বয়সে নব্বইয়ের বুড়ো। প্রাচীন উৎসব হিসেবে তকমা তো আছেই। তবুও এখনো ঝলমলে হয়ে ওঠে ভেনিস চলচ্চিত্র উৎসব। উৎসব মৌসুমের শুরুটা যেন ভেনিসেই শুরু হয়। এই আসরের ছবিগুলোই পরে কান, বার্লিন আর অস্কারে বাজিমাত করে।
গতকাল ৭৯তম আসরের শুরু হলো। কোভিড পেরিয়ে আবারও তারায় তারায় ঝলমলে হয়ে উঠবে ভেনিসের লালগালিচা। তারই সাজ সাজ রব দেখা গেল উদ্বোধনী দিনে। ১১ দিনব্যাপী চলবে এই আসর। তারই আগমনী বার্তা নিয়ে বর্ণিলে সেজেছে ইতালির উত্তরের এই শহর।
মার্কিন নির্মাতা নোয়া বামবাকের ‘হোয়াইট নয়েজ’ দিয়ে এবারের উৎসবের উদ্বোধন হলো। ডন ডেলিলোর ১৯৯০ সালের একই নামের উপন্যাস থেকে এই ব্ল্যাক কমেডি বানিয়েছেন নোয়া। নিজের গল্প দিয়ে দশ দশটি সিনেমা বানিয়ে ১১তম বারে বেছে নিলেন আরেকজনের গল্প। ছবিটি প্রযোজনায় ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স।
এবার নানা কারণেই উৎসবটি আলোচিত। উৎসবে প্রতিযোগিতা বিভাগে ২৩টি সিনেমা লড়বে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ বা গোল্ডেন লায়নের জন্য। ছয়টি মহাদেশের ১২টি দেশ থেকে অংশ নিচ্ছে সিনেমাগুলো। ৭৯তম এই আসরে আউট অব কম্পিটিশন ফিকশন ও নন-ফিকশন বিভাগে জায়গা করে নিয়েছে ১০টি করে সিনেমা। এ ছাড়া হরাইজন শাখায় ছয়টি সিনেমা মনোনয়ন পেয়েছে। হরাইজন এক্সট্রা বিভাগে ৯টি সিনেমা, ১২টি তথ্যচিত্র; আউট অব কম্পিটিশন সিরিজ বিভাগে দুটি ছয় পর্বের সিরিজ আছে। এসবের বেশির ভাগ সিনেমাই তরুণ নির্মাতাদের। এদের কেউ প্রথম, কেউ দ্বিতীয় বা তৃতীয় সিনেমা দিয়ে বিশ্বের এই সম্মানজনক উৎসবে জায়গা পেয়েছেন।
এবারের আসরে উল্লেখযোগ্য বেশ কিছু আয়োজন আছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে সহমর্মিতা জানাতে ‘ইউক্রেন ডে’ নামে থাকছে ৮ সেপ্টেম্বর একটি দিন। ইউক্রেনিয়ান ছবি, শিল্পী ও কলাকুশলীদের এদিন আলাদাভাবে গুরুত্ব দেওয়া হবে।
বিশ্বজুড়েই সরকারের কোপানলে জেল হাজত খাটতে হচ্ছে চলচ্চিত্র নির্মাতাদের। বিশেষ করে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির ওপর থেকে ইরান সরকারের খড়্গ নামছেই না। এটা নিয়ে থাকছে বিশেষ আয়োজন। বলে রাখা ভালো এবারের প্রতিযোগিতা বিভাগে পানাহির ছবি ‘নো বেয়ারস’ লড়াই করছে।
এবার ৯০ বছর পূর্তি উদ্যাপন করছে প্রাচীন এই উৎসবটি। তাই প্রথমবারের মতো অস্কার কর্তৃপক্ষ অংশগ্রহণ করছে উৎসবে। একাডেমির নতুন প্রধান নির্বাহী বিল কারমার আরও বেশি কিছু অতিথি নিয়ে উৎসবে অংশগ্রহণ করবেন।
এবারের বিচারকদের নেতৃত্বে আছেন হলিউড অভিনেত্রী জুলিয়ান মুর। সতীর্থদের নিয়ে তিনি বেছে নেবেন স্বর্ণসিংহ পাওয়ার যোগ্য সিনেমাটি। ভেনিসে কারা আলো ছড়াবে তার জন্য অপেক্ষা করতে হবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। রেবেকা জোটলস্কি পরিচালিত ‘আদার পিপলস চিলড্রেন’ দিয়ে শেষ হবে এবারের আসর।
প্রতিযোগিতা বিভাগে লড়ছে কারা
হোয়াইট নয়েজ (উদ্বোধনী সিনেমা), পরিচালক: নোয়া বামবাক (যুক্তরাষ্ট্র)
আই সাইনোর ডেল ফরমিস, পরিচালক: গিয়ান্নি অ্যামিলিয়ো (ইতালি)
দ্য হুইল, পরিচালক: ড্যারেন অ্যারোনোফস্কি (যুক্তরাষ্ট্র)
ল’ইমেনসিতা, পরিচালক: ইমানুয়েল ক্রিয়েলিস (ইতালি)
সেইন্ট ওমের, পরিচালক: এলিস ডিওপ (ফ্রান্স)
ব্লন্ডি, পরিচালক: অ্যান্ড্র ডমিনিক (যুক্তরাষ্ট্র)
টিএআর, পরিচালক: টড ফিল্ড (যুক্তরাষ্ট্র)
লাভ লাইফ, পরিচালক: ফজি ফুকাদা (জাপান)
বারডো, পরিচালক: আলেজান্দ্রো গঞ্জালেজ
ইনারিতু (মেক্সিকো) এথেনা, পরিচালক: রমেন গ্যাভরেস (ফ্রান্স)
বনস অ্যান্ড অল, পরিচালক: লুকা গোওডাগিনো (যুক্তরাষ্ট্র)
দ্য ইটারন্যাল ডটার, পরিচালক: জোনানা হগ (যুক্তরাজ্য)
বিয়ন্ড দ্য ওয়াল, পরিচালক: ভাহিদ জালিলভ্যান্ড (ইরান)
দ্য বানশি অব হনিশেরিন, পরিচালক: মার্টিন ম্যাকডোনাগ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য) আর্জেন্টিনা, ১৯৮৫, পরিচালক: সান্তিয়াগো মিতার (আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র)
চিয়ারা, পরিচালক: সুজানা নিচিয়ারেলি (ইতালি)
মনিকা, পরিচালক: আন্ড্রে পালারো (ইতালি)
নো বেয়ারস, পরিচালক: জাফর পানাহি (ইরান)
অল দ্য বিউটি অ্যান্ড দ্য ব্লাডশিড (সমাপনী), পরিচালক: লরা পোইট্রাস (যুক্তরাষ্ট্র)
আ ক্যাপল, পরিচালক: ফ্রেডরিক উইজম্যান (যুক্তরাষ্ট্র)
দ্য সন, পরিচালক: ফ্লোরিয়ান জিলার (যুক্তরাষ্ট্র)
আওয়ার টাইস, পরিচালক: রোশডি জেম (ফ্রান্স)
আদার পিপলস চিলড্রেন, পরিচালক: রেবেকা জোটলস্কি (ফ্রান্স)