ঘটনার সূত্রপাত্র ২০১৭ সালের ১০ এপ্রিল। ওই দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হন ওই সময়ের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। প্রায় দুই বছরের আড়াল ভেঙে হঠাৎ টেলিভিশনে আগমনের হেতু স্বামী হিসেবে শাকিব খান ও বাচ্চা হিসেবে আব্রাহাম খান জয়কে সবার সামনে নিয়ে আসা।
শোনা যায়, একটা ছবিতে অপু কে বাদ দিয়ে বুবলিকে নায়িকা হিসেবে চূড়ান্ত করায় দীর্ঘ দিনের অপ্রকাশিত বিয়ে ও বাচ্চাকে সামনে নিয়ে আসেন তিনি। যদিও ২০১৭ সালে সংবাদ পাঠিকা থেকে শাকিব খানের নায়িকা বনে যাওয়া বুবলির সিনেমা ‘বসগিরি’ ততদিনে মুক্তি পেয়েছে। নতুন ছবি ‘রংবাজ’ নিয়েই যত কেলেঙ্কারি।
অপুর এমন ‘প্রকাশিত’ কাণ্ডে পুরো জাতি ক্ষোভ ঝাড়ে বুবলির ওপরে। অপুর পাশাপাশি দায়ী করা হয় বুবলিকেও। তার কারণেই বিচ্ছেদ হয়েছে অপু শাকিবের। সে যাত্রা সন্তানকে স্বীকার করলেও অপুকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন শাকিব। ওই ঘটনার কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে যায় শাকিব ও অপুর।
তবে বুবলি এই ঘটনার সঙ্গে জড়িত নয়, এমন দায় এড়াতে টেলিভিশনে আসার পরদিন অর্থাৎ ১১ এপ্রিল নিজের ফেসবুক পেজে একটা জ্ঞানগর্ভ পোস্ট দেন। সেখানে তিনি অপু বিশ্বাসকে কটাক্ষ করে লিখেন, ‘ব্যাপারটি কি ইমোশনাল নাকি প্রফেশনাল? জানি, আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন। আমাদের দেশে মাঝেমাঝে কিছু কিছু ইস্যু সবার সামনে এসে দাঁড়ায়, যখন অধিকাংশ মানুষ হুমড়ি খেয়ে একতরফা জাজমেন্ট করতে শুরু করে।
‘… বাই দ্য ওয়ে, আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই। গতকাল কেন অপু বিশ্বাস এতদিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এসব কথা বললেন? কই এতদিন তো যাননি, কারও সামনে আসতে চাননি... কেন?
‘কই সাংবাদিক ভাইরা তো এতো চেষ্টা করেও সামনে আনতে পারলেন না, মুখ খোলাতে পারলেন না। বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নাকি নানান কথা বলেছে। তার ভাষ্যমতে, ২০০৮ সাল থেকে সে বিবাহিত। তাহলে এতদিন কেন মর্যাদা চায়নি? শাকিব না হয় লুকিয়েছে, সে লুকায়নি? কেন? ক্যারিয়ারের জন্য? একজন ওয়াইফের কাছে ক্যারিয়ার এতই বড়? ক্যারিয়ারে নিয়ে ভাবা ঠিক আছে। কিন্তু নিজের মর্যাদা আদায়ের আগে কি ক্যারিয়ার?
‘অপু বিশ্বাস আরও বলেছেন তার সঙ্গে শাকিবের গত এক বছরের মতো কথা হয় না। এটা কি কোনো সম্পর্কের জন্য স্বাভাবিক? তখনো তো স্বীকৃতি চাইতে সবার সামনে আসল না। কেন? সে আরও বলল, তার ডেলিভারি হয়েছে গত বছর সেপ্টেম্বরে। তাহলে তখন আসল না স্বীকৃতির জন্য। কেন? কই গত পরশুদিন পর্যন্ত তো সে বাচ্চাটির স্বীকৃতি চাইল না!’
প্রায় আটশ শব্দের সেই স্ট্যাটাসে তিনি আরও লিখেছিলেন, ‘অপু বিশ্বাস তার বাইরে কোনো জুটি এস্টাব্লিস্ট হোক, এমনটি চায়নি বলেই কি তার মর্যাদা এতদিন চাইল না, আর সন্তানের স্বীকৃতি এতদিন চাইল না? তাহলে কী! সে এক্সারসাইজ করে নাকি ফিট হয়ে এসে আবার শাকিবের সাথে মুভি করত। তাহলে তার মর্যাদা আদায়ের কথা না হয় বাদ দিলাম, তার বাচ্চাটির স্বীকৃতি কোথায় যেত? এরকম চাপাই থাকত! আজকে এই মুভি করা নিয়েই তো এত কিছু। তাকে নিয়ে মুভি ডিক্লারেশন আসলে কি সে বাচ্চার স্বীকৃতি চাইত? লুকিয়ে রাখত না? ধরলাম, শাকিব না করেছে বলতে। কিন্তু মা হয়ে সে কি করল?’
স্ট্যাটাসের শেষ দিকে এসে বুবলি লিখেন, ‘আর হ্যাঁ, সহশিল্পীদের সবার সাথে সবার ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেটা আমার সাথে শাকিবের আছে এবং থাকবে। তাকে অনেক শ্রদ্ধা করি যেটা একদিনে তৈরি হয় না যে একদিনে কমে যাবে। বিকজ, শাকিব খান ইজ আওয়ার প্রাইড অ্যান্ড অলওয়েজ উইল বি।’
প্রায় পাঁচ বছর আগের ঘটনার একই পুনরাবৃত্তি ঘটালেন বুবলি। এ যেন দক্ষিণী ছবির হিন্দি রিমেক। সেই বুবলি নিজের সন্তানকে লুকিয়ে রেখেছেন আড়াই বছর। অবশেষে গত ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে একদিন পরেই সন্তাননের ছবিসহ পোস্ট করেছেন ফেসবুকে।
অপুকে জ্ঞান দেয়া বুবলি নিজেই নিজের মাতৃত্বর আনন্দকে জলাঞ্জলি দিয়ে দাঁড় করানোর চেষ্টা করেছেন ক্যারিয়ার। সাংবাদিকরা বারবার প্রশ্ন করলেও এড়িয়ে গেছেন নিজের সন্তানের কথা। সন্তান জন্ম দিতে গিয়ে প্রায় ৯ মাসের আড়াল ভেঙে ফিরে এসে শুটিং করেছেন বেশ কযেকটি ছবির। পাশাপাশি নায়ক হিসেবে শাকিবকে বদলে চেষ্টা করেছেন অন্য নায়কের সঙ্গে জুটি করার।
সন্তানের ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে গতকাল থেকেই বুবলির ওই পোস্ট নতুন করে সামনে এনেছেন ভক্তরা। জানিয়ে দিচ্ছেন অপুকে জ্ঞান দিলেও তার পরিণতিও একই।
আবার ভক্তরা অনুমান করছেন, অপু যেমন বুবলির কারণে সব প্রকাশ করেছেন তেমনি অন্য শাকিবের প্রতি কোনো নায়িকার প্রভাবেই কি বুবলি সব ফাঁস করে দিলেন?
সময় বলতে পারে সবকিছু!