চার বছর পর নতুন সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার নতুন ছবির ‘ওমর’। তবে নাম প্রকাশ হলেও এখনো তাতে কে কে অভিনয় করবেন, সেটা জানাননি এই পরিচালক। তার ভাষায়, ‘আপাতত চমক’ হিসেবেই থাকছেন অভিনয়শিল্পীরা।
তবে ‘ওমর’ কেমন চলচ্চিত্র, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যে ধরনের ছবি বানিয়ে এসেছি, সেগুলোর চেয়ে এটাও একটু আলাদা ঘরানার। অনেকটা মিস্ট্রি থ্রিলার। তবে গল্পের বাঁকে বাঁকে অনেক টুইস্ট পাবেন দর্শক।’
তিনি জানালেন, এ বছরের জুন-জুলাইতে শুরু হবে নতুন এই ছবির শুটিং। আসন্ন ঈদুল ফিতরের আগেই নায়ক-নায়িকা চূড়ান্ত করে তাদের নাম ঘোষণার ইচ্ছা আছে তার।
নতুন ছবির চিত্রনাট্য তৈরি করেছেন সিদ্দিক আহমেদ। এটি প্রযোজনা করবেন খোরশেদ আলম। মাস্টার কমিউনিকেশন্স ছবিটি নির্মাণে যুক্ত থাকবে।
উল্লেখ্য, ‘ওমর’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ চলচ্চিত্র। ২০১১ সালে মুক্তি পায় তার প্রথম ছবি ‘প্রজাপতি’। এরপর ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা, ‘সম্রাট’ ও ‘যদি একদিন’।
বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সময় কাটাচ্ছেন বন্ধু-বান্ধবী আর প্রিয়জনদের সঙ্গে। নানা মুহূর্তই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এই নায়িকা।
যেখানে মাহিয়া মাহি লিখেছেন, ‘খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিকাছে...!’
তিনি লিখেন, ‘কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে জাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাব তোমার জন্য।’
এর পর মাহি লিখেছেন, ‘কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবো না, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো। খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।’
সবশেষে তিনি লেখেন, ‘সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে।
যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে মুচড়ে দিবে...। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসঙ্গে রাখবে।’
এর আগে ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। চার বছরের মাথায় ২০২০ সালে বিবাহবার্ষিকীর কয়েক দিন আগে অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি।
এরপর ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহি। সেই সংসারও টেকেনি। গেল বছরের ফেব্রুয়ারিতে হঠাৎই এক ভিডিও বার্তায় রকিবের সঙ্গে বিচ্ছেদের খবর জানান মাহি।
আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এক বছরের মেয়েসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার গতকাল বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বাসার গৃহকর্মীকে নির্যাতন ও মারধরের বিষয়ে একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী পিংকি আক্তার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নির্যাতনের বর্ণনা দিয়ে পিংকি আক্তার জানান, এক মাস আগে আমি কাদের নামে এক ব্যক্তির মাধ্যমে চিত্রনায়িকা পরীমনির বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় কাজ পাই। আমার দায়িত্ব ছিল পরীমনির এক বছর বয়সি মেয়ের দেখাশোনা করা এবং তাকে খাবার খাওয়ানো। তার বাচ্চাকে প্রতি দুই ঘণ্টা পরপর খাওয়ানো হয়। তবে আমাকে বাচ্চার দেখাশোনার জন্য নিয়ে আসা হলেও, আমাকে বাসার অন্যান্য কাজও করতে হয়।
গত বুধবার আমি শিশুটিকে বসিয়ে বাজারের লিস্ট করছিলাম, তখন শিশুটি কান্না শুরু করে। এ সময় সৌরভ নামে এক ব্যক্তি, যিনি মাঝেমধ্যে পরীমনির বাসায় আসেন, বলেন শিশুকে সলিড খাবার দিতে। আমি জানাই, সে কিছুক্ষণ আগেই সলিড খাবার খেয়েছে, এখনো দুই ঘণ্টা হয়নি। সময় না হলে সলিড খাবার দেওয়া ঠিক নয়। আমি একটু কাজ করি, তারপর দুধ খাওয়াই।
আমি এখানে এসে জেনেছি, আমার আগে যে গৃহকর্মী ছিলেন, তিনিও বাচ্চাটা কান্না করলে মাঝেমধ্যে দুধ দিতেন। এই কথা বলে আমি বাচ্চাটার জন্য দুধ রেডি করছিলাম। এরই মধ্যে চিত্রনায়িকা পরীমনি মেকআপ রুম থেকে বের হয়ে আমাকে তুই-তোকারি করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন, আমি কেন বাচ্চার জন্য দুধ নিয়েছি। আমি তখন তাকে বললাম, যেহেতু সলিড খাবার দেওয়ার সময় এখনো হয়নি, তাই আমি দুধ নিয়েছি।
পিংকি জানান, এ সময় পরীমনি মেকআপ রুম থেকে বেরিয়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে বলেন– বাচ্চা কি তোর না আমার? এরপর তিনি আমাকে ক্রমাগত থাপ্পড় দিতে থাকেন এবং মাথায় জোরে জোরে আঘাত করতে থাকেন।
তিনি যখন আমাকে থাপ্পড় দিতে শুরু করেন, তখন আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে ছিলাম। আমি ভেবেছিলাম, তিনি হয়তো দুই-একটি থাপ্পড় দিয়ে থেমে যাবেন। কিন্তু তিনি থামলেন না, উল্টো আমার মাথায় আরও জোরে আঘাত করতে থাকলেন। তার মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে অনেক জোরে একটি থাপ্পড় মারেন। এই থাপ্পড়ের কারণে আমি এখনো বাম চোখে কিছু দেখতে পাই না।
ভয়ংকর এই মারধরের পর আমি জোরে জোরে কান্না করতে থাকি এবং তাকে বলি, আমি আর পারছি না, আমাকে হাসপাতালে নিয়ে যান। তখন তিনি আমাকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলেন, তুই এখান থেকে কোথাও যেতে পারবি না। তোকে এখানেই মারব এবং এখানেই চিকিৎসা করব। এই কথা বলে তিনি আবারও আমাকে মারতে আসেন। তখন সৌরভ তাকে বাধা দেন। সৌরভ কেন বাধা দিলেন, এই কারণে পরীমনি তাকেও গালাগাল করেন। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই।
পিংকি আক্তার জানান, প্রায় এক ঘণ্টা পর আমার জ্ঞান ফেরে। তখন বাসার আরেকজন গৃহকর্মী, বৃষ্টিকে আমি বলি, ‘আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন বৃষ্টি আমাকে বলেন, পরীমনি ঘুমিয়েছেন, তাকে এখন ডিস্টার্ব করা যাবে না।
তখন আমি লুকিয়ে বাথরুমে গিয়ে কাদের ভাইকে ফোন দিই, তাকে পুরো ঘটনা জানাই এবং সাহায্য চাই-সে যেন আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেও আমাকে বলেন, পরীমনি এখন যদি ঘুমিয়ে থাকেন, তাহলে তাকে ডিস্টার্ব করা যাবে না। আর কোনো উপায় না দেখে আমি বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করি এবং পুলিশকে জানাই, তারা যেন আমাকে উদ্ধার করে নিয়ে যায়।
এরই মধ্যে আমি আমার এক কাজিনকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনি ঘটনা জানতে পেরে পরীমনির বাসার সামনে আসেন। একই সময় পুলিশও আসে পরীমনির বাসার সামনে। এ ঘটনা জানার পর পরীমনি বাসার আরেক গৃহকর্মী বৃষ্টিকে বলেন, আমাকে বাসার নিচে নামিয়ে দিতে। পরে বৃষ্টি আমাকে বাসার নিচে নামিয়ে দেন।
আমি তখন রিকশা নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। তার মারধরের কারণে আমি এখনো অসুস্থ। আমি প্রাথমিকভাবে থানায় একটি জিডি করেছি, পরবর্তীতে আমি আরও আইনি পদক্ষেপ গ্রহণ করব তার বিরুদ্ধে।
বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জির নতুন ছবি কিলবিল সোসাইটি। সেখানেই প্রথমবার জুটি হিসেবে দেখা মিলবে কৌশানি মুখার্জি এবং পরমব্রত চ্যাটার্জিকে। এই ছবিতে তাদের একটি চুম্বন দৃশ্যও থাকবে। আর সেই চুম্বন দৃশ্য নিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে অভিনেত্রীকে।
যদিও পরে ঠিকঠাক শট দিতে পেরেছেন তিনি। সেই সঙ্গে পর্দার সহ-অভিনেতা পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনাও করেন কৌশানি।
ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচালক সৃজিত মুখার্জির ২০১২ সালের সিনেমা ‘হেমলক সোসাইটি’র আদলে সৃজিত এবার নির্মাণ করছেন ‘কিলবিল সোসাইটি’। পূর্বের মতো সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি।
তবে কোয়েল মল্লিকের পরিবর্তে নেওয়া হয়েছে কৌশানি মুখার্জিকে। ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় পরমব্রত-কৌশানির চুম্বন দৃশ্য রয়েছে। প্রথমবার সিনেমায় চুম্বন দৃশ্যে অভিনয় করলেন কৌশানি।
‘কিলবিল সোসাইটি’ সিনেমায় চুমুর দৃশ্য প্রসঙ্গে কৌশানি মুখার্জি বলেন, ‘সৃজিতদা আমাকে প্রথম ফোন করে ডাকেন।
জিজ্ঞাসা করেন, ‘তোর চুমু খেতে অসুবিধা আছে?’ আমি বলেছিলাম, ‘হ্যাঁ, অসুবিধা তো নিশ্চয়ই আছে।’ তারপর সৃজিতদা জানান, সিনেমায় চুমু খাওয়াটা চিত্রনাট্যের জন্য জরুরি। আমি চিত্রনাট্য শুনলাম, শুনে আর না বলার প্রশ্নই ছিল না। কী অসাধারণ গল্প! সৃজিতদার সঙ্গে আমিও সহমত, কিছু জায়গায় গল্পের খাতিরে ওই দৃশ্যটা প্রয়োজনীয়। আর চুমু খাওয়াটাই তো সব নয়।
বুঝেছিলাম ওই চরিত্রের নিশ্চয়ই অন্য অনেক কিছু করার আছে, তারপর কথাবার্তা এগিয়ে যায়।’
চুম্বন দৃশ্যে নিজেকে মানিয়ে নেওয়ার কথা স্মরণ করে কৌশানি মুখার্জি বলেন, ‘এখন এটা অনায়াসে বলতে পারি, আমার অভিনীত সেরা চরিত্র এটি। পর্দায় ঠোঁট ঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য। এর আগে কিন্তু বনির সঙ্গেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি।’
পরমব্রতকে ইমরান হাশমির সঙ্গে তুলনা করে কৌশানি মুখার্জি বলেন, ‘শটের আগে আমি ভীষণ চাপে ছিলাম। সকাল থেকে হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল। কারও সঙ্গে কথা বলছিলাম না। আমার বিপরীতে পরমদা, পরমব্রত চ্যাটার্জি। পরমদা তো ইমরান হাশমি, দারুণ চুমু খায়। পর্দায় অনেককে চুমু খেয়েছে। তবে সৃজিতদাকে বলে রেখেছিলাম, এটা যেন এক টেকেই হয়ে যায়। এই দৃশ্যের রিটেক করা যাবে না।’
পরমের সঙ্গে চুমুর দৃশ্যে প্রেমিক বনি সেনগুপ্তের আপত্তি ছিল বলেও জানান কৌশানি। অভিনেত্রী বলেন, ‘সঙ্গী হিসেবে তো যে কারও অসুবিধা হবে। বাড়ি ফেরার পর কিছুক্ষণ নিস্তব্ধ একটা পরিস্থিতি ছিল। আমি ওর জীবনে আসার আগে পর্দায় বনি চুম্বন দৃশ্যে অভিনয় করেছে। ‘বরবাদ’ সিনেমায় ঋত্বিকার সঙ্গে ঠোঁটঠাসা চুমুর দৃশ্যে অভিনয় করেছে। আমরা সম্পর্কে আসার পর এটা পর্দায় প্রথম চুমু। একটা চ্যালেঞ্জ তো ছিলই, সেটা অতিক্রম করতে হয়েছে। এটা হওয়ারই ছিল।’
‘কিলবিল সোসাইটি’ পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সৃজিত। পরমব্রত-কৌশানি ছাড়াও ‘কিলবিল সোসাইটি’ সিনেমায় অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, সৌমেন চক্রবর্তী প্রমুখ। আগামী ১১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
বিয়ের পর প্রথম ঈদ বলে কথা। এ কারণে এবারের ঈদটা অন্যরকম হয়ে থাকবে লাক্স-চ্যানেল আই সুপারস্টার তারকা মেহজাবীন চৌধুরীর। যদিও তার ভাষ্য, কেবল অন্যরকমই নয়, ঈদটা হয়ে থাকবে স্মরণীয়। তবে এবারের ঈদে ঠিক কি কি করবেন তা নির্দিষ্ট করে বলতে পারেননি ছোটপর্দার এই শীর্ষ অভিনেত্রী। শুধু বলেছেন ‘দুই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব নিয়ে ঈদটা বাসায় করব।’ যদিও এখন তিনি আর ছোটপর্দার তারকা নয়, ছোট পর্দার গণ্ডি পেরিয়ে কোজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমাতেও। যেখানেই তিনি অভিনয় করেন না কেন, সেখানে থেকেই সাফল্য ছিনিয়ে আনেন এই তারকা।
গত ১৪ ফেব্রুয়ারি প্রযোজক-পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন মেহজাবীন চৌধুরী। জাঁকালো বিয়ের আয়োজনে কোনো খামতি ছিল না, সামাজিক যোগাযোগমাধ্যমেও চর্চায় ছিলেন তারা। বিয়ের পর হানিমুনের প্রশ্নে মেহজাবীন চৌধুরী জানালেন, ব্যস্ততার কারণে আপাতত হানিমুনের কোনো পরিকল্পনা তারা করেননি। তার ভাষ্যে, ‘যদি যাওয়া হয়, সেটা পরে।’ পাশাপাশি এবারের ঈদে তার কাজের কথাও জানালেন তিনি। ঈদে তাকে মাত্র একটি নাটকে দেখা যাবে। নির্মাতা প্রবীর রায় চৌধুরীর ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি ঈদের দিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। নাটকটি ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পিছিয়ে ঈদে প্রচারিত হচ্ছে।
ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক নাটকের জন্য আলাদা পরিচিতি পান মেহজাবীন। ধীরে ধীরে রোমান্টিক চরিত্রের গণ্ডি ছাড়িয়ে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। মাঝখানে তিন বছরের বেশি তাঁকে রোমান্টিক নাটকে দেখা যায়নি। একপর্যায়ে মেহজাবীনের অনুরাগীরা রীতিমতো দাবি তুলেছিলেন, মেহজাবীনকে রোমান্টিক নাটকে চাই। এর মধ্যেই মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান জুটিকে নিয়ে বেস্ট ফ্রেন্ড ২.০-এর ঘোষণা দেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী। ২০১৮ সালে বেস্ট ফ্রেন্ড নাটকে প্রথমবার প্রবীর রায় চৌধুরীর সঙ্গে কাজ করেন মেহজাবীন চৌধুরী। নাটকটি আলোচিত হয়েছিল। পরে ‘বেস্ট ফ্রেন্ড ২’ ও ‘বেস্ট ফ্রেন্ড ৩’ তৈরি করেন নির্মাতা।
‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এর গল্পে দেখা যাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শুভ্র (জোভান) ও পুষ্পিতা (মেহজাবীন চৌধুরী) বড় অভিনয়শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নের পিছু ছুটতে গিয়ে বন্ধুত্বের সম্পর্কটা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়? জানতে নাটকটা দেখতে হবে। আবারও মেহজাবীন ও জোভান জুটিকে নেওয়ার বিষয়ে প্রবীর রায় চৌধুরী গতকাল জানালেন, শুরু থেকেই বেস্ট ফ্রেন্ড-এ জুটি হিসেবে আছেন তাঁরা। তাঁদের বাইরে গল্পটা ভাবতে পারেন না তিনি। পাশাপাশি দর্শকের প্রত্যাশার কথাও জানালেন। প্রবীর রায় বলেন, ‘গতবারের চেয়ে এবারের বেস্ট ফ্রেন্ড–এর আয়োজনটা বড়। গল্পটাও বড়। গল্পে বন্ধুত্বের পাশাপাশি পারিবারিক বোঝাপড়াটাও থাকছে।’
১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে গত বছর ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। এতে মালতী রানী দাশ নামের এক লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। ছবিটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। আরেক সিনেমা ‘সাবা’ নিয়ে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরছেন তিনি। ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছে।
প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ইত্যাদি। ঈদ এলেই সব শ্রেণি-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি দেখার জন্য। এবারের ইত্যাদি ধারণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ব্লু স্কাই গার্ডেন সংলগ্ন একটি দৃষ্টিনন্দন স্থানে। গার্ডেনের লেকের সামনে বিশাল স্থানজুড়ে নির্মিত নান্দনিক সেটে ধারণ করা হয় এবারের ইত্যাদি। বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। ইত্যাদির ঈদ পর্বে গত তিন দশক ধরেই শত শত মানুষ নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে বর্ণাঢ্য আয়োজনে এই গানটি পরিবেশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারে এই গানটি পরিবেশন করবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের সম্মিলিত বর্ণিল পরিবেশনা ও স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের অংশগ্রহণে পুরো স্টেডিয়ামজুড়ে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।
এবারের ইত্যাদির চমকানো সব বিষয়ের মধ্যে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। এবারের ঈদ ইত্যাদির ‘দেশের গানটি’তে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন। তাদের সঙ্গে রয়েছে এই প্রজন্মের দশজন জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল, রাজিব, অয়ন চাকলাদার, রাশেদ, সাব্বির জামান, সিঁথি সাহা, অবন্তী সিঁথি, আতিয়া আনিসা, মালিহা তাবাসসুম খেয়া ও সানিয়া সুলতানা লিজা। ‘ও বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ’ শিরোনামে গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।
ঈদের বিশেষ ইত্যাদির বিশেষ চমক হচ্ছে এই প্রথম একসঙ্গে ইত্যাদির একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। আর একটি গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদির নাচ মানেই বর্ণাঢ্য আয়োজন, প্রতিবারই চেষ্টা করা হয় নাচের মিউজিক, বিষয়, চিত্রায়ণে বৈচিত্র্য আনতে। এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করা হয়েছে। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন এই সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি ও পারসা ইভানা। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ। নাচটির সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।
ইত্যাদির প্রতিটি পর্বই সাজানো হয় নির্দিষ্ট কিছু বার্তা দিয়ে। এবারও আছে বেশ কিছু সমাজ সচেতনতামূলক পর্ব। এর মধ্যে অনলাইনকেন্দ্রিক তিনটি ভিন্ন ঘটনা, সুরে সুরে তুলে ধরেছেন তিন জনপ্রিয় দম্পতি। তারা হলেন, শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ দম্পতি। আর মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েন নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপ শিল্পী মাহমুদুল হাসান। সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় দেখার চোখ ও বিবেকের চোখ নিয়ে। এই পর্বে অংশগ্রহণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী।
প্রায় দুই যুগ ধরে ইত্যাদিতে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, বিভিন্ন গ্রামীণ খেলাধুলা, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে। এর ফলে বিদেশিদের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে আমাদের সংস্কৃতি। নাচ-গান ও গ্রামীণ জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে তুখোড় অভিনয় সমৃদ্ধ এবারের পর্বের বিষয় ‘গুজব’। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।
গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সী তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান বানিয়ে যাচ্ছেন। তার কথা ও সুর অনেক জনপ্রিয় সংগীতশিল্পীর কণ্ঠেই দারুণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই সময়ে এসেও গান নিয়ে ব্যস্ততার কমতি নেই তরুনের। অন্যদের জন্য যেমন লিখছেন-সুর করছেন, তেমনি নিজেও গাইছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে আসছে তার নতুন গান চিত্র। শিরোনাম ‘নিজেরে বুঝি না’। গানটি কণ্ঠে তোলার পাশাপাশি এর কাব্যমালা সাজিয়ে তাতে সুর ও সংগীতায়োজন করেছেন তরুন নিজেই। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটিতে তরুন মুন্সীর সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে ইপ্সিতা শবনমকে। নতুন এই গান নিয়ে তরুন মুন্সী বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেটা বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করছি। আশা করছি গানটিতে নতুনত্বে ছোঁয়া পাবেন শ্রোতারা।’ ঈদে গানটির মিউজিক ভিডিও অবমুক্ত করা হবে ধ্রুব মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে নিয়ে বছরজুড়েই শোরগোল পড়ে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েক দিন পর পরই নতুন নতুন ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। সোজাসাপটা কথা বলার জন্য অনেকেই তাকে ‘ঠোঁটকাটা’ বলেও মন্তব্য করেন। বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট করা নিজের বক্তব্য নিয়েও সমালোচনার মুখে পড়েন স্বস্তিকা। সেগুলো নিয়েও ব্যাখ্যা দেন এই অভিনেত্রী। হোক সেটা কাজের জন্য হোক বা ব্যক্তিগত জীবন। সম্প্রতি তিনি এমন একটি ছবি পোস্ট করেছে যা দেখে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তার ব্যক্তিগত জীবন। প্রশ্ন উঠছে অভিনেত্রী কি ফের প্রেম করছেন?
অভিনেত্রী বর্তমানে কলকাতার পাশাপাশি অনেকটা সময় মুম্বাইতে কাটাচ্ছেন। কিন্তু এদিন তিনি যে ছবিটি শেয়ার করেছেন সেটা পুদুচেরিতে তোলা। সেটা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। কী আছে সেই ছবিতে? অনেকটা দূর থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে পাথরের ওপর একটি জুটি বসে। খুবই ঘনিষ্ঠভাবে পাশাপাশি বসে আছেন তারা। মুখ স্পষ্ট নয় যদিও। তবে তাদের সামনে থাকা দিগন্ত বিস্তৃত সমুদ্র ভাসছে পূর্ণিমার চাঁদের আলোয়। এই ছবিটি পোস্ট করে টেক্কা অভিনেত্রী রবিঠাকুরের গানের লাইন ধার করে লেখেন, ‘তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা।’
যদিও ছবিতে থাকা মহিলাটি তিনিই কি না সেটা স্পষ্ট নয়। তিনি ছবিটি তুলে থাকতে পারেন আবার ছবির মহিলাটিও তিনি হতে পারেন। তবে এমন রোম্যান্টিক লাইন দিয়ে ছবিটি পোস্ট করায় তার অনুরাগীদের অনুমান অভিনেত্রী ফের প্রেমে পড়েছেন। এই বসন্তেই তার জীবনে লেগেছে প্রেমের রং। নেটপাড়ার অনুমান প্রেমিকের সঙ্গে পুদুচেরি বেড়াতে গিয়েছেন অভিনেত্রী সেখানেই তুলেছেন এই ছবিটি।
অনেকেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি প্রেমে পড়েছেন ভেবে। কেউ আবার জানতে চেয়েছেন তার সঙ্গে থাকা লোকটি কে? কারও আবার প্রশ্ন অভিনেত্রী কি নতুন করে প্রেমে পড়েছেন সত্যিই? কোনো কোনো নেটিজেনের মতে এভাবেই একটু অন্যভাবে প্রেমিকের সঙ্গে আলাপ করালেন অভিনেত্রী। যদিও আসল ব্যাপারটা কি সেটা স্পষ্ট নয়।
অনিশ্চয়তার কবল থেকে মুক্ত হলো ভাইজানখ্যাত বলিউড তারকা সালমান খানের সিকান্দর সিনেমাটি। মূলত প্রতিবছর ঈদ উপলক্ষে বলিউড সিনেমা মুক্তি পায়। তার মধ্যে সালমানের একটা সিনেমা থাকেই। এবার ঈদেও তার নতুন ছবি সিকান্দরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। দিনক্ষণও ঠিক করা হয়। কিন্তু এরই মধ্যে ছবিটির মুক্তি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। অনিশ্চয়তার কবলে পড়ে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে পরিণত হওয়া সালমান-রাশমিকার এই চলচ্চিত্রটি। তবে গত রোববার মুক্তির বিষয়টি নিশ্চিত করে ছবিটির ট্রেলার। আর এই ট্রেলারেই প্রকাশের মাধ্যমেই সালমান-ভক্তদের মাঝে তো বটেই, নেটপাড়াতেও চলছে বেশ শোরগোল।
দর্শক যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই হলো। ট্রেলারে একবারে ধামাকাদার এন্ট্রি নিলেন ‘সিকান্দর’ সালমান খান। এর আগে প্রকাশিত টিজারে অবশ্য এমনই এক ঝলক মিলেছিল। এবার তারই প্রতিচ্ছবি দেখা গেল ট্রেলারে। তিন মিনিট সাইত্রিশ সেকেন্ডের ট্রেলার একদম অ্যাকশন প্যাকড বলা চলে। সঙ্গে সালমানের নিজস্ব ভঙ্গিতে দুরন্ত সংলাপ। নাচে, গানে, অ্যাকশনে, ড্রামায় ভরপুর ট্রেলার থেকে চোখ ফেরানো দায়। অনেক দিন পর সুপারস্টার সালমানকে আবার দেখা গেল পুরোনো মেজাজে। বলিউডের আশি-নব্বয়ের দশকের অ্যাকশন ঘরানার ছবির ফ্লেভার নিয়ে হাজির ‘সিকান্দর’। অভিনেতাকে আরও একবার লার্জার দ্যান লাইফ অবতারে দেখে দারুণ খুশি ভক্তরা।
গত রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ট্রেলারের আনুষ্ঠানিক প্রকাশ করেন সালমান স্বয়ং। অনুষ্ঠানে ভাইজান হাজির হয়েছিলেন ৮৯ বছর বয়সি বাবা সেলিম খানকে সঙ্গী করে। ছবির পরিচালক এ আর মুরুগাদোস, নায়িকা রশ্মিকা মন্দানাসহ অন্য তারকারাও ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন। ট্রেলারে যেমন অ্যাকশন অবতারে সালমান খান নজর কেড়েছেন তেমন রাশমিকা-সালমানের রোমান্সের ঝলকও চোখে পড়ার মতো। ট্রেলারে দেখা যাচ্ছে ‘সিকান্দর’ সালমান খান সমাজের অন্যায়ের বিরুদ্ধে সরব। সমাজকে শোধরাতে একা হাতে দায়িত্ব তুলে নেয় ‘সিকান্দর’।
‘শত্রুদের ত্রাস, দুস্থদের রবিনহুড’ হয়ে একেবারে মারকাটারি ইমেজে হাজির সালমান। যারা অ্যাকশন মুভি দেখতে ভালোবাসেন সালমানের ‘সিকান্দর’ যে তাদের মন ভরাবেই সেকথা বলাই যায়। এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী ৩০ মার্চ বড়পর্দায় আসছে ছবিটি। অতঃপর এবারের ইদে অনুরাগীদের জন্য সালমানের ‘ইদি’ যে ‘সিকান্দর’-ই হতে চলেছে, তা বেশ বোঝা যাচ্ছে। এবার সালমানের ব্লকবাস্টার প্রত্যাবর্তনের অপেক্ষা মাত্র!
উল্লেখ্য, সিকান্দর ছবির মাধ্যমে দীর্ঘ প্রায় এক দশক পর আবারও দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বলিউড সুলতান সালমান খান। এর আগে ২০১৫ সালে সুরাজ বারজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধান পায়ো’ ছবিতে প্রেম নাম নিয়ে অভিজাত লুকে ক্যামেরার সামনে হাজির হন সালমান। এই ছবিতে সালমান খানকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘মরার কোকিলে’, ‘আর কতদিন’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে’সহ অসংখ্য জনপ্রিয় গানের নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। এখনো ভক্ত-অনুরাগীদের কাছে তার গায়কী ও কণ্ঠের আবেদন আগের মতোই অম্লান। ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও ‘উত্তরবঙ্গের দোয়েল’খ্যাত বাংলাদেশের জনপ্রিয় এই গায়িকা ও গীতিকবি লম্বা সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করার পর শেখ হাসিনা সরকারের পর দেশে ফেরেন। দেশে ফিরেই আবারও সেই চেনা ছন্দে ফিরে আসেন এই বহুমুখী প্রতিভা। এক এক করে গানের সব মাধ্যমে সরব হচ্ছেন নন্দিত এই কণ্ঠশিল্পী।
সেই ধারাবাহিকতায় দীর্ঘ ২০ বছর পর আবারও নিজের প্রিয় প্রাঙ্গণ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ফিরলেন বেবী নাজনীন। ঈদের বিশেষ একক সংগীতানুষ্ঠনের জন্য রাষ্ট্রীয় এই টিভি চ্যানেলে তাকে আমন্ত্রণ জানানো হয়। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত রেকর্ড করা হয় ‘প্রিয়তম একটু শোনো’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানের ৮টি গান। সে তালিকায় রয়েছে দেশজুড়ে আলোড়ন তোলা গান ‘দু’চোখে ঘুম আসেনা’, ‘কাল সারারাত’, ‘মধুচন্দ্রিমা এই রাতে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘দারুণও বরষায় নদী’, ‘প্রিয়তম একটু শোনা’ ও ‘বন্ধু তুমি কই’। পাশাপাশি রেকর্ড করা হয় ‘খোলা হাটের বালুচরে’ শিরোনামে একটি আঞ্চলিক বিয়ের গান। অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে কবিরুল ইসলাম রতনের পরিচালনায় তিনটি গানে আলাদাভাবে কোরিওগ্রাফি করা হয়েছে। অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজনের দায়িত্বে ছিলেন আফরোজা সুলতানা।
এ আয়োজন নিয়ে শিল্পী বেবী নাজনীন বলেন, ‘ঈদ উৎসবকে আনন্দময় করে তুলতেই দর্শক-শ্রোতার প্রিয় কিছু গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। নির্মাণেও আছে নান্দনিকতার ছাপ। সবমিলিয়ে অনুষ্ঠানটি অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’ দুই দশক পর বিটিভিতে ফেরা নিয়ে এই শিল্পী আরও বলেন, ‘বিটিভি শুধু রাষ্ট্রীয় টিভি চ্যানেলেই নয়, সেই সঙ্গে বহু শিল্পী ও তারকার আঁতুড়ঘর। দশকের পর দশক পেরিয়ে গেছে, তারপরও যেখানে গান গাওয়া যেভাবে বঞ্চিত করা হয়েছে, তার ইতি টানা প্রয়োজন মনে করেননি কেউ। রাজনৈতিক কারণে শিল্পীদের অদৃশ্য এক কালো তালিকা তৈরি করে সেখানে একরকম প্রবেশ নিষিদ্ধ করে রাখা হয়েছিল। একজন শিল্পী হিসেবে জাতীয় গণমাধ্যমে গাইতে না পারা কষ্ট কেমন, তা গত দুই দশক ধরে তা উপলদ্ধি করেছি। অবশেষে রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে বিটিভিতে ফিরে আসা। এই ফেরা অন্যরকম এক ভালো লাগার। এখন আমার একটাই চাওয়া, অতীতের ঘটনাগুলোর যেন আর পুনরাবৃত্তি না ঘটে। প্রতিটি শিল্পী যেন স্বাধীনভাবে প্রচার মাধ্যমগুলোয় নিজস্ব সৃষ্টি ও প্রতিভা তুলে ধরার যেন সুযোগ পান।’
এদিকে বিটিভির পাশাপাশি বিভিন্ন চ্যানেলের আরও কয়েকটি ঈদ অনুষ্ঠানে দেখা মিলবে বেবী নাজনীনের। এরই মধ্যে জিটিভির ‘টাইমলাইন বাংলাদেশ’ এবং একাত্তর টিভিতে জীবনীভিত্তিক একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। শিগগিরই অংশ নেবেন যমুনা টিভির ‘যমুনার নিমন্ত্রণে’ অনুষ্ঠানে।
‘ব্ল্যাক ডায়মন্ড’ ও ‘উত্তরবঙ্গের দোয়েল’খ্যাত শিল্পী বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার চার দশকের বেশি সময়ের। দীর্ঘ এই সংগীত সফরে তিনি টিভি, চলচ্চিত্র, বেতারসহ দেশ-বিদেশের মঞ্চে গান করে কুড়িয়েছেন অগণিত শ্রোতার ভালোবাসা। তার গাওয়া ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দু’চোখে ঘুম আসে না’, ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘মরার কোকিলে’, ‘আর কতদিন’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘প্রিয়তমা’সহ অসংখ্য গান আজও শ্রোতাদের মনে অনুরণন তুলে যাচ্ছে।
অনিন্দ্য কণ্ঠ আর অনবদ্য গায়কীর জন্য তিনি ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অগণিত পুরস্কার ও সম্মাননায়। সংগীত সাধনার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও এখন ব্যস্ত সময় কাটছে এই শিল্পীর। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সঙ্গে।
এই ঢাকা এই কলকাতা- প্রায় এক দশক ধরে এভাবেই চলছে দুই বাংলার আলোকিত তারকা জয়া আহসানের ব্যস্ততা। তবে শুরু থেকেই ঢাকার চেয়ে টালিগঞ্জের সিনেমাকে বেশি প্রাধান্য দিয়ে আসছেন এই অভিনেত্রী ও প্রযোজক। কিন্ত যেখানেই তিনি হাত দিচ্ছেন কিংবা পা বাড়াচ্ছেন সেখান থেকেই সাফল্য ছিনিয়ে আনছেন দুই বাংলার এই আলোকিত অভিনেত্রী। পাশাপাশি প্রশংসাও কুড়াচ্ছেন সমানতালে। এবার পরিচালক আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’-তে জয়া নতুনভাবে নিজেকে তুলে ধরেছেন জয়া আহসান। গত শনিবার সন্ধ্যা ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার। শেয়ার করা ট্রেলার দেখা যায়, সাধারণ সরকারি চাকরিজীবী রুনা লায়লা চরিত্রে রয়েছে জয়া আহসান।
ট্রেলারে আরও দেখা যায়, মধ্যবিত্ত গৃহিণীর এক গল্পকে কেন্দ্র করে এগোবে এ সিরিজ। টানাপড়েনের এ সংসারে এক সময় রুনার লোভ হবে তার টাকা-পয়সা বাড়ি-গাড়ি সবই চায়। এরপর রুনার জীবনে পরিবর্তন হতে থাকে। তার হাতে শুধু থাকে টাকা আর টাকা। এত টাকা কোথায় পেল রুনা? তা জানতে হলে আপনাকে দেখতে হবে জিম্মি। ঈদ উপলক্ষে আগামী ২৮ মার্চ হইচইতে মুক্তি পাবে।
সিরিজটি নিয়ে অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ। নিপুণ যেভাবে যা যা বলেছে, আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। বাকিটা এখন আমার দর্শকের ওপর। তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে। নির্মাতা আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মিতে আমার চরিত্রটা আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র।’
সিরিজটি নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি জিম্মির মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শককে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’
প্রসঙ্গত, আশফাক নিপুণ পরিচালিত এ সিরিজে আরও অভিনয় করেছেন- ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকের।
তরুণ মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের নতুন অ্যালবাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’ প্রকাশের পর থেকে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এক সময়ের আলোচিত প্রেমিক কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটে সেলেনার। বিচ্ছেদের পর দুজনই আলাদা জীবন শুরু করলেও গায়িকার নতুন গানে তার প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ উঠে আসায় ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এই গান কি বিবারকে উদ্দেশ্য করেই লেখা?
এই গানটি বিশেষভাবে আলোচিত হয়েছে এর আবেগপূর্ণ কথার জন্য। সেলেনা গোমেজ তার গানে প্রাক্তন প্রেমিকের স্বপ্নে এসে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এনেছেন, যা অনেক শ্রোতাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে তিনি হয়তো বিবারকেই ইঙ্গিত করছেন। প্রকাশিত গানের প্রি-কোরাসে গায়িকা গেয়েছেন, তোমার কথা ভাবি না, তোমাকে ছাড়া সুখী আছি এখন, আগের চেয়ে অনেক বেশি। গানটির কোরাসে তিনি গেয়েছেন, কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছিলাম, যেখানে তুমি বলেছিলে দুঃখিত যা কিছু ঘটিয়েছ, যা কিছু আমার উপর চাপিয়ে দিয়েছ তার জন্য দুঃখিত। গানের এই কথাগুলো মানসিক মুক্তির এক মুহূর্ত বর্ণনা করে, যদিও তা ঘটে শুধুই স্বপ্নের মাধ্যমে।
এদিকে ভক্তরা যখন এই গানের অর্থ বিশ্লেষণ নিয়ে ব্যস্ত, সেলিনা তখন বেনি ব্লাঙ্কোর সঙ্গে বর্তমান সম্পর্ক এবং বাগদত্তা নিয়ে মনোযোগী। তাদের এই যৌথ অ্যালবামটি শুধু অতীত অভিজ্ঞতাই নয় বরং তাদের প্রেমের গল্পও তুলে ধরেছে। মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, ব্লাঙ্কো সেলিনাকে তার সৃজনশীল প্রক্রিয়ার পুরো সময়ে সহায়তা করেছেন এবং তাদের কাজের আরামদায়ক পরিবেশেই এই অ্যালবামটি স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। এতে তাদের একে অপরের সঙ্গে পরিচয় হওয়ার আগের জীবন, প্রেমে পড়ার মুহূর্ত এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার গল্প ফুটে উঠেছে।
অ্যালবামটি ২১ মার্চ মুক্তির আগে গায়িকা তার অতীত সম্পর্ক নিয়ে গুজব হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরেছিলেন। ফলে ১৯ মার্চ স্পটিফাইয়ের একটি ভিডিওতে তিনি স্পষ্ট করে বলেন, আমি সবাইকে বলতে চাই যে এই অ্যালবামের বেশিরভাগই এমন বিষয় নিয়ে নয় যা সবাই ভাবতে পারে, আমি অনেক বদলেছি এবং নতুন মানুষের সঙ্গে জীবনযাপন করেছি।
কন্নড় সুপারস্টার যশের আসন্ন ছবি ‘টক্সিক’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে সব মহলে। এই ছবিতে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। জানা গেছে, কিয়ারা এই ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন। শুধু তাই নয়, কিয়ারা এখন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন। পিঙ্কভিলার প্রতিবেদনের অনুযায়ী, কিয়ারা আদভানি এই ছবির জন্য ১৫ কোটি টাকা নিয়েছেন। মূলত কিয়ারার পারিশ্রমিক তার সাম্প্রতিক ছবিগুলোর সাফল্য এবং ক্রমবর্ধমান জনপ্রিয়তার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী জানা গেছে, এসএস রাজামৌলির পরবর্তী ছবি SSMB29-এর জন্য প্রিয়াঙ্কা চোপড়াকে ৩৫ কোটি টাকা দেওয়া হচ্ছে। অন্যদিকে দীপিকা পাড়ুকোন ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য ২৩ কোটি টাকা নিয়েছেন। বোঝাই যাচ্ছে, হলিউড নায়িকা প্রিয়াঙ্কা অনেকটাই এগিয়ে আছেন সবার থেকে। যদিও খুব একটা পিছিয়ে নেই কিয়ারাও।
যশের ‘টক্সিক’ কবে আসবে?
‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নামের এই ছবিটি কন্নড় এবং ইংরেজি উভয় ভাষাতেই তৈরি হচ্ছে। ছবিতে কিয়ারা এবং যশ ছাড়াও ড্যারেল ডি’ সিলভা এবং অক্ষয় ওবেরয়ও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। প্রথমে ছবিটি এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
কাজ প্রসঙ্গে
কিয়ারা আদভানির কাজের কথা বললে, তাকে শিগগিরই হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে। এই ছবিটি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ।
নানামুখী প্রতিভার অধিকারী বিপাশা হায়াত। একাধারে তিনি চিত্রনাট্যকার, চিত্রশিল্পী, উপস্থাপক, সমাজকর্মী, মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। নব্বই দশকের টিভি পর্দায় যে কয়জন অভিনেত্রী সবচেয়ে বেশি পাদপ্রদীপের আলোতে থাকতেন তাদের মধ্যে বিপাশা হায়াত শীর্ষস্থানেই থাকবেন। তার অভিনয়ে এমনই মুগ্ধতা ছড়ানো ছিল যে আজও ছোট পর্দায় সে সময়ের দর্শক এখনো তাকে খুঁজে বেড়ান। তবে বর্তমানে অভিনয় থেকে একপ্রকার দূরে সরে গিয়ে চিত্রশিল্প নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি দেশ থেকেও দূরে রয়েছেন এই তারকা। বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে। আজ (২৩ মার্চ) এই অভিনেত্রীর জন্মদিন। তবে বিশেষ এই দিনটি নিয়ে আলাদা কোনো আয়োজন রাখেন না বিপাশা। প্রতিবারের মতো একান্ত ঘরোয়া পরিবেশে জন্মদিনের কেক কাটবেন তিনি। আমেরিকা থেকে বিপাশা হায়াত বলেন, ‘আমার ছেলেমেয়েরা রয়েছে যুক্তরাষ্ট্রে। তাই আপাতত অভিনয় করা হচ্ছে না। এখনো মাঝেমধ্যে অভিনয়কে খুব মিস করি। তবে পর্দায় না হলেও আমি আবার মঞ্চে ফিরতে আগ্রহী।’
বিপাশা হায়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। নব্বই দশকের অনেক টিভি নাটকের অভিনয় তাকে বাংলাদেশের অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে। মঞ্চনাটকেও তিনি সমানভাবে সফলতার পরিচয় দিয়েছেন। মুক্তিযুদ্ধের বছর ১৯৭১ সালের আজকের দিনে (২৩ মার্চ) দিনে জন্মগ্রহণ করেন তিনি। আজ তিনি পা রাখলেন জীবনের ৫৫তম বছরে। বিপাশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেন। নন্দিত অভিনেতা, পরিচালক ও লেখক আবুল হায়াতের বড় কন্যা তিনি। পারিবারিকভাবেই শিল্প-সংস্কৃতির সঙ্গে আবাল্য পরিচয় থাকায় এক সময়ে তিনিও হয়ে উঠেছেন জাতশিল্পী। আশির দশকে ‘খোলা দুয়ার’ নাটকে বাবার মেয়ে হয়েই অভিনয় শুরু করেন। এরপর যুক্ত হন নাগরিক নাট্যসম্প্রদায়ে। টিভি নাটকে প্রথমে আলোচনায় আসেন ‘অয়োময়’ ধারাবাহিক দিয়ে। ‘অয়োময়’-এর লবঙ্গ জনপ্রিয় এবং প্রশংসিত চরিত্র। ‘রূপনগর’ নাটকে বিপদে থাকা তৌকীরকে বিপাশা দিয়েছিল মানসিক সাপোর্ট। চমৎকার একটি চরিত্র ছিল। ‘থাকে শুধু ভালোবাসা’ নাটকে ফেরদৌসের বিপরীতে বিপাশার করুণ প্রেমের অভিনয় দর্শক আজও মনে করে।
পুরো নব্বই দশকজুড়েই বিপাশা ছিলেন শীর্ষ অভিনেত্রীদের মধ্যে একজন। এই সময় একঝাঁক গ্ল্যামার অভিনেত্রী ছিলেন পরবর্তীতে সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি তাদের। সেই সময়ে ছোট পর্দার অনেক অভিনেত্রীই বিজ্ঞাপনে মডেলিং করলেও সর্বোচ্চ পারিশ্রমিক বিপাশাই পেতেন। মডেলিং জগতেও খেতাব ছিল তার। একটা সময় পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। তবে যখনই ফিরে এসেছেন তখনই যেন স্বরূপেই নিজেকে আলোকিত করেছেন। জানা যায়, নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’-এ অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন বিপাশা। তবে কমার্শিয়াল ছবি করবেন না বলে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর দুটি মুক্তিযুদ্ধের সিনেমা ‘আগুনের পরশমনি’ ও ‘জয়যাত্রা’য় অভিনয় করেন। অভিনয়ের বাইরে বিপাশা যেমন নাট্যকারও, উপস্থাপক হিসেবেও সুপরিচিতি আছে এই তারকার। ‘বিপাশার অতিথি’ নামক একটা অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়েছিল। কবিতা আবৃত্তি ও গানেও বেশ ভালো দখল রয়েছে তার। তার অন্য আরেকটি প্রতিভা হলো তিনি একজন চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
বিপাশার জন্মদিন উপলক্ষে কথা হয় তার বাবা দেশবরেণ্য জীবন্ত কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, নাট্যনির্মাতা আবুল হায়াতের সঙ্গে। তিনি বলেন, ‘দেখতে দেখতে বিপাশা ৫৫ বছরে পা দিল। গত বছরই আমার বই প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে বিপাশা দেশে এসেছিল। তখন তার আম্মার চোখের অপারেশন হয়। মায়ের পাশে থেকে মায়ের চিকিৎসার পুরো দায়িত্বটা কাঁধে নিয়ে সবকিছু ঠিকঠাক মতো করে দিয়েই আবার আমেরিকায় ফিরে যায় বিপাশা। সেই সময়টাতে কিন্তু বিপাশা না আসলেও পারত, কিন্তু এই যে আমার বই প্রকাশনা, মায়ের চোখের চিকিৎসা-সবকিছু মিলিয়ে ওর মনটাও আসলে মানছিল না। তাই সুদূর আমেরিকা থেকে ঢাকায় চলে এসেছিল। এটা পরম সত্যি যে সন্তান পাশে থাকলে বাবা-মায়ের মনটাই আসলে অন্যরকম থাকে, শান্তি কাজ করে। ভীষণ সাহস আর জোর থাকে মনের ভেতর। বিপাশা নেই, কেমন যেন শূন্য শূন্য লাগে। দূর থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আল্লাহ তাকে, তার স্বামী-সন্তানকে ভালো রাখুন, সুস্থ রাখুন।’