে খায়রুল বাসারকে। তৌসিফ মাহবুবের দেখা মিলবে ডজনের বেশি নাটকে। সঠিক সংখ্যা জানাতে না পারলেও দশের অধিক নাটকে থাকছেন মুশফিক আর ফারহান। এবারে ঈদে বেশ আলো ছড়াবেন শাশ্বত দত্ত। দুটি নাটক নিয়ে উপস্থিত হবেন মীর রাব্বি। নাজনীন নেহাকেও দেখা যাবে মাত্র দুটি নাটকে। আইশা খান, প্রিয়ন্তি উর্বি অভিনয় করেছেন মাত্র কয়েকটি নাটকে। কাজল আরেফিন অমির ‘শেষমেশ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা।